অনলাইন ডেস্ক
পাল্টাপাল্টি হামলা চলছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ও ইসরায়েলের মধ্যে। মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও। এই সংঘাতের মাঝে নেতানিয়াহু শাসন অচিরেই বিলুপ্ত হবে বলে হুমকি দিয়েছেন হুতিদের প্রধান নেতা মোহাম্মদ আলী আল-হুতি। আজ সোমবার হুতি সমর্থিত আল-মাশিরাহ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হুতি নেতা বলেন, ‘নেতানিয়াহুর শাসন অস্থায়ী এবং অচিরেই বিলুপ্ত হবে। ইয়েমেনের বিরুদ্ধে হুমকি দেওয়ার আগে তাঁকে এই অনিবার্য পরিণতির কথা মাথায় রাখতে হবে।’ আল-হুতি জোর দিয়ে বলেন, ‘নিপীড়িতের বিজয় অবশ্যম্ভাবী। নেতানিয়াহু শিগগিরই ক্ষমতা থেকে অপসারিত হয়ে কারাবন্দী হবেন। সামরিক শক্তি ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে তাঁর সব প্রচেষ্টা ব্যর্থ হবে।’
সম্প্রতি ইসরায়েলে একাধিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। সর্বশেষ গত শনিবার তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা। এতে ৩৩ জন আহত হন।
এই হামলার পর হুতি নেতা হেজাম আল-আসাদ বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থ। তাদের হৃৎপিণ্ড (তেল আবিব) আর নিরাপদ নয়। বিলিয়ন ডলার খরচ করে বানানো প্রতিরক্ষাব্যবস্থার আর কোনো উপযোগিতা নেই।’
এ হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। দেশটির অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, যেমন—আয়রন ডোম ও ডেভিডস স্লিং সিস্টেম এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। তিনি ঘোষণা করেন, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। দেশের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। শত্রুরা ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানালে তাদের কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের জবাবে সামরিক গোয়েন্দা কৌশলকে অগ্রাধিকার দিচ্ছেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর অভিযোগ, বৈশ্বিক নৌপথ এবং আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি হুতিরা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমরা যেমন শক্তিশালী পদক্ষেপ নিয়েছি, তেমনি হুতিদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সঙ্গে অভিযান চালানোর অঙ্গীকার করেছে। শনিবার ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায় তারা। গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় হুতিরা। গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি তাদের।
পাল্টাপাল্টি হামলা চলছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ও ইসরায়েলের মধ্যে। মিত্র ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে হামলা চালিয়েছে তারাও। এই সংঘাতের মাঝে নেতানিয়াহু শাসন অচিরেই বিলুপ্ত হবে বলে হুমকি দিয়েছেন হুতিদের প্রধান নেতা মোহাম্মদ আলী আল-হুতি। আজ সোমবার হুতি সমর্থিত আল-মাশিরাহ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হুতি নেতা বলেন, ‘নেতানিয়াহুর শাসন অস্থায়ী এবং অচিরেই বিলুপ্ত হবে। ইয়েমেনের বিরুদ্ধে হুমকি দেওয়ার আগে তাঁকে এই অনিবার্য পরিণতির কথা মাথায় রাখতে হবে।’ আল-হুতি জোর দিয়ে বলেন, ‘নিপীড়িতের বিজয় অবশ্যম্ভাবী। নেতানিয়াহু শিগগিরই ক্ষমতা থেকে অপসারিত হয়ে কারাবন্দী হবেন। সামরিক শক্তি ব্যবহার করে ক্ষমতা ধরে রাখতে তাঁর সব প্রচেষ্টা ব্যর্থ হবে।’
সম্প্রতি ইসরায়েলে একাধিক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। সর্বশেষ গত শনিবার তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা। এতে ৩৩ জন আহত হন।
এই হামলার পর হুতি নেতা হেজাম আল-আসাদ বলেন, ‘ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থ। তাদের হৃৎপিণ্ড (তেল আবিব) আর নিরাপদ নয়। বিলিয়ন ডলার খরচ করে বানানো প্রতিরক্ষাব্যবস্থার আর কোনো উপযোগিতা নেই।’
এ হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে। দেশটির অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, যেমন—আয়রন ডোম ও ডেভিডস স্লিং সিস্টেম এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে।
হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি বৈঠক ডাকেন। তিনি ঘোষণা করেন, এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। দেশের নিরাপত্তার জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন তিনি। শত্রুরা ইসরায়েলের প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ জানালে তাদের কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের জবাবে সামরিক গোয়েন্দা কৌশলকে অগ্রাধিকার দিচ্ছেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর অভিযোগ, বৈশ্বিক নৌপথ এবং আন্তর্জাতিক শৃঙ্খলার জন্য হুমকি হুতিরা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমরা যেমন শক্তিশালী পদক্ষেপ নিয়েছি, তেমনি হুতিদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’
যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সঙ্গে অভিযান চালানোর অঙ্গীকার করেছে। শনিবার ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালায় তারা। গত বছরের নভেম্বর থেকে ইয়েমেনের উপকূলীয় অঞ্চলে আন্তর্জাতিক নৌযান লক্ষ্য করে একাধিকবার হামলা চালায় হুতিরা। গাজা যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে এসব আক্রমণ চালানো হচ্ছে বলে দাবি তাদের।
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী আসমা আল-আসাদ ডিভোর্সের জন্য আবেদন করেননি বলে দাবি করেছে ক্রেমলিন। সোমবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি।
২৯ মিনিট আগে১৯৭৪ সালে ‘অঙ্কুর’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর পরিচালনার যাত্রা শুরু করেন। এতে মুখ্য ভূমিকায় ছিলেন অনন্ত নাগ এবং শাবানা আজমি। চলচ্চিত্রটি সমালোচকদের বিপুল প্রশংসা অর্জন করে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দ্বিতীয় সেরা চলচ্চিত্র হিসেবে স্বীকৃতি পায়। এটি বেনেগাল এবং এতে অংশ নেওয়া সবার ক্যারিয়ারের জন্যই একট
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফেডারেল মৃত্যুদণ্ডের তালিকায় থাকা ৪০ জনের মধ্যে ৩৭ জনেরই মৃত্যুদণ্ড বাতিল করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। মৃত্যুদণ্ড বাতিল করা হয়নি তিনজনের। এই তিনজন হলেন—ডাইলান রুফ, জোখার সারনায়েভ এবং রবার্ট বাউয়ার্স।
৩ ঘণ্টা আগেআলবার্ট আইনস্টাইনকে (১৮৭৯-১৯৫৫) অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে অভিহিত করেন। তবে শুধু বিজ্ঞানের জন্যই তিনি নিবেদিত ছিলেন না, জীবনের প্রতি ভালোবাসা ও নারীর প্রতি আকর্ষণও ছিল তাঁর মধ্যে।
৪ ঘণ্টা আগে