অনলাইন ডেস্ক
টিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আইনের অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে অথবা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।
সম্প্রতি বাইডেন প্রশাসনের আরোপিত ওই আইনটিকে চ্যালেঞ্জ করেছিল টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স এবং কিছু ব্যবহারকারী। তবে তাদের আপিল খারিজ করে মার্কিন বিচারপতিরা জানিয়েছেন, এই আইন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী (যা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে) লঙ্ঘন করে না।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিবিসি জানিয়েছে, মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। দেশটির প্রায় অর্ধেক মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে আসছিলেন।
জানা গেছে, আজ শুক্রবার মার্কিন বিচারকেরা দ্রুত পদক্ষেপ নিয়ে এই মামলার শুনানি করেন এবং নির্ধারিত সময়ের আগেই রায় প্রদান করেন।
সুপ্রিম কোর্টের একটি যৌথ বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৭০ মিলিয়ন মানুষ টিকটক ব্যবহার করে, যা একটি গুরুত্বপূর্ণ মত প্রকাশ এবং যোগাযোগের মাধ্যম। তবে জাতীয় নিরাপত্তার জন্য এই অ্যাপটির মালিকানা বদল প্রয়োজনীয় বলে মনে করেছে কংগ্রেস।’
টিকটক অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে এর চীনা মালিকানা নিয়ে বহুদিন ধরেই মার্কিন নেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের মতে, টিকটকের মালিক কোম্পানি বাইটডান্স ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহের মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তারা আরও দাবি করে, চীন গোপন তথ্য সংগ্রহ এবং প্রচার চালানোর জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে।
বিচার বিভাগের পক্ষ থেকে আইনজীবী এলিজাবেথ প্রেলগার যুক্তি দেন, টিকটকের বিশাল ডেটাবেস চীনা সরকারের জন্য একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।
টিকটক এবং বাইটডান্স বলেছে, এই আইন মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং এর ফলে ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা, কনটেন্ট নির্মাতা এবং কর্মীদের ওপর প্রভাব পড়বে।
টিকটকের সিইও শৌ জি চিউ জানিয়েছেন, তাঁর কোম্পানি আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং মার্কিন বাজারে টিকে থাকার জন্য সম্ভাব্য সবকিছু করবে।
টিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আইনের অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে অথবা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে।
সম্প্রতি বাইডেন প্রশাসনের আরোপিত ওই আইনটিকে চ্যালেঞ্জ করেছিল টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটডান্স এবং কিছু ব্যবহারকারী। তবে তাদের আপিল খারিজ করে মার্কিন বিচারপতিরা জানিয়েছেন, এই আইন মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী (যা মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করে) লঙ্ঘন করে না।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিবিসি জানিয়েছে, মার্কিন সুপ্রিম কোর্টের রায়ের পর কোনো রাজনৈতিক হস্তক্ষেপ না হলে রোববার থেকেই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যাবে টিকটক। দেশটির প্রায় অর্ধেক মানুষ এই মাধ্যমটি ব্যবহার করে আসছিলেন।
জানা গেছে, আজ শুক্রবার মার্কিন বিচারকেরা দ্রুত পদক্ষেপ নিয়ে এই মামলার শুনানি করেন এবং নির্ধারিত সময়ের আগেই রায় প্রদান করেন।
সুপ্রিম কোর্টের একটি যৌথ বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১৭০ মিলিয়ন মানুষ টিকটক ব্যবহার করে, যা একটি গুরুত্বপূর্ণ মত প্রকাশ এবং যোগাযোগের মাধ্যম। তবে জাতীয় নিরাপত্তার জন্য এই অ্যাপটির মালিকানা বদল প্রয়োজনীয় বলে মনে করেছে কংগ্রেস।’
টিকটক অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়। তবে এর চীনা মালিকানা নিয়ে বহুদিন ধরেই মার্কিন নেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের মতে, টিকটকের মালিক কোম্পানি বাইটডান্স ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহের মাধ্যমে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। তারা আরও দাবি করে, চীন গোপন তথ্য সংগ্রহ এবং প্রচার চালানোর জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারে।
বিচার বিভাগের পক্ষ থেকে আইনজীবী এলিজাবেথ প্রেলগার যুক্তি দেন, টিকটকের বিশাল ডেটাবেস চীনা সরকারের জন্য একটি শক্তিশালী অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে।
টিকটক এবং বাইটডান্স বলেছে, এই আইন মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী এবং এর ফলে ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতা, কনটেন্ট নির্মাতা এবং কর্মীদের ওপর প্রভাব পড়বে।
টিকটকের সিইও শৌ জি চিউ জানিয়েছেন, তাঁর কোম্পানি আইনি প্রক্রিয়া অনুসরণ করছে এবং মার্কিন বাজারে টিকে থাকার জন্য সম্ভাব্য সবকিছু করবে।
ইসরায়েলের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি অনুমোদনের সুপারিশ করেছে। আজ শুক্রবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকের পর চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
৭ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের সৌজন্যমূলক অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি তাঁর শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ...
৮ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ তদারক অনুবিভাগের তিন সিনিয়র ক্যারিয়ার কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সহকারীরা তাঁদের এই নির্দেশ দিয়েছেন।
৮ ঘণ্টা আগেভারত মহাসাগরের বিশাল জলরাশি আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতা প্রতিযোগিতা ও প্রদর্শনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
৮ ঘণ্টা আগে