অনলাইন ডেস্ক
করোনার নতুন ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজে কাজ হবে না। এর জন্য প্রয়োজন নতুন ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের এমন ভ্যাকসিন প্রয়োজন, যা এই রোগের সংক্রমণ রোধ এবং ছড়িয়ে পড়া রুখতে আরও কার্যকার ভূমিকা থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে এ ধরনের ভ্যাকসিন তৈরিতে উৎসাহ দেওয়ার কথা বলছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকার উপাদান সংক্রান্ত উপদেষ্টামণ্ডলী এক বিবৃতিতে জানায়, পুরোনো টিকাগুলোর বুস্টার ডোজ বারবার দিলেও করোনার সংক্রমণ রুখে দেওয়া যাবে না। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়তে পারবে না এই ভ্যাকসিন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার সংক্রমণ কমানোর পাশাপাশি গুরুতর অসুস্থতা ও মৃত্যু রুখতে পারে এমন প্রভাবশালী ভ্যাকসিনের প্রয়োজন। এবং এ ধরনের ভ্যাকসিন দ্রুত তৈরি করা উচিত। যত দিন তা তৈরি করা সম্ভব না হচ্ছে, তত দিন আমাদের হাতে যে ভ্যাকসিন আছে, তারই উপাদানের পরিমাণে পরিবর্তন আনতে হবে।
অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একপ্রকার বলেই দিচ্ছে, উপাদানের উন্নতি না হলে বর্তমান ভ্যাকসিনগুলো তেমন কার্যকর নয়।
এরই মধ্যে করোনার গোটা পাঁচটি ধরন বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। সেগুল হলো আলফা, বিটা, গামা, ডেলটা আর ওমিক্রন। এই মুহূর্তে বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। আগামী দিনে এভাবেই করোনার নতুন নতুন স্ট্রেন আঘাত হানবে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনার নতুন ধরনের বিরুদ্ধে বুস্টার ডোজে কাজ হবে না। এর জন্য প্রয়োজন নতুন ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এমনটি জানানো হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের এমন ভ্যাকসিন প্রয়োজন, যা এই রোগের সংক্রমণ রোধ এবং ছড়িয়ে পড়া রুখতে আরও কার্যকার ভূমিকা থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে এ ধরনের ভ্যাকসিন তৈরিতে উৎসাহ দেওয়ার কথা বলছে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকার উপাদান সংক্রান্ত উপদেষ্টামণ্ডলী এক বিবৃতিতে জানায়, পুরোনো টিকাগুলোর বুস্টার ডোজ বারবার দিলেও করোনার সংক্রমণ রুখে দেওয়া যাবে না। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের সঙ্গে লড়তে পারবে না এই ভ্যাকসিন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, করোনার সংক্রমণ কমানোর পাশাপাশি গুরুতর অসুস্থতা ও মৃত্যু রুখতে পারে এমন প্রভাবশালী ভ্যাকসিনের প্রয়োজন। এবং এ ধরনের ভ্যাকসিন দ্রুত তৈরি করা উচিত। যত দিন তা তৈরি করা সম্ভব না হচ্ছে, তত দিন আমাদের হাতে যে ভ্যাকসিন আছে, তারই উপাদানের পরিমাণে পরিবর্তন আনতে হবে।
অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা একপ্রকার বলেই দিচ্ছে, উপাদানের উন্নতি না হলে বর্তমান ভ্যাকসিনগুলো তেমন কার্যকর নয়।
এরই মধ্যে করোনার গোটা পাঁচটি ধরন বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। সেগুল হলো আলফা, বিটা, গামা, ডেলটা আর ওমিক্রন। এই মুহূর্তে বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণ ছড়াচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়। আগামী দিনে এভাবেই করোনার নতুন নতুন স্ট্রেন আঘাত হানবে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
৫ মিনিট আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১০ ঘণ্টা আগে