Ajker Patrika

ইংরেজি অভিধানে যুক্ত হচ্ছে নতুন শব্দ ‘গিগিল’, এর অর্থ কি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কখনো কখনো এমনও হয় যে, দারুণ এক সৌন্দর্য, স্নিগ্ধতা, কোমলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু পুরো বিষয়টি একটি মাত্র শব্দে প্রকাশ করতে পারছেন না। যেমন ধরা যাক, আপনার কোনো ছোট্ট শিশু আত্মীয়, দারুণ একটি বিড়াল বা সামাজিক মাধ্যমে দারুণ কোনো ভিডিও দেখেছেন—কিন্তু পুরো বিষয়টিকে একটি মাত্র শব্দে কোনোভাবেই প্রকাশ করা যাচ্ছে না।

এমন বিব্রতকর পরিস্থিতি থেকে আপনাকে উদ্ধারে এগিয়ে এসেছে অক্সফোর্ড ডিকশনারি। এই ডিকশনারি নতুন একটি শব্দ তাদের তালিকাভুক্ত করতে যাচ্ছে। শব্দটি হলো Gigil, যার বাংলা উচ্চারণ হবে ‘গিগিল’। অক্সফোর্ড ডিকশনারি কর্তৃপক্ষ এই শব্দটিকে ‘অনুবাদ অযোগ্য’ শব্দের তালিকায় ফেলেছে। অর্থাৎ, ইংরেজি ভাষায় এমন শব্দের কোনো প্রতিশব্দ নেই।

ফিলিপাইনের অন্যতম প্রধান ভাষা তাগালগ থেকে আসা ‘গিগিল’ শব্দটি মূলত এক ‘তীব্র অনুভূতি’ প্রকাশক শব্দ। এই শব্দটি মূলত ব্যক্তিকে আমাদের হাত মুষ্টিবদ্ধ করার, দাঁত কিড়মিড় করার কিংবা যাকে বা যেটিকে আমরা এতই আদরের মনে করি সেটিকে চিমটি কাটার বা আদর করার এক অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষার জন্ম হয়—এমন অনুভূতি প্রকাশে ব্যবহৃত হয়। অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তাদের সর্বশেষ আপডেটে এমনটাই জানিয়েছে।

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি আরও বলেছে, যারা ইংরেজির পাশাপাশি অন্য ভাষায় কথা বলেন, তারা ভাষাগত শূন্যতা পূরণের জন্য অন্য ভাষা থেকে ‘অনুবাদ-অযোগ্য’ শব্দ ধার করে। যখন তারা যথেষ্ট পরিমাণে এমন শব্দ ব্যবহার করেন, তখন ধার করা শব্দটিই ‘তাদের শব্দভান্ডারের অংশ হয়ে যায়।’

যেমন, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে সম্প্রতি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে। সদ্য যুক্ত হওয়া শব্দের বেশির ভাগই খাবারের নাম—যা এই দুটি দেশের খাদ্য প্রীতির প্রমাণ। এগুলোর মধ্যে কায়া টোস্ট অন্যতম। নারকেলের দুধ, ডিম, চিনি ও পান্দান পাতা দিয়ে তৈরি জ্যাম মাখানো টোস্ট করা রুটির এক জনপ্রিয় খাবার এটি।

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারিতে ৬ লাখেরও বেশি শব্দ রয়েছে, যা এটিকে ইংরেজিভাষী বিশ্বের অন্যতম বিস্তৃত অভিধানে পরিণত করেছে। এর সম্পাদকেরা প্রতি বছর হাজার হাজার নতুন শব্দের প্রস্তাব বিবেচনা করেন। এই প্রস্তাবগুলো বিভিন্ন উৎস থেকে আসে, যার মধ্যে রয়েছে সম্পাদকদের নিজস্ব পঠন, গণ আবেদন এবং ভাষার ডেটা বেসের বিশ্লেষণ।

অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির সর্বশেষ আপডেটে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের শব্দ এবং শব্দগুচ্ছও অন্তর্ভুক্ত ছিল। সিঙ্গাপুর ও প্রতিবেশী মালয়েশিয়ায় বিস্ময় বা বিরক্তি প্রকাশ করতে ব্যবহৃত একটি কথোপকথনমূলক বিস্ময়সূচক শব্দ ‘আলামাক’—ও এই তালিকায় স্থান পেয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত