ছেলের রক্তে বয়স কমাবেন ‘হিউম্যান বার্বি’ মার্সেলা

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২২: ৪০
Thumbnail image
ছেলে রদ্রিগোর সঙ্গে মার্সেলা ইগ্লেসিয়াস। ছবি: সংগৃহীত

পুতুলের মতো দেখতে, তাই ‘হিউম্যান বার্বি’ হিসেবে তারকা খ্যাতি পেয়েছেন মার্কিন ইনফ্লুয়েঞ্জার মার্সেলা ইগ্লেসিয়াস। চিরকাল তরুণী থাকতে চান বর্তমানে ৪৭ বছর বয়সী এই নারী। পরিকল্পনা করেছেন, ২৩ বছর বয়সী ছেলের রক্ত সঞ্চালনের মাধ্যমেই তিনি তাঁর বয়স কিছুটা কমিয়ে নেবেন।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নিজের বয়স কম দেখাতে বিভিন্ন কসমেটিক সার্জারিতে ইতিমধ্যে প্রায় এক লাখ ডলার খরচ করেছেন মার্সেলা। তবে ২০২৫ সালে তিনি একটি ভিন্ন উপায় গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

মার্সেলা জানিয়েছেন, তাঁর ছেলে রদ্রিগো তাঁর এই পরিকল্পনায় বেশ আগ্রহী। শুধু মায়ের জন্য রক্ত দান করাই নয়, রদ্রিগো তাঁর ৭৫ বছর বয়সী দাদি গ্র্যাসিয়েলাকেও একই ধরনের পদ্ধতিতে সহায়তা করবেন।

এ বিষয়ে মার্সেলা বলেন, ‘রক্ত সঞ্চালন আধুনিক একটি পদ্ধতি, যা কোষকে পুনরুজ্জীবিত করতে পারে। বিশেষ করে, যদি দাতা আপনার নিজের সন্তান হয়। আমি স্টেম সেল থেরাপি নেওয়ার পর শরীরের ভেতর থেকে আরোগ্য লাভের উপায় খুঁজছি।’

মার্সেলার মতে, তরুণ দাতার রক্ত মানুষের কোষগুলোকে আবারও নতুন হতে সহায়তা করে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ করে তোলে। তিনি বলেন, ‘রদ্রিগো পুরো প্রক্রিয়া এবং এর উপকারিতা সম্পর্কে সচেতন এবং মা ও দাদির জন্য এটি করতে সে উৎসাহী।’

এভাবে রক্ত সঞ্চালনের মাধ্যমে নতুন লাল রক্তকণিকা অক্সিজেন সরবরাহ করে, আর প্লাজমা প্রোটিন ও জমাট বাঁধার উপাদান দিয়ে শরীরকে নিরাময়ে সহায়তা করে।

মার্সেলা বিশ্বাস করেন, এই পদ্ধতি অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতা বাড়াতে পারে, কোষ মেরামতে সাহায্য করে এবং কিডনি, হৃৎপিণ্ড ও ফুসফুসের কার্যকারিতা উন্নত করে।

তিনি বলেন, ‘শরীর এটি এমনভাবে গ্রহণ করে যেন একজন যাত্রী দীর্ঘ যাত্রার পর এক চুমুক পানির স্বাদ নিচ্ছেন। শেষ পর্যন্ত আমি আরও শক্তিশালী, স্থিতিশীল এবং নিজের ওপর আরও ভালো নিয়ন্ত্রণ অনুভব করতে পারি।’

এ পদ্ধতি এখনো বিতর্কিত হলেও মার্সেলা তাঁর ছেলের সমর্থন পেয়ে এটি প্রয়োগের পরিকল্পনা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত