অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক এ তথ্য জানিয়েছেন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে। তখন মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে দাবানলের সূত্রপাতকারী সন্দেহে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
২০ বছর বয়সী ওই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘ফ্লেম-থ্রোয়ার’ অর্থাৎ জ্বলন্ত তরল বা গ্যাসীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুনের সূত্রপাত করেছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) প্রাথমিকভাবে দাবি করেছিল, এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে।
এলএপিডির টোপাঙ্গা ডিভিশনের শন ডিনস জানান, গতকাল বৃহস্পতিবার উডল্যান্ড হিলসে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই সন্দেহভাজনের পরিচয় জানায়নি পুলিশ।
স্থানীয় এক ব্যক্তি জানান, আনুমানিক ২০ বছর বয়সী ওই সন্দেহভাজনের কাছে একটি প্রোপেন ট্যাংক বা বড় হলুদ ট্যাংকের মতো ফ্লেম-থ্রোয়ার ছিল। তবে স্থানীয় ফায়ার চিফ বিবিসিকে জানান, ইচ্ছাকৃত আগুন লাগানো হয়েছে, এখনো এমন কোনো ‘নিশ্চিত প্রমাণ’ নেই।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, দাবানলের কারণে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ২ লাখের বেশি বাসিন্দা। এই অবস্থায় পরিত্যক্ত বাড়িগুলোয় লুটপাটের খবর পাওয়া গেছে। লুটের অভিযোগে ২১ জনকে আটক করেছে পুলিশ। কিছু এলাকায় কারফিউ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
তীব্র বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় প্রশাসন রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে। গ্যাসলাইনের সংস্পর্শে এসে আগুন যাতে ছড়িয়ে না যায়, সে জন্য বিভিন্ন এলাকায় সড়কপথ ধ্বংস করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গত দুই দিনে বাতাসের গতি বাড়তে থাকায় দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে গেছে। প্যালিসেইডস ও ইটনে দাবানলে প্রায় ৩১ হাজার একর এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়ে ছাই হয়েছে প্রায় ১০ হাজার ঘরবাড়ি ও স্থাপনা।
জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, প্যারিস হিলটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক হলিউড তারকা ঘরবাড়ি হারিয়েছেন।
ভয়াবহ ধ্বংসযজ্ঞের বর্ণনা দিতে গিয়ে শেরিফ রবার্ট লুনা বলেন, ক্ষয়ক্ষতির ধরন দেখে মনে হচ্ছে, এখানে যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে!
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলে প্রাণহানি বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষক এ তথ্য জানিয়েছেন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে উল্লেখ করে লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় বাড়ি বাড়ি তল্লাশি চালানো হবে। তখন মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।
এদিকে দাবানলের সূত্রপাতকারী সন্দেহে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে।
২০ বছর বয়সী ওই সন্দেহভাজনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘ফ্লেম-থ্রোয়ার’ অর্থাৎ জ্বলন্ত তরল বা গ্যাসীয় দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুনের সূত্রপাত করেছেন। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) প্রাথমিকভাবে দাবি করেছিল, এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে।
এলএপিডির টোপাঙ্গা ডিভিশনের শন ডিনস জানান, গতকাল বৃহস্পতিবার উডল্যান্ড হিলসে অগ্নিসংযোগের চেষ্টা করছিলেন এক ব্যক্তি। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই সন্দেহভাজনের পরিচয় জানায়নি পুলিশ।
স্থানীয় এক ব্যক্তি জানান, আনুমানিক ২০ বছর বয়সী ওই সন্দেহভাজনের কাছে একটি প্রোপেন ট্যাংক বা বড় হলুদ ট্যাংকের মতো ফ্লেম-থ্রোয়ার ছিল। তবে স্থানীয় ফায়ার চিফ বিবিসিকে জানান, ইচ্ছাকৃত আগুন লাগানো হয়েছে, এখনো এমন কোনো ‘নিশ্চিত প্রমাণ’ নেই।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে জানা যায়, দাবানলের কারণে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে ২ লাখের বেশি বাসিন্দা। এই অবস্থায় পরিত্যক্ত বাড়িগুলোয় লুটপাটের খবর পাওয়া গেছে। লুটের অভিযোগে ২১ জনকে আটক করেছে পুলিশ। কিছু এলাকায় কারফিউ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
তীব্র বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়তে পারে বলে স্থানীয় প্রশাসন রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে। গ্যাসলাইনের সংস্পর্শে এসে আগুন যাতে ছড়িয়ে না যায়, সে জন্য বিভিন্ন এলাকায় সড়কপথ ধ্বংস করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গত দুই দিনে বাতাসের গতি বাড়তে থাকায় দাবানল দ্রুতগতিতে ছড়িয়ে গেছে। প্যালিসেইডস ও ইটনে দাবানলে প্রায় ৩১ হাজার একর এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুড়ে ছাই হয়েছে প্রায় ১০ হাজার ঘরবাড়ি ও স্থাপনা।
জেনিফার অ্যানিস্টন, ব্র্যাডলি কুপার, টম হ্যাঙ্কস, বেন অ্যাফ্লেক, মাইকেল কিটন, প্যারিস হিলটন, অ্যাডাম স্যান্ডলারসহ অনেক হলিউড তারকা ঘরবাড়ি হারিয়েছেন।
ভয়াবহ ধ্বংসযজ্ঞের বর্ণনা দিতে গিয়ে শেরিফ রবার্ট লুনা বলেন, ক্ষয়ক্ষতির ধরন দেখে মনে হচ্ছে, এখানে যেন পারমাণবিক বোমা ফেলা হয়েছে!
আত্মহত্যার চেষ্টাকে অপরাধ গণ্য করার আইন বাতিল ঘোষণা করেছে কেনিয়ার আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেশটির হাইকোর্টের বিচারক লরেন্স মুগাম্বি এই যুগান্তকারী রায় দেন। তিনি রায় ঘোষণার সময় বলেন, ‘দণ্ডবিধির ২২৬ ধারা সংবিধানে বর্ণিত সর্বোচ্চ মানের স্বাস্থ্য অধিকারের পরিপন্থী।
৩০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া আগুনে প্রাণ হারিয়েছেন পাঁচজন। ঘরছাড়া হয়েছে ১ লাখের বেশি মানুষ। ক্ষতির প্রাথমিক পরিমাণ ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ধ্বংসযজ্ঞ শুধু লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সমস্যা নয়, এটি পুরো যুক্তরাষ্ট্রের আবাসন বাজার এবং জ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
১ ঘণ্টা আগেগার্ডিয়ান জানিয়েছে, নরওয়ের রাজধানী অসলো শহরের রাস্তাগুলো এখন ক্রমেই আরও শান্ত হয়ে উঠছে। কারণ শহরটিতে কর্তৃপক্ষের পরিচালিত নির্মাণ প্রকল্পগুলোতে শব্দযুক্ত ও দূষণকারী যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে কার্যকর করা এই উদ্যোগটি বিশ্বে এই প্রথমবারের মতো নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে