অনলাইন ডেস্ক
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল—এমনটা বিশ্বাস করার সংগত কারণ আছে। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের তদন্ত প্রতিবেদন থেকে। তবে সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সেসকা আলবানিজ গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ‘অ্যানাটমি অব আ জেনোসাইড’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেন। মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের স্বরূপ উন্মোচন করা হয়েছিল সেই প্রতিবেদনে। তবে ইসরায়েল এই প্রতিবেদন ‘পুরোপুরি প্রত্যাখ্যান’ করেছে।
প্রতিবেদনে জাতিসংঘের এই বিশেষ দূত বলেছিলেন, জাতিসংঘের গণহত্যা কনভেনশনে নির্ধারিত গণহত্যা সংঘটনের যে পাঁচটি শর্ত আছে, ইসরায়েল গাজায় সেগুলোর তিনটিই লঙ্ঘন করেছে। ইসরায়েল এই প্রতিবেদন অস্বীকার করে বলেছে, আলবানিজ ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি ও অস্তিত্বকে অবৈধ বলে ঘোষণা দিচ্ছেন। তবে আলবানিজ এই অভিযোগ অস্বীকার করেছেন।
আলবানিজের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই প্রতিবেদনে কাজ করার কারণে তাঁর ওপর কোনো ধরনের হুমকি এসেছে কি না। জবাবে ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ‘হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতা গ্রহণ প্রয়োজন বলে মনে করিনি। তবে যদি চাপের কথা বলেন, এটি আমার প্রতিশ্রুতি বা আমার কাজের ফলাফলে কোনো পরিবর্তন আনবে না।’
ফ্রান্সেসকা আলবানিজ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত হিসেবে কাজ করছেন ২০২২ সাল থেকে। তিনি নানা ইস্যুতে কাজ করেছেন, তবে কখনোই এমন হুমকির কথা জানাননি। এই প্রতিবেদন প্রকাশের কারণে তাঁকে কী ধরনের হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
এমনকি কারা তাঁকে এই হুমকি দিয়েছে, সে বিষয়েও খোলাসা করে কিছু বলেননি ফ্রান্সেসকা আলবানিজ। তবে তিনি বলেছেন, ‘এটি আমার জন্য খুবই কঠিন একটি সময়। এই কাজের শুরু থেকেই আমাকে নানা ধরনে হুমকির মাধ্যমে আক্রমণ করা হয়েছে।’
গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল—এমনটা বিশ্বাস করার সংগত কারণ আছে। এমনটাই উঠে এসেছে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের তদন্ত প্রতিবেদন থেকে। তবে সেই প্রতিবেদন প্রকাশের পর থেকেই তাঁকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সেসকা আলবানিজ গত মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ‘অ্যানাটমি অব আ জেনোসাইড’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেন। মূলত গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের স্বরূপ উন্মোচন করা হয়েছিল সেই প্রতিবেদনে। তবে ইসরায়েল এই প্রতিবেদন ‘পুরোপুরি প্রত্যাখ্যান’ করেছে।
প্রতিবেদনে জাতিসংঘের এই বিশেষ দূত বলেছিলেন, জাতিসংঘের গণহত্যা কনভেনশনে নির্ধারিত গণহত্যা সংঘটনের যে পাঁচটি শর্ত আছে, ইসরায়েল গাজায় সেগুলোর তিনটিই লঙ্ঘন করেছে। ইসরায়েল এই প্রতিবেদন অস্বীকার করে বলেছে, আলবানিজ ইসরায়েল রাষ্ট্রের সৃষ্টি ও অস্তিত্বকে অবৈধ বলে ঘোষণা দিচ্ছেন। তবে আলবানিজ এই অভিযোগ অস্বীকার করেছেন।
আলবানিজের কাছে জানতে চাওয়া হয়েছিল, এই প্রতিবেদনে কাজ করার কারণে তাঁর ওপর কোনো ধরনের হুমকি এসেছে কি না। জবাবে ফ্রান্সেসকা আলবানিজ বলেছেন, ‘হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতা গ্রহণ প্রয়োজন বলে মনে করিনি। তবে যদি চাপের কথা বলেন, এটি আমার প্রতিশ্রুতি বা আমার কাজের ফলাফলে কোনো পরিবর্তন আনবে না।’
ফ্রান্সেসকা আলবানিজ জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের বিশেষ দূত হিসেবে কাজ করছেন ২০২২ সাল থেকে। তিনি নানা ইস্যুতে কাজ করেছেন, তবে কখনোই এমন হুমকির কথা জানাননি। এই প্রতিবেদন প্রকাশের কারণে তাঁকে কী ধরনের হুমকি দেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
এমনকি কারা তাঁকে এই হুমকি দিয়েছে, সে বিষয়েও খোলাসা করে কিছু বলেননি ফ্রান্সেসকা আলবানিজ। তবে তিনি বলেছেন, ‘এটি আমার জন্য খুবই কঠিন একটি সময়। এই কাজের শুরু থেকেই আমাকে নানা ধরনে হুমকির মাধ্যমে আক্রমণ করা হয়েছে।’
আরজি কর-কাণ্ডে পশ্চিমবঙ্গে মূখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে কঠোর আন্দোলনের কোনো প্রভাব পড়েনি রাজ্যটির ছয় বিধানসভার উপনির্বাচনে। ছয় আসনেই ভূমিধস জয় পেয়েছে মমতার তৃণমূল।
১৫ মিনিট আগেমধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ইসরায়েল, লেবানন, সিরিয়া ও ইরানের আকাশসীমা দিয়ে ফ্লাইট পরিচালনায় পাইলটদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে সতর্ক করেছে ফ্লাইট অপারেশনস গ্রুপ। সংস্থাটি বলেছে, মধ্যপ্রাচ্যের আকাশে যাত্রীবাহী বিমান চলাচল এখন আগের যেকোনো সময়ের তুলনায় নিরাপদ। তবে আন্তর্জাতিক...
২৭ মিনিট আগেলেবাননের উদীয়মান নারী ফুটবলার সেলিন হায়দার। কয়েকদিন আগেই জাতীয় নারী ফুটবল দলে ডাক পেয়েছিলেন তিনি। তার স্বপ্ন ছিল আসন্ন ওয়েস্ট এশিয়া চ্যাম্পিয়নশিপে লেবাননের জার্সি গায়ে মাঠে নামার। কিন্তু সেই স্বপ্ন এখন অনেক দূরে। ইসরায়েলি বোমাবর্ষণের শিকার হয়ে এখন কোমায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সেলিন।
৩৬ মিনিট আগেভারতের আলোচিত গান্ধী পরিবারের অন্যতম উত্তরাধিকার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। এই প্রথম তিনি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত করতে যাচ্ছেন তিনি। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেওয়া ওয়ানাদ আসনে এখন পর্যন্ত ৩ লাখ ৯০ হাজার ভোটে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা
২ ঘণ্টা আগে