৫০ হাজারেরও কম মানুষের বাস যেসব দেশে

ইশতিয়াক হাসান
আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৯: ২৭
Thumbnail image

ঢাকায় রাস্তাঘাটে বের হলেই দেখি গিজগিজ করছে মানুষ। আমাদের বেশির ভাগ বড় শহরেই কাছাকাছি চিত্র চোখে পড়ে। তবে পৃথিবীতে এমন অনেক দেশ আছে, যেগুলোর জনসংখ্যা আমাদের পাড়া-মহল্লা থেকেও কম। আজ পরিচয় করিয়ে দেব জাতিসংঘের এমন কিছু সদস্যরাষ্ট্রের সঙ্গে, যেগুলোর জনসংখ্যা ৫০ হাজারের কম। 

ভ্যাটিকান সিটির সেন্ট পিটারস ব্যাসিলিকা। ছবি: পিক্সাবেভ্যাটিকান সিটি
ভ্যাটিকান সিটির জনসংখ্যা ওয়ার্ল্ড পপুলেশন রিভিওর হিসেবে ৫০০ ছুঁই ছুঁই। জনসংখ্যা ও আয়তন দুই দিক থেকেই ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট স্বীকৃত রাষ্ট্র। ইতালির রোমের মধ্যে অবস্থিত দেশটির আয়তন ০.৪৪ বর্গ কিলোমিটার। 

১৯২৯ সালে যখন ভ্যাটিকান সিটি প্রতিষ্ঠিত হয়, একই সময়ে ইতালিতে রোমান ক্যাথলিক ধর্মকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। পোপের বাসস্থান এবং পবিত্র তীর্থস্থান হওয়ার পাশাপাশি, সিস্টিন চ্যাপেল, সেন্ট পিটারস স্কয়ার ও সেন্ট পিটারস ব্যাসিলিকা এখানকার দ্রষ্টব্য স্থান বা স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ৯টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত ট্যুভ্যালু। ছবি: উইকিপিডিয়াট্যুভ্যালু
ওয়ার্ল্ড পপুলেশন রিভিও সূত্রে জানা যায়, ট্যুভ্যালুর জনসংখ্যা ৯ হাজার ৬৪৬। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ৯টি প্রবাল অ্যাটোল (প্রবালপ্রাচীর বেষ্টিত আংটি আকৃতির দ্বীপ) নিয়ে গঠিত হয়েছে দেশটি। 

৯টি দ্বীপ মিলিয়ে দেশটির আয়তন ২৬ বর্গকিলোমিটারের মতো। ১৯৭৮ সালে স্বাধীনতা লাভ করে ওশেনিয়ার দেশটি। মজার ঘটনা, কমনওয়েলথভুক্ত ছোট্ট এই দেশে জন্মের পর থেকেই কোনো সামরিক বাহিনী নেই। অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য পুলিশ ও সাগরে টহলের জন্য মেরিটাইম সার্ভিল্যান্স ইউনিট আছে। 

দেশটির অর্থনীতি মাছ ধরা, প্রবাসীদের পাঠানো অর্থ এবং আন্তর্জাতিক সাহায্যের ওপর নির্ভর করে। প্রবালপ্রাচীর, চমৎকার সব সৈকত ও সাগরের নীল জল এবং বন্ধুভাবাপন্ন অধিবাসী মিলিয়ে দেশটি পর্যটকদের খুব পছন্দের।

বিশ্বের কম জনসংখ্যার দেশের তালিকায় নউরুর অবস্থান তিনে। ছবি: উইকিপিডিয়ানউরু
বিশ্বের কম জনসংখ্যার দেশের তালিকায় নউরুর অবস্থান তিনে। দেশটিতে ১১ হাজার ৯৪৭ জনের বাস। নউরু পড়েছে ওশেনিয়ায়। মোটে ২১ বর্গকিলোমিটার আয়তনের দেশটি জাপান থেকে স্বাধীনতা পায় ১৯৬৮ সালে।

কেবল একটি মাত্র দ্বীপ নিয়ে গঠিত দেশটি তার গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য পরিচিত। প্রবালপ্রাচীর ও পামগাছে ভরপুর সমুদ্রসৈকত আকৃষ্ট করে পর্যটকদের।

৩৪০টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে পালাউ নামের দেশটি। ছবি: পিক্সাবেপালাউ
জনসংখ্যার দিক থেকে পৃথিবীর চতুর্থ ক্ষুদ্রতম রাষ্ট্র পালাউ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিওর দেওয়া তথ্য অনুসারে দেশটির জনসংখ্যা কেবল ১৭ হাজার ৬৫৯।

যদ্দুর জানা যায়, ছোট্ট দেশটিতে প্রথম বসতি স্থাপিত হয় খ্রিষ্টপূর্ব ১০০০ সালে। আয়তন ৪৫৯ বর্গকিলোমিটার হওয়ায় দেশটিতে জনসংখ্যার ঘনত্ব কম। ১৯৯৪ সালে স্বাধীনতা পাওয়া দেশটি ৩৪০টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে।

সান মেরিনোর রাস্তায় কয়েকজন পর্যটক। ছবি: উইকিপিডিয়াসান মেরিনো
ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত ছোট্ট এই দেশের জনসংখ্যা ৩৩ হাজার ৫০০-এর বেশি। আয়তন ৬১ বর্গকিলোমিটার। মধ্যযুগের বিভিন্ন স্থাপত্যকীর্তির জন্য পর্যটকদের আকৃষ্ট করে সান মেরিনো। চারপাশ থেকেই খুদে দেশটিকে ঘিরে আছে ইতালি।

মন্তে তিতানো পর্বতের ঢালে অবস্থিত দেশটির রাজধানীর নামও সান মেরিনো। বিশ্বের সবচেয়ে পুরোনো রাষ্ট্রগুলোর একটি সান মেরিনো। প্রচুর পর্যটক আসে সান মেরিনোয়। দেশটিতে জনসংখ্যার চেয়ে যানবাহনের সংখ্যা বেশি। তবে ছোট্ট এই দেশে কোনো বিমানবন্দর নেই। 

মার্শাল দ্বীপপুঞ্জের অবস্থান ওশেনিয়ায়। ছবি: উইকিপিডিয়ামার্শাল দ্বীপপুঞ্জ
মার্শাল দ্বীপপুঞ্জ কম জনসংখ্যার দেশের তালিকায় ছয়ে। এর বর্তমান জনসংখ্যা ৩৭ হাজার ৫০০-এর কিছু বেশি। ওশেনিয়ায় অবস্থিত মার্শাল দ্বীপপুঞ্জ পাঁচটি তুলনামূলক বড় দ্বীপ ও ২৯টি অ্যাটোল (প্রবালপ্রাচীর বেষ্টিত আংটি আকৃতির দ্বীপ) নিয়ে গঠিত। 

উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ছোট-বড় ১২২৯টি দ্বীপ মিলিয়ে গঠিত হয়েছে দেশটি। এগুলোর বেশির ভাগ আয়তনে যে একেবারে ছোট তার প্রমাণ, সবগুলো দ্বীপ মিলিয়ে আয়তন ১৮১ বর্গকিলোমিটার। দেশটিতে কোনো নদী নেই।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১৯৭৯ সালে স্বাধীনতা পাওয়ার আগে জাপান, জার্মানি ও স্পেনের অধীনে কয়েক শ বছর কাটায় মার্শাল দ্বীপপুঞ্জ। পারমাণবিক পরীক্ষার জন্য পরিচিত বিকিনি অ্যাটল কিন্তু এই দ্বীপপুঞ্জের অংশ।

ভূমধ্যসাগরের তীরে অবস্থান মোনাকোর। ছবি: সংগৃহীতমোনাকো
সান মেরিনোর মতো মোনাকোর অবস্থানও ইউরোপ মহাদেশে। ৩৮ হাজারের কিছু বেশি (আনুমানিক ৩৮ হাজার ৬৩১) এর জনসংখ্যা। এর আয়তন শুনলেও চমকাবেন, কেবল ২ বর্গকিলোমিটার। অর্থাৎ, আয়তনে স্বাধীন দেশগুলোর মধ্যে কেবল ভ্যাটিকান সিটি তার চেয়ে ছোট। আর তাই কম জনসংখ্যার দেশ হলেও মোনাকো খুব ঘনবসতিপূর্ণ এক দেশ।

অবাক করা ব্যাপার হলো, মোনাকোতে কোনো বিমানবন্দর নেই। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশটিতে আছে দুটি বন্দর। আর তিন দিক থেকেই একে ঘিরে আছে ফ্রান্স। ইতালির সীমানাও বেশি দূরে নয়, মাত্র ১০ মাইল। পর্যটকদেরও প্রিয় গন্তব্য এই মোনাকো।

ক্যাসিনো ও ফর্মুলা ওয়ান রেসের জন্য বিখ্যাত মোনাকো ধনকুবেরদের খুব প্রিয় জায়গা।

পাহাড়-পর্বতময় এক দেশ লিচেনস্টাইন। ছবি: পিক্সাবেলিচেনস্টাইন
ওয়ার্ল্ড পপুলেশন রিভিওর হিসাবে লিচেনস্টাইনের বর্তমান জনসংখ্যা ৪০ হাজার ছুঁইছুঁই (আনুমানিক ৩৯ হাজার ৮৭০)। রাটিকন পর্বতমালার পাদদেশের ছোট-বড় পাহাড় এবং ২ হাজার ৫৯৯ মিটার উঁচু চূড়া গ্রসপিটজের জন্য আলাদা নাম আছে এর। দেশটির মোট আয়তন ১৬০ বর্গকিলোমিটারের তিন ভাগের দুই ভাগ দখল করে আছে ছোট পাহাড়গুলো।

তবে আকারে ছোট হলে কী হবে, আল্পস পর্বতমালার কিছুটা অংশ দেশটির সীমানায় পড়ায় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আলাদা নাম আছে এর। ভাদুজ দুর্গও টানে পর্যটকদের।

দুইটি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিস। ছবি: উইকিপিডিয়াসেন্ট কিটস অ্যান্ড নেভিস
দুটি দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসের জনসংখ্যা জাতিসংঘের ৪৭ হাজারের কাছাকাছি (৪৬ হাজার ৮৪৩)। জনসংখ্যার পাশাপাশি আয়তনেও এটি পৃথিবীর খুদে রাষ্ট্রগুলোর একটি। দেশটির ২৬১ বর্গকিলোমিটার আয়তনের মধ্যে সেন্ট কিটস দ্বীপের আয়তন ১৬৮ বর্গ কিলোমিটার এবং নেভিস দ্বীপের ৯৩ বর্গকিলোমিটার। 

যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯৮৩ সালে। অবশ্য আলাদা দেশ গঠনের একটি চেষ্টায় নেভিসে ১৯৯৮ সালে একটি গণভোট হয়। তবে আলাদা হওয়ার পক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস নামটিরও পরিবর্তন আসেনি।

পর্যটকদের কাছে বেশ পছন্দের গন্তব্য ছোট্ট এই দেশ। ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ব্রিমস্টোন হিল ফোর্টরেস ন্যাশনাল পার্কের বড় অবদান আছে এ ক্ষেত্রে। 

এই ৯ দেশের বাইরে ৬৬ হাজারের কিছু বেশি মানুষের বাস ডোমিনিকায়। আয়তনেও অবশ্য বড় নয় দেশটি, ৭৫১ বর্গ কিলোমিটার। ক্যারিবিয়ান অঞ্চলের দুই দ্বীপদেশ পুয়ের্তো রিকো ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মোটামুটি মাঝখানে অবস্থান এর।

সূত্র: বিবিসি সায়েন্স ফোকাস ম্যাগাজিন, ওয়ার্ল্ড পপুলেশন রিভিও

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত