Ajker Patrika

বিশ্বে করোনায় এক দিনে ৭ হাজারের বেশি প্রাণহানি

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ৪৭
বিশ্বে করোনায় এক দিনে ৭ হাজারের বেশি প্রাণহানি

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮১ জনের, যা আগের দিনের তুলনায় ২ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৪১ হাজার ৪৯০ জনের, যা আগের দিনের তুলনায় ২ লাখ ১০ হাজার জন বেশি। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।। এই সময়ে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৩৩৮ জনের আর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮১১ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৫ কোটি ২২ লাখ ৫১ হাজার ২৭৩ জনের এবং মারা গেছে ৮ লাখ ৩০ হাজার ৯৯০ জন। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৮১৫ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৮৫ হাজার ১৬ জনের। করোনা থেকে সুস্থ হয়েছে ২৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৬৩৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

সাড়ে ৩ মিনিটে যমুনা নদী পার, চালু হলো দেশের দীর্ঘতম রেলসেতু

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত