অনলাইন ডেস্ক
দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে অবশেষে ‘বিদেশি এজেন্ট’ বিল প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জর্জিয়ার ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শাসক দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা বলেছেন, ঘোষণা কার্যকর না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।
জর্জিয়ান ড্রিম পার্টি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা যে বিলটিকে সমর্থন দিয়েছি তা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেবে, কোনো রিজার্ভেশন ছাড়াই। বিলটি সম্পর্কে বিরোধীরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। ফলে সমাজে সংঘাত সৃষ্টি হয়েছে। আমরা কোনোভাবেই সংঘাত চাই না।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে একটি টেলিভিশনে ভাষণ দিয়েছেন জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি। তিনি তাঁর ভাষণে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বলেছেন, প্রাথমিক বিজয় অর্জনের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই।
এদিকে বিরোধী দলগুলো একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘সরকারের প্রতিশ্রুতির প্রতি আমাদের ভরসা নেই। বিক্ষোভ অব্যাহত থাকবে। যেসব বিক্ষোভকারীকে আটক করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।’
তবে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।
সরকারের ‘বিদেশি এজেন্ট’ বিল প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জর্জিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। তারা বলেছে, এ ঘোষণার ফলে জর্জিয়ার রাজনৈতিক নেতারা ইইউপন্থী সংস্কার পুনরায় শুরু করতে উৎসাহিত হবেন।
তিবিলিসির মার্কিন দূতাবাস এই খবরকে স্বাগত জানিয়েছে। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, জর্জিয়ার জনগণ একটি সমৃদ্ধ ও নিরাপদ ইউরোপ চায়। তাদের চাওয়া তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
মার্কিন দূতাবাস তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘আমরা ক্ষমতাসীন দলকে আনুষ্ঠানিকভাবে বিলটি প্রত্যাহার করার অনুরোধ জানাই। ভবিষ্যতেও যাতে এ ধরনের আইন অনুসরণ করা না হয়, সেই অনুরোধও জানাই। আমরা আশা করি ইউরোপীয় মূল্যবোধ ও স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করবে না জর্জিয়া।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মঙ্গলবার জর্জিয়ার সংসদে ৭৬-১৩ ভোটে ‘বিদেশি এজেন্ট’ বিলটি পাস হয়। বিলের বিপক্ষে ভোট পড়েছিল ১৩টি। পাস হওয়া বিলটি পরে সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিলের প্রথম অংশে বলা হয়, জর্জিয়ায় কাজ করা এনজিওগুলো তাদের তহবিলের ২০ ভাগের বেশি ‘বিদেশি তহবিল’ পেলে তারা ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত হবে। যারা আইন ভঙ্গ করবে, তাদের ২৫ হাজার জর্জিয়ান লারি (৯ হাজার ৬০০ মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে। বিলের দ্বিতীয় অংশে বলা হয়, জরিমানার পাশাপাশি পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হতে পারে।
খসড়া আইনের প্রথম অংশ পাস হওয়ার পরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার রাতেই জর্জিয়ার রাজধানী তিবিলিসে সংসদ ভবনের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সে সময় তাঁরা কেবল জর্জিয়ার পতাকাই নয়, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পতাকাও উড়িয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
তিন দিনের অব্যাহত বিক্ষোভর পর জর্জিয়া সরকার বিলটি প্রত্যাহার করার ঘোষণা দিল।
দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে অবশেষে ‘বিদেশি এজেন্ট’ বিল প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে জর্জিয়ার ক্ষমতাসীন দল জর্জিয়ান ড্রিম পার্টি। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে শাসক দলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে বিক্ষোভকারীরা বলেছেন, ঘোষণা কার্যকর না হওয়া পর্যন্ত তাঁরা বিক্ষোভ চালিয়ে যাবেন।
জর্জিয়ান ড্রিম পার্টি এক বিবৃতিতে বলেছে, ‘আমরা যে বিলটিকে সমর্থন দিয়েছি তা নিঃশর্তভাবে প্রত্যাহার করে নেবে, কোনো রিজার্ভেশন ছাড়াই। বিলটি সম্পর্কে বিরোধীরা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। ফলে সমাজে সংঘাত সৃষ্টি হয়েছে। আমরা কোনোভাবেই সংঘাত চাই না।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে একটি টেলিভিশনে ভাষণ দিয়েছেন জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি। তিনি তাঁর ভাষণে বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে বলেছেন, প্রাথমিক বিজয় অর্জনের জন্য আমি আপনাদের অভিনন্দন জানাই।
এদিকে বিরোধী দলগুলো একটি যৌথ বিবৃতিতে বলেছে, ‘সরকারের প্রতিশ্রুতির প্রতি আমাদের ভরসা নেই। বিক্ষোভ অব্যাহত থাকবে। যেসব বিক্ষোভকারীকে আটক করা হয়েছে তাঁদের অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছে তারা।’
তবে জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।
সরকারের ‘বিদেশি এজেন্ট’ বিল প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে জর্জিয়ায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। তারা বলেছে, এ ঘোষণার ফলে জর্জিয়ার রাজনৈতিক নেতারা ইইউপন্থী সংস্কার পুনরায় শুরু করতে উৎসাহিত হবেন।
তিবিলিসির মার্কিন দূতাবাস এই খবরকে স্বাগত জানিয়েছে। দূতাবাস এক বিবৃতিতে বলেছে, জর্জিয়ার জনগণ একটি সমৃদ্ধ ও নিরাপদ ইউরোপ চায়। তাদের চাওয়া তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।
মার্কিন দূতাবাস তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘আমরা ক্ষমতাসীন দলকে আনুষ্ঠানিকভাবে বিলটি প্রত্যাহার করার অনুরোধ জানাই। ভবিষ্যতেও যাতে এ ধরনের আইন অনুসরণ করা না হয়, সেই অনুরোধও জানাই। আমরা আশা করি ইউরোপীয় মূল্যবোধ ও স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করবে না জর্জিয়া।’
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মঙ্গলবার জর্জিয়ার সংসদে ৭৬-১৩ ভোটে ‘বিদেশি এজেন্ট’ বিলটি পাস হয়। বিলের বিপক্ষে ভোট পড়েছিল ১৩টি। পাস হওয়া বিলটি পরে সংসদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিলের প্রথম অংশে বলা হয়, জর্জিয়ায় কাজ করা এনজিওগুলো তাদের তহবিলের ২০ ভাগের বেশি ‘বিদেশি তহবিল’ পেলে তারা ‘বিদেশি এজেন্ট’ হিসেবে চিহ্নিত হবে। যারা আইন ভঙ্গ করবে, তাদের ২৫ হাজার জর্জিয়ান লারি (৯ হাজার ৬০০ মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে। বিলের দ্বিতীয় অংশে বলা হয়, জরিমানার পাশাপাশি পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হতে পারে।
খসড়া আইনের প্রথম অংশ পাস হওয়ার পরে দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। মঙ্গলবার রাতেই জর্জিয়ার রাজধানী তিবিলিসে সংসদ ভবনের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। সে সময় তাঁরা কেবল জর্জিয়ার পতাকাই নয়, একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পতাকাও উড়িয়েছেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।
তিন দিনের অব্যাহত বিক্ষোভর পর জর্জিয়া সরকার বিলটি প্রত্যাহার করার ঘোষণা দিল।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
১৮ মিনিট আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
১ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
২ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৩ ঘণ্টা আগে