অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার মাত্র চার মাসের মধ্যেই ১ লাখ ২৩ হাজার ফলোয়ার হয়ে যায় এমিলি পেলিগ্রিনির। এই সময়ের মধ্যেই তাঁর রূপে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করেছেন বিখ্যাত ফুটবলার থেকে শুরু করে টেনিস তারকা এমনকি বিলিয়নিয়ারও।
সুশোভিত শরীর আর লম্বা বাদামি চুলে এমিলি অবশ্য কাউকেই পাত্তা দেননি। দুবাইয়ের পাঁচতারকা হোটেল এবং বিশ্বখ্যাত রেস্তোরাঁয় নিমন্ত্রণও ফিরিয়ে দিয়েছেন অবলীলায়। জার্মানির এক তারকা ফুটবলার তাঁকে প্রশ্ন করেছিল—‘এটা কীভাবে সম্ভব যে, এত সুন্দর একজন নারীর কোনো প্রেমিক নেই?’
এমিলি উত্তর দিয়েছিলেন—‘আমি জানি না। হিহি।’
ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, বহু বিখ্যাত মানুষকে প্রত্যাখ্যান করা এমিলি আসলে রক্ত-মাংসের কোনো মানবী নন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এক মডেল।
আরও জানা গেছে, মাত্র ছয় সপ্তাহের মধ্যেই তিনি তাঁর স্রষ্টাকে ১০ হাজার ডলার উপার্জন করে দিয়েছেন কনটেন্ট তৈরির প্ল্যাটফর্ম ফ্যানভ্যুতে।
এমিলিকে সৃষ্টির প্রসঙ্গে তাঁর স্রষ্টা বলেন, ‘আমি চ্যাট জিপিটি-কে জিজ্ঞাসা করেছিলাম—একজন গড় পুরুষের স্বপ্নের মেয়েটি দেখতে কেমন হয়? এটি বলেছিল, লম্বা বাদামি চুল এবং পা লম্বা হয়। আমি তাকে ঠিক এভাবেই তৈরি করেছি। লক্ষ্য ছিল তাকে মোহনীয় এবং আকর্ষণীয় করে তোলা। আমি তাকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছি।’
এমিলি দেখতে এতটাই বাস্তব যে দ্রুততম সময়ের মধ্যেই কৃত্রিম এই নারী অসংখ্য ধনী, নামকরা ব্যক্তি এবং সফল পুরুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর স্রষ্টা ইতিমধ্যে ফিওনা নামে তাঁর আরেক বোনেরও জন্ম দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ফিওনার ফলোয়ারও ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে এআই জেনারেটরের ব্যবহার বেড়ে যাওয়ার পর সাফল্য পেয়েছে এমিলি এবং ফিওনা।
ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার মাত্র চার মাসের মধ্যেই ১ লাখ ২৩ হাজার ফলোয়ার হয়ে যায় এমিলি পেলিগ্রিনির। এই সময়ের মধ্যেই তাঁর রূপে মুগ্ধ হয়ে প্রেম নিবেদন করেছেন বিখ্যাত ফুটবলার থেকে শুরু করে টেনিস তারকা এমনকি বিলিয়নিয়ারও।
সুশোভিত শরীর আর লম্বা বাদামি চুলে এমিলি অবশ্য কাউকেই পাত্তা দেননি। দুবাইয়ের পাঁচতারকা হোটেল এবং বিশ্বখ্যাত রেস্তোরাঁয় নিমন্ত্রণও ফিরিয়ে দিয়েছেন অবলীলায়। জার্মানির এক তারকা ফুটবলার তাঁকে প্রশ্ন করেছিল—‘এটা কীভাবে সম্ভব যে, এত সুন্দর একজন নারীর কোনো প্রেমিক নেই?’
এমিলি উত্তর দিয়েছিলেন—‘আমি জানি না। হিহি।’
ডেইলি মেইলের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, বহু বিখ্যাত মানুষকে প্রত্যাখ্যান করা এমিলি আসলে রক্ত-মাংসের কোনো মানবী নন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত এক মডেল।
আরও জানা গেছে, মাত্র ছয় সপ্তাহের মধ্যেই তিনি তাঁর স্রষ্টাকে ১০ হাজার ডলার উপার্জন করে দিয়েছেন কনটেন্ট তৈরির প্ল্যাটফর্ম ফ্যানভ্যুতে।
এমিলিকে সৃষ্টির প্রসঙ্গে তাঁর স্রষ্টা বলেন, ‘আমি চ্যাট জিপিটি-কে জিজ্ঞাসা করেছিলাম—একজন গড় পুরুষের স্বপ্নের মেয়েটি দেখতে কেমন হয়? এটি বলেছিল, লম্বা বাদামি চুল এবং পা লম্বা হয়। আমি তাকে ঠিক এভাবেই তৈরি করেছি। লক্ষ্য ছিল তাকে মোহনীয় এবং আকর্ষণীয় করে তোলা। আমি তাকে যতটা সম্ভব বাস্তব রাখতে চেয়েছি।’
এমিলি দেখতে এতটাই বাস্তব যে দ্রুততম সময়ের মধ্যেই কৃত্রিম এই নারী অসংখ্য ধনী, নামকরা ব্যক্তি এবং সফল পুরুষদের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর স্রষ্টা ইতিমধ্যে ফিওনা নামে তাঁর আরেক বোনেরও জন্ম দিয়েছেন। কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ফিওনার ফলোয়ারও ৩০ হাজার ছাড়িয়ে গেছে।
বিজনেস ইনসাইডারের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে এআই জেনারেটরের ব্যবহার বেড়ে যাওয়ার পর সাফল্য পেয়েছে এমিলি এবং ফিওনা।
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। এই সফরের অংশ হিসেবে তাঁরা ভারত, পাকিস্তান ও বাংলাদেশেও সফর করতে পারেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই সম্ভাব্য সফরের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জন্য প্রস্তাবিত সফরের খসড়াও তৈরি করা হচ
৮ ঘণ্টা আগেহেজ ফান্ডের ম্যানেজার স্কট বেসেন্টকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬২ বছর বয়সী বেসেন্ট, বিনিয়োগকারী সংস্থা ‘কি স্কয়ার ক্যাপিটাল ম্যানেজমেন্টে’র প্রতিষ্ঠাতা।
৯ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ন্যাটোর প্রধান বৈশ্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। গতকাল শুক্রবার ফ্লোরিডার পাম বিচে বৈঠক করেন ট্রাম্প ও ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি রুটের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ।
১৩ ঘণ্টা আগেআরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১৪ ঘণ্টা আগে