Ajker Patrika

ভারতে হোলির পার্টির সময় মারামারি, নিহত ৩

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৪: ১৮
পুলিশ একটি অ্যাপার্টমেন্ট থেকে তিনটি লাশ উদ্ধার করেছে। ছবি: সংগৃহীত
পুলিশ একটি অ্যাপার্টমেন্ট থেকে তিনটি লাশ উদ্ধার করেছে। ছবি: সংগৃহীত

বেঙ্গালুরুর শহরতলিতে হোলি উদ্‌যাপনের সময় মারামারিতে তিনজন নিহত হয়েছেন। একদল মাতাল লোকের মধ্যে মারামারি থেকে এ রক্তপাতের সূত্রপাত।

কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, একটি নির্মাণাধীন ভবনে পার্টি করার সময় এক নারীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। এর জেরে বিহার রাজ্যের একই গ্রাম থেকে আসা ছয়জন শ্রমিকের মধ্যে তর্ক শুরু হয়। তারা কাঠের লাঠি ও লোহার রড ব্যবহার করেও একে অপরের ওপর হামলা চালায়। তিনজনকেই ছড়িয়ে পড়া রক্তের ওপর পড়ে থাকতে দেখা যায়।

প্রথম মৃতদেহটি অ্যাপার্টমেন্টের যাতায়াতের অংশ থেকে উদ্ধার করা হয়, দ্বিতীয়টি একটি কক্ষের ভেতরে এবং তৃতীয়টি অ্যাপার্টমেন্টের বাইরে পাওয়া যায়।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে—আনসু (২২) এবং রাধে শ্যাম (২৩)। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজন আহত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। আরও দুজনের সন্ধানে তল্লাশি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

প্রশাসনের লোক পরিচয়ে আ.লীগ নেতাকে গ্রেপ্তারে বাধা, পরে আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত