অনলাইন ডেস্ক
কলকাতার বেহালায় ট্রাভেল এজেন্সির মালিক মনোজ গুপ্ত। এই এজেন্সির আড়ালে চলছে পাসপোর্ট জালিয়াতি এবং ভুয়া আধার কার্ড তৈরি। এজেন্সিতে বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানিয়ে দেন এমন অভিযোগ আটক করা হয়েছে মনোজ গুপ্তকে।
আজ রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে কলকাতা পুলিশের বরাতে জানানো হয়, পাসপোর্ট জালিয়াতি মামলায় প্রধান অভিযুক্ত বেহালার ট্রাভেল এজেন্সির মালিক মনোজ গুপ্তকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
বেহালার শাঁখেরবাজারে মনোজের ট্রাভেল এজেন্সিতে চলত জালিয়াতি চক্রের অবৈধ কার্যকলাপ। ভুয়া আধার কার্ড তৈরি করে তার ভিত্তিতে জাল পাসপোর্ট বানিয়ে দিত এ চক্র। এর আগে এই এজেন্সির কর্মচারী দীপঙ্কর দাসসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
তদন্তে জানা যায়, এসব জালিয়াতিতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদমগাছি গ্রাম পঞ্চায়েত জড়িত রয়েছে। সেখানে অনেকের ঠিকানা নকল বলে প্রমাণিত হয়েছে। বেশির ভাগই কদমগাছি গ্রাম পঞ্চায়েতের নামে প্রস্তুত করা হয়েছিল।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট জালিয়াতির এই মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
বাংলাদেশি নাগরিকদের জাল আধার কার্ডে বানানো ৭৩টি ভারতীয় পাসপোর্ট ধরা পড়ার পর কলকাতায় পাসপোর্ট যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। এরপরই এ নিয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ।
কলকাতার বেহালায় ট্রাভেল এজেন্সির মালিক মনোজ গুপ্ত। এই এজেন্সির আড়ালে চলছে পাসপোর্ট জালিয়াতি এবং ভুয়া আধার কার্ড তৈরি। এজেন্সিতে বাংলাদেশিদের জাল পাসপোর্ট বানিয়ে দেন এমন অভিযোগ আটক করা হয়েছে মনোজ গুপ্তকে।
আজ রোববার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে কলকাতা পুলিশের বরাতে জানানো হয়, পাসপোর্ট জালিয়াতি মামলায় প্রধান অভিযুক্ত বেহালার ট্রাভেল এজেন্সির মালিক মনোজ গুপ্তকে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য দিয়ে এ মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
বেহালার শাঁখেরবাজারে মনোজের ট্রাভেল এজেন্সিতে চলত জালিয়াতি চক্রের অবৈধ কার্যকলাপ। ভুয়া আধার কার্ড তৈরি করে তার ভিত্তিতে জাল পাসপোর্ট বানিয়ে দিত এ চক্র। এর আগে এই এজেন্সির কর্মচারী দীপঙ্কর দাসসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল।
তদন্তে জানা যায়, এসব জালিয়াতিতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদমগাছি গ্রাম পঞ্চায়েত জড়িত রয়েছে। সেখানে অনেকের ঠিকানা নকল বলে প্রমাণিত হয়েছে। বেশির ভাগই কদমগাছি গ্রাম পঞ্চায়েতের নামে প্রস্তুত করা হয়েছিল।
আঞ্চলিক পাসপোর্ট অফিসের অভিযোগের ভিত্তিতে পাসপোর্ট জালিয়াতির এই মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।
বাংলাদেশি নাগরিকদের জাল আধার কার্ডে বানানো ৭৩টি ভারতীয় পাসপোর্ট ধরা পড়ার পর কলকাতায় পাসপোর্ট যাচাইয়ের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে। এরপরই এ নিয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ।
যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে, ২০২২ এবং ২০২৩ সালে জেটব্লু বারবার বিলম্বিত ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে নিউইয়র্ক থেকে র্যালি-ডারহাম, ফোর্ট লডারডেল, অরল্যান্ডো এবং ফোর্ট লডারডেল থেকে উইন্ডসর লক্স, কানেকটিকাটের ফ্লাইটগুলো অন্তর্ভুক্ত।
১০ ঘণ্টা আগেক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একটি মানবিক উদ্যোগ নিয়ে নজির স্থাপন করল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশি এক নারীকে তাঁর প্রয়াত ভাইকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হয়েছে।
১১ ঘণ্টা আগেপুতুলের মতো দেখতে, তাই ‘হিউম্যান বার্বি’ হিসেবে পরিচিতি পেয়েছেন মার্সেলা ইগ্লেসিয়াস। চিরকাল তরুণী থাকতে চান বর্তমানে ৪৭ বছর বয়সী এই নারী। পরিকল্পনা করেছেন, ২৩ বছর বয়সী ছেলের রক্ত সঞ্চালনের মাধ্যমেই তিনি তাঁর বয়স কিছুটা কমিয়ে নেবেন।
১১ ঘণ্টা আগেগত ২৭ ডিসেম্বর চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, উত্তর–পশ্চিম চীনের জিনজিয়ানের উইঘুর স্বায়ত্তশাসিত প্রশাসনিক অঞ্চলে হোটান প্রিফেকচারের অধীনে হি’আন ও হেকাং নামে দুটি নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ও স্টেট কাউন্সিল।
১১ ঘণ্টা আগে