অনলাইন ডেস্ক
প্রশান্ত মহাসাগর থেকে ৩ হাজার ২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কোকেনের অর্থমূল্য ৩০ কোটি ডলারের বেশি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা এসব মাদকদ্রব্য অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর পশ্চিম উপকূল থেকে কয়েকশ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ৮১ বেল কোকেন ভাসছিল। নিউজিল্যান্ড কাস্টমস সার্ভিস এবং ফাইভ আইস অ্যালায়েন্সের প্রতিরক্ষা বাহিনীর যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, এটি দীর্ঘ সময়ের মধ্যে নিউজিল্যান্ডের বড় ধরনের মাদক উদ্ধারের ঘটনা। কোকেনগুলো প্রশান্ত মহাসাগরে একটি ভাসমান ট্রানজিট পয়েন্টে ফেলা হয়েছিল বলে ধারণা কর্মকর্তাদের। সেখান থেকে এসব কোকেন অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল।
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দেশের জন্য এটি বড় ঘটনা বলে উল্লেখ করেছেন কস্টার। তাঁর ভাষ্য, ‘সন্দেহ নেই যে, এই ঘটনা দক্ষিণ আমেরিকার উৎপাদক থেকে শুরু করে কারবারি ও এর পরিবেশকদের জন্য একটি বড় আর্থিক ধাক্কা।
পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধার হওয়া কোকেনের হলুদ প্যাকেটগুলো জালের মধ্যে বাঁধা ছিল। কিছু প্যাকেটের ওপর ব্যাটম্যানের চিহ্ন আঁকা ছিল। আর কিছু প্যাকেটের ওপর চার পাতার ক্লোভার চিহ্ন দেওয়া ছিল।
তবে কোকেনগুলো ঠিক কোন স্থান থেকে এসেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কর্মকর্তারা।
প্রশান্ত মহাসাগর থেকে ৩ হাজার ২০০ কেজি কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ কোকেনের অর্থমূল্য ৩০ কোটি ডলারের বেশি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা এসব মাদকদ্রব্য অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নিউজিল্যান্ডের উত্তর পশ্চিম উপকূল থেকে কয়েকশ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ৮১ বেল কোকেন ভাসছিল। নিউজিল্যান্ড কাস্টমস সার্ভিস এবং ফাইভ আইস অ্যালায়েন্সের প্রতিরক্ষা বাহিনীর যৌথ অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়।
নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, এটি দীর্ঘ সময়ের মধ্যে নিউজিল্যান্ডের বড় ধরনের মাদক উদ্ধারের ঘটনা। কোকেনগুলো প্রশান্ত মহাসাগরে একটি ভাসমান ট্রানজিট পয়েন্টে ফেলা হয়েছিল বলে ধারণা কর্মকর্তাদের। সেখান থেকে এসব কোকেন অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল।
নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দুই দেশের জন্য এটি বড় ঘটনা বলে উল্লেখ করেছেন কস্টার। তাঁর ভাষ্য, ‘সন্দেহ নেই যে, এই ঘটনা দক্ষিণ আমেরিকার উৎপাদক থেকে শুরু করে কারবারি ও এর পরিবেশকদের জন্য একটি বড় আর্থিক ধাক্কা।
পুলিশের পক্ষ থেকে প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধার হওয়া কোকেনের হলুদ প্যাকেটগুলো জালের মধ্যে বাঁধা ছিল। কিছু প্যাকেটের ওপর ব্যাটম্যানের চিহ্ন আঁকা ছিল। আর কিছু প্যাকেটের ওপর চার পাতার ক্লোভার চিহ্ন দেওয়া ছিল।
তবে কোকেনগুলো ঠিক কোন স্থান থেকে এসেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কর্মকর্তারা।
কিছুদিন পরপরই পুলিশের তল্লাশিতে আতঙ্কিত অবস্থা পার করছে দিল্লির নিম্নবিত্তদের এলাকাগুলোর মানুষ। তাঁদের অভিযোগ, ‘কয়েক দিন পরপর পুলিশ আসে, একই নথি পরীক্ষা করে।’ বস্তিতে বসবাসকারী অধিকাংশ নারী গৃহপরিচারিকা হিসেবে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন আর পুরুষেরা আবর্জনা সংগ্রহের কাজ করেন।
১২ মিনিট আগেশেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের ভিসা প্রদান প্রায় ৮ গুণ কমিয়ে দিয়েছে ভারত। বর্তমানে শুধু মেডিকেল ট্যুরিস্টদের ভিসা দিচ্ছে দেশটি। এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্কেও প্রভাব পড়ছে বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকেরা।
৩০ মিনিট আগেব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বাংলাদেশ, ইউক্রেন এবং কমনওয়েলথ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে।
২ ঘণ্টা আগেলাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
৩ ঘণ্টা আগে