অনলাইন ডেস্ক
জাপানের রাজধানী টোকিওতে নীল পাখনার একটি টুনা মাছ ১৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। গতকাল শনিবার সকালে জাপানের আমোরি অঞ্চলের ওমা উপকূল থেকে ধরা হয় এই টুনা মাছ।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, টোকিওর তয়োসু বাজারে আজ রোববার ভোরে ২৭৫ কেজির টুনা মাছটি নিলামে কিনে নিয়েছে অনোদেরা গ্রুপের মালিকানাধীন একটি সুশি রেস্তোরাঁ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাপানের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া টুনা মাছ এটি।
টোকিওর তয়োসু বাজার বিশ্বের বৃহত্তম পাইকারি মাছবাজারগুলোর একটি। প্রতিবার নতুন বছরের শুরুতে প্রথম নিলামে চোখধাঁধানো দামে টুনা মাছ বিক্রির রীতির কারণে আলোচনায় আসে এই বাজার।
২০২৫ সালের শুরুতে ২৭৫ কেজির টুনা মাছটির প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১০০ ডলার, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৫৪ হাজার টাকা।
ওমা অঞ্চলের এই টুনা ‘কালো হিরা’ নামেও পরিচিত। বিচিত্র খাদ্যাভ্যাস ও ঠান্ডা পানির পরিবেশে বেড়ে ওঠায় এই টুনা মাছের চর্বি ও স্বাদ অন্য প্রজাতির টুনা থেকে ব্যতিক্রম। এই মাছ ধরার ক্ষেত্রেও রয়েছে অদ্ভুত পদ্ধতি। টানা জাল নয়, বরং দড়ি বাঁধা বর্শা দিয়ে ঐতিহ্যবাহী কৌশলে ধরা হয় এই টুনা।
২০১৭ সালে অতিরিক্ত শিকারের কারণে নীল পাখনা টুনার সংখ্যা ৩ শতাংশে নেমে আসে। এরপর আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে টুনা শিকারের ওপর কঠোর কোটা আরোপ করা হয়। এই চুক্তিতে টুনা মাছ ধরার ক্ষেত্রে জাপানের বিশেষ অধিকার ছিল।
২০২২ সালের তথ্য অনুযায়ী, টুনার সংখ্যা আগের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে; যা ২০৩৪ সাল পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মেরিন ফিশারিজ সার্ভিস (এনওএএ) জানিয়েছে, শিকার সীমিত করার ফলে প্রজনন বেড়েছে।
তবে টুনা মাছের এই নিলাম শুধু উচ্চ মূল্যের জন্য নয়, বরং জাপানের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ। নতুন বছরের শুরুতে এই ধরনের বড় টুনা মাছকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে দেখা হয়।
জাপানের রাজধানী টোকিওতে নীল পাখনার একটি টুনা মাছ ১৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। গতকাল শনিবার সকালে জাপানের আমোরি অঞ্চলের ওমা উপকূল থেকে ধরা হয় এই টুনা মাছ।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, টোকিওর তয়োসু বাজারে আজ রোববার ভোরে ২৭৫ কেজির টুনা মাছটি নিলামে কিনে নিয়েছে অনোদেরা গ্রুপের মালিকানাধীন একটি সুশি রেস্তোরাঁ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাপানের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া টুনা মাছ এটি।
টোকিওর তয়োসু বাজার বিশ্বের বৃহত্তম পাইকারি মাছবাজারগুলোর একটি। প্রতিবার নতুন বছরের শুরুতে প্রথম নিলামে চোখধাঁধানো দামে টুনা মাছ বিক্রির রীতির কারণে আলোচনায় আসে এই বাজার।
২০২৫ সালের শুরুতে ২৭৫ কেজির টুনা মাছটির প্রতি পাউন্ডের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ১০০ ডলার, বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ৫৪ হাজার টাকা।
ওমা অঞ্চলের এই টুনা ‘কালো হিরা’ নামেও পরিচিত। বিচিত্র খাদ্যাভ্যাস ও ঠান্ডা পানির পরিবেশে বেড়ে ওঠায় এই টুনা মাছের চর্বি ও স্বাদ অন্য প্রজাতির টুনা থেকে ব্যতিক্রম। এই মাছ ধরার ক্ষেত্রেও রয়েছে অদ্ভুত পদ্ধতি। টানা জাল নয়, বরং দড়ি বাঁধা বর্শা দিয়ে ঐতিহ্যবাহী কৌশলে ধরা হয় এই টুনা।
২০১৭ সালে অতিরিক্ত শিকারের কারণে নীল পাখনা টুনার সংখ্যা ৩ শতাংশে নেমে আসে। এরপর আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে টুনা শিকারের ওপর কঠোর কোটা আরোপ করা হয়। এই চুক্তিতে টুনা মাছ ধরার ক্ষেত্রে জাপানের বিশেষ অধিকার ছিল।
২০২২ সালের তথ্য অনুযায়ী, টুনার সংখ্যা আগের তুলনায় ২৩ শতাংশ বেড়েছে; যা ২০৩৪ সাল পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২০ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মেরিন ফিশারিজ সার্ভিস (এনওএএ) জানিয়েছে, শিকার সীমিত করার ফলে প্রজনন বেড়েছে।
তবে টুনা মাছের এই নিলাম শুধু উচ্চ মূল্যের জন্য নয়, বরং জাপানের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ। নতুন বছরের শুরুতে এই ধরনের বড় টুনা মাছকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসেবে দেখা হয়।
ভারত ও মালদ্বীপের মধ্যে প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বুধবার। মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ গাসসান মামুন ও ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হবে
৩৩ মিনিট আগেপানামা খাল ও গ্রিনল্যান্ড দখলে নিতে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অঞ্চল দুটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো দখল নেওয়া তাঁর পরিকল্পনায় রয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক
১ ঘণ্টা আগেইরানের সামরিক বাহিনী দেশটির কেন্দ্রস্থলে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রের কাছাকাছি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দৃঢ় করছে। সম্প্রতি এই এলাকায় আকাশ প্রতিরক্ষা বিষয়ে মহড়া শুরু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এটি দেশজুড়ে পরিকল্পিত এক সামরিক মহড়ার অংশ
২ ঘণ্টা আগেনারীর শারীরিক গঠন নিয়ে মন্তব্য করাও যৌন হয়রানির অপরাধ হিসেবে গণ্য হবে বলে রায় দিয়েছে ভারতের দক্ষিণী রাজ্য কেরালার হাইকোর্ট। গত সোমবার কেরালা হাইকোর্ট এই রায় দেয়। কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের এক পুরুষ কর্মচারীর বিরুদ্ধে প্রতিষ্ঠানটির আরেক নারী কর্মচারীর দায়ের
২ ঘণ্টা আগে