বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিখ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১০: ১০
Thumbnail image

চলতি বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে যথাক্রমে সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডের জুরিখ। এর পরেই রয়েছে সুইজারল্যান্ডের আরেক শহর জেনেভা। এরপর নিউইয়র্ক এবং হংকং। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জরিপে এ তথ্য জানিয়েছে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)।

ইআইইউর বরাতে রয়টার্স জানায়, স্থানীয় মুদ্রায় দুই শতাধিক পণ্য ও সেবার মূল্য বিবেচনায় নিয়ে এ বছর মূল্য বেড়েছে ৭ দশমিক ৪ শতাংশ, যা গত বছর ছিল ৮ দশমিক ১ শতাংশ। গতবারের তুলনায় এই হার কিছু কম হলেও ২০১৭ থেকে ২০২১ সালের মূল্যবৃদ্ধির প্রবণতার চেয়ে তা বেশি। চলতি বছরও বিশ্বব্যাপী জীবনযাত্রার ব্যয়-সংকট এখনো শেষ হয়নি।

গত ১১ বছরে ৯ বারই বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষস্থান দখল করল সিঙ্গাপুর। এর কারণ হচ্ছে, দেশটিতে জীবনযাপন অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠছে। দেশটিতে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণের কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পরিবহন ব্যয় হয় সেখানে। এ ছাড়া সেখানে সবচেয়ে ব্যয়বহুল পণ্যদ্রব্যের মধ্যে পোশাক, মুদিপণ্য ও অ্যালকোহল রয়েছে। অন্যদিকে জুরিখে মুদিপণ্য, গৃহস্থালি পণ্যসামগ্রী ও চিত্তবিনোদনের ব্যয় সবচেয়ে বেশি।

ইআইইউ আরও জানায়, জেনেভা ও নিউইয়র্ক একসঙ্গে তৃতীয় স্থানে রয়েছে। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হংকং, ষষ্ঠ স্থান দখল করেছে যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত