অনলাইন ডেস্ক
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের বরাতে এনডিটিভি বলছে, এঘটনায় গ্রেপ্তার দুজন নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।
‘সালমান খানের বন্ধু যে কেউ তাদের শত্রু’ বলে এর আগে হুমকি দিয়ে রেখেছেন লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী রোহিত গোদারা। তাই সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই বাবা সিদ্দিকি খুন হলেন কিনা তা নিয়ে আলোচনা চলছে। অন্য কেউ এই হত্যার দায় স্বীকার না করলেও পুলিশ এই দাবি যাচাই করেনি।
গতকাল শনিবার রাতে ৬৬ বছর বয়সি বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়। তাঁর বুকে এবং পেটে গুলি লেগেছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সিদ্দিকির খুনের সঙ্গে ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন— উত্তরপ্রদেশের বাসিন্দা কর্নেইল সিংহ ও হরিয়ানার ধরমরাজ কাশ্যপ। পুলিশের দাবি, জেরার মুখে দুজনই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে স্বীকার করে নিয়েছেন।
গতকাল শনিবার রাতে বান্দ্রা পূর্ব এলাকায় ছিলেন বর্ষীয়ান এনসিপি নেতা। ছেলে বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের বাইরে দাঁড়িয়ে দশেরা উপলক্ষে তিনি বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে আচমকা গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। গাড়ি করে তিন জন এসেছিল, তাঁদের প্রত্যেকের মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল।
পুলিশ বলছে, মোট তিন রাউন্ড গুলি চালানো হয়েছিল। সিদ্দিকির বুকে এবং পেটে গুলি লাগে। একটি গুলি আটকে যায় বুকে। ঘটনাস্থলেই তিনি পড়ে যান। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ৯.৯ এমএম পিস্তল থেকে ছোড়া হয়েছিল গুলি।
চিকিৎসকেরা জানান, শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বাবা সিদ্দিকির। সেই কারণে বুলেট বের করা গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১টা ২৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে।
এই খুনের ঘটনায় জড়িত তৃতীয় আরেকজন ঘটনাস্থল থেকেই পালিয়ে গিয়েছিল। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, যাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতের এই ঘটনার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত রোববারের সমস্ত কর্মসূচি বাতিল করে দেন। তিনি রাতে মুম্বাইতে ছিলেন না। শিগগির সেখানে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
গত ফেব্রুয়ারিতেই কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ত্যাগ করেন সিদ্দিকি। যোগ দেন অজিত শিবিরে। তবে তার আগে প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে ছিলেন সিদ্দিকি। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে মূল স্রোতের রাজনীতিতে এসেছিলেন সিদ্দিকি। ১৯৯৯ সালে প্রথম বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বান্দ্রা এলাকার এই নেতা। ২০০৯ সাল পর্যন্ত তিন বার ভোটে জিতলেও ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন।
বলিউডের সঙ্গেও তাঁর যোগাযোগ আছে ব্যাপক। বিভিন্ন সময়ে তাঁর দেওয়া পার্টিতে বলিউড তারকাদের দেখা গিয়েছে। ২০১৩ সালে তাঁর পার্টিতেই শাহরুখ খান এবং সালমান খানের ‘মানভঞ্জন’ হয়। দুই খানকে দুই পাশে নিয়ে তোলা তাঁর সেই ছবি স্মরণীয় হয়ে আছে।
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় মুম্বাইয়ের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্রের বরাতে এনডিটিভি বলছে, এঘটনায় গ্রেপ্তার দুজন নিজেদের লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছে।
‘সালমান খানের বন্ধু যে কেউ তাদের শত্রু’ বলে এর আগে হুমকি দিয়ে রেখেছেন লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী রোহিত গোদারা। তাই সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই বাবা সিদ্দিকি খুন হলেন কিনা তা নিয়ে আলোচনা চলছে। অন্য কেউ এই হত্যার দায় স্বীকার না করলেও পুলিশ এই দাবি যাচাই করেনি।
গতকাল শনিবার রাতে ৬৬ বছর বয়সি বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়। তাঁর বুকে এবং পেটে গুলি লেগেছিল। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সিদ্দিকির খুনের সঙ্গে ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন— উত্তরপ্রদেশের বাসিন্দা কর্নেইল সিংহ ও হরিয়ানার ধরমরাজ কাশ্যপ। পুলিশের দাবি, জেরার মুখে দুজনই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে স্বীকার করে নিয়েছেন।
গতকাল শনিবার রাতে বান্দ্রা পূর্ব এলাকায় ছিলেন বর্ষীয়ান এনসিপি নেতা। ছেলে বিধায়ক জিশান সিদ্দিকির অফিসের বাইরে দাঁড়িয়ে দশেরা উপলক্ষে তিনি বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে আচমকা গুলি ছোড়া হয় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। গাড়ি করে তিন জন এসেছিল, তাঁদের প্রত্যেকের মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল।
পুলিশ বলছে, মোট তিন রাউন্ড গুলি চালানো হয়েছিল। সিদ্দিকির বুকে এবং পেটে গুলি লাগে। একটি গুলি আটকে যায় বুকে। ঘটনাস্থলেই তিনি পড়ে যান। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ৯.৯ এমএম পিস্তল থেকে ছোড়া হয়েছিল গুলি।
চিকিৎসকেরা জানান, শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয় বাবা সিদ্দিকির। সেই কারণে বুলেট বের করা গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১টা ২৭ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে।
এই খুনের ঘটনায় জড়িত তৃতীয় আরেকজন ঘটনাস্থল থেকেই পালিয়ে গিয়েছিল। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, যাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার রাতের এই ঘটনার পর মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত রোববারের সমস্ত কর্মসূচি বাতিল করে দেন। তিনি রাতে মুম্বাইতে ছিলেন না। শিগগির সেখানে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
গত ফেব্রুয়ারিতেই কংগ্রেসের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক ত্যাগ করেন সিদ্দিকি। যোগ দেন অজিত শিবিরে। তবে তার আগে প্রায় পাঁচ দশক কংগ্রেসের সঙ্গে ছিলেন সিদ্দিকি। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকে মূল স্রোতের রাজনীতিতে এসেছিলেন সিদ্দিকি। ১৯৯৯ সালে প্রথম বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন বান্দ্রা এলাকার এই নেতা। ২০০৯ সাল পর্যন্ত তিন বার ভোটে জিতলেও ২০১৪ এবং ২০১৯ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছিলেন।
বলিউডের সঙ্গেও তাঁর যোগাযোগ আছে ব্যাপক। বিভিন্ন সময়ে তাঁর দেওয়া পার্টিতে বলিউড তারকাদের দেখা গিয়েছে। ২০১৩ সালে তাঁর পার্টিতেই শাহরুখ খান এবং সালমান খানের ‘মানভঞ্জন’ হয়। দুই খানকে দুই পাশে নিয়ে তোলা তাঁর সেই ছবি স্মরণীয় হয়ে আছে।
যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
১৫ মিনিট আগেস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ঘোষণা করেছেন যে, তাঁর দেশ ইউক্রেনকে আর কোনো সামরিক বা আর্থিক সহায়তা প্রদান করবে না। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার এক খোলা চিঠিতে ফিকো স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না, যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে।
১ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত এক বৈঠকের পর যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে শেষে স্টারমার জানালেন, জেলেনস্কি ‘যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন’ পাচ্ছেন। প্রত্যুত্তরে জেলেনস্কি...
১ ঘণ্টা আগেআমাদের মসজিদ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস ভাঙেনি। আমরা এখনো ধ্বংসস্তূপে, তাঁবুর নিচে তারাবির নামাজ পড়ব। আমরা আমাদের সব আশা নিয়ে দু’আ করব, কোরআন তিলাওয়াতে সান্ত্বনা খুঁজব, এই বিশ্বাস নিয়ে যে, আমাদের সব কষ্টের প্রতিদান আল্লাহ দেবেন।
১ ঘণ্টা আগে