অনলাইন ডেস্ক
আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্টের ভবনে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত হামলাকারীদেরই ১৮ জন নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে। এ সময় চাদের প্রেসিডেন্ট মাহামত ডেবি ইতনো প্রেসিডেন্ট ভবনের ভেতরেই ছিলেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বুধবার গভীর রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কৌলামাল্লাহ সেনাবাহিনী পরিবেষ্টিত প্রেসিডেন্ট ভবনের ভেতর থেকে ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন আর কোনো ভয় নেই।’
আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কৌলামাল্লাহ প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘হামলাকারীদের সবাই মাদকাসক্ত ছিল। ভবনের নিরাপত্তাকর্মীরা সতর্কতার সঙ্গে তাদের প্রতিহত করেছে।’ এটি সন্ত্রাসী হামলা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভবত সন্ত্রাসী হামলা নয়, কারণ হামলাকারীরা রাজধানী এন জামেনার স্থানীয় যুবক ছিল।’
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের চাদ সফরের দিনেই এই হামলার ঘটনাটি ঘটেছে। সফরে এসে প্রেসিডেন্ট ডেবি ইতনোকে চাদে সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানান ওয়াং ই।
এ ঘটনার পরপরই অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে, হামলাটি ইসলামিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের কাজ। কারণ, বোকো হারাম এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকায় পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। তারা নাইজেরিয়ার উত্তর-পূর্বে ইসলামি আইন প্রতিষ্ঠা করতে চায়। বোকো হারামের এই বিদ্রোহ ক্যামেরুন, নাইজার, চাদসহ প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।
প্রায় ১ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ চাদ। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক অস্থিরতায় ভুগছে দেশটি। বর্তমান প্রেসিডেন্ট ডেবি ইতনো ২০২১ সালে তাঁর বাবার মৃত্যুর পর সামরিক শাসনের সময়কালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছিলেন।
আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্টের ভবনে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। তবে এ ঘটনায় শেষ পর্যন্ত হামলাকারীদেরই ১৮ জন নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্যও নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার রাতে এ হামলার ঘটনাটি ঘটে। এ সময় চাদের প্রেসিডেন্ট মাহামত ডেবি ইতনো প্রেসিডেন্ট ভবনের ভেতরেই ছিলেন। দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বুধবার গভীর রাতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কৌলামাল্লাহ সেনাবাহিনী পরিবেষ্টিত প্রেসিডেন্ট ভবনের ভেতর থেকে ফেসবুক লাইভে আসেন। এ সময় তিনি বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এখন আর কোনো ভয় নেই।’
আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে কৌলামাল্লাহ প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তারক্ষীদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘হামলাকারীদের সবাই মাদকাসক্ত ছিল। ভবনের নিরাপত্তাকর্মীরা সতর্কতার সঙ্গে তাদের প্রতিহত করেছে।’ এটি সন্ত্রাসী হামলা কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভবত সন্ত্রাসী হামলা নয়, কারণ হামলাকারীরা রাজধানী এন জামেনার স্থানীয় যুবক ছিল।’
চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের চাদ সফরের দিনেই এই হামলার ঘটনাটি ঘটেছে। সফরে এসে প্রেসিডেন্ট ডেবি ইতনোকে চাদে সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য অভিনন্দন জানান ওয়াং ই।
এ ঘটনার পরপরই অনলাইনে গুজব ছড়িয়ে পড়ে, হামলাটি ইসলামিক জঙ্গিগোষ্ঠী বোকো হারামের কাজ। কারণ, বোকো হারাম এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকায় পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। তারা নাইজেরিয়ার উত্তর-পূর্বে ইসলামি আইন প্রতিষ্ঠা করতে চায়। বোকো হারামের এই বিদ্রোহ ক্যামেরুন, নাইজার, চাদসহ প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে।
প্রায় ১ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ চাদ। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক অস্থিরতায় ভুগছে দেশটি। বর্তমান প্রেসিডেন্ট ডেবি ইতনো ২০২১ সালে তাঁর বাবার মৃত্যুর পর সামরিক শাসনের সময়কালে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দেশের নেতৃত্ব দিয়েছিলেন।
ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলিকে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ...
৬ ঘণ্টা আগেলিথুনিয়ার ভিলনিয়াস ক্যাথেড্রালের গুপ্ত কক্ষে দশকের পর দশক লুকিয়ে থাকা ঐতিহাসিক সম্পদ আবিষ্কৃত হয়েছে। এই সম্পদের মধ্যে রয়েছে মধ্যযুগীয় ইউরোপের রাজপরিবারগুলোর সঙ্গে সম্পর্কিত মূলবান নানা সম্পদ এবং রাজচিহ্ন।
৮ ঘণ্টা আগেলেবাননের সেনাপ্রধান জোসেফ খলিল আউন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের সদস্যরা তাঁকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। তাঁর নির্বাচন দেশটিতে প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা ক্ষমতার শূন্যতার অবসান ঘটিয়েছে। তিনি লেবাননের ১৪তম
৯ ঘণ্টা আগেডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম অংশ। এই সময়টিতেই উদ্দাম উৎসবের এক নগরীতে পরিণত হয় নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোস। এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘ডেটি ডিসেম্বর’। শব্দটি মূলত ‘ডার্টি ডিসেম্বর’ থেকেই এসেছে।
৯ ঘণ্টা আগে