অনলাইন ডেস্ক
ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলিকে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।
পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনও এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেনি।
বিশ্লেষকেরা দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বলছেন, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহনের বিষয়টি করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক।’
ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চেষ্ঠা করে যাচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় এই বিশেষ সেমিনার উপলক্ষ্যে ১৫০ টাকার একটি স্মারক মুদ্রা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রজাতন্ত্র দিবসে একটি বিশেষ ট্যাবলোর (পেইন্টিং/ছবি) অনুমোদন দিয়েছে।
১৮৭৫ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের আবহাওয়া বিভাগ। এর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে। এদের অধীনে ১৭৮৫ সালে কলকাতা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, ১৭৯৬ সালে মাদ্রাজ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এবং ১৮২৬ সালে মুম্বাই আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তাদের কার্যক্রম শুরু করে। উনিশ শতকের শুরুতে ভারতীয় উপমহাদেশে আরও অনেক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল।
১৮৬৪ সালে কলকাতার ঘূর্ণিঝড়, ১৮৬৬ ও ১৮৭১ সালের দুটি বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এরপরেই ১৮৭৫ সালে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রতিষ্ঠা করা হয়। সে সময় টেলিগ্রামের মাধ্যমে উপমহাদেশের আবহাওয়ার তথ্য ও সতর্কতা পাঠাত আইএমডি।
ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তান ও বাংলাদেশসহ অন্যান্য দেশগুলিকে ‘অবিভক্ত ভারত’ শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে। এই সেমিনারটি ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হচ্ছে। বিভেদ ভুলে ভারতীয় উপমহাদেশের যৌথ ইতিহাস উদযাপনের লক্ষে সরকারের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে এই সেমিনারটি কবে অনুষ্ঠিত হবে তা এখনও জানা যায়নি।
পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। উপমহাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্য, মধ্য ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাকিস্তান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বাংলাদেশ এখনও এই অনুষ্ঠানে তাদের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেনি।
বিশ্লেষকেরা দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে বলছেন, ঢাকা যদি এই অনুষ্ঠানে অংশগ্রহনের বিষয়টি করে তবে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হবে। আবহাওয়া বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমরা চাচ্ছি ভারতীয় আবহাওয়া বিভাগের (আইএমডি) প্রতিষ্ঠার সময় অবিভক্ত ভারতের অংশ ছিল এমন সকল দেশের কর্মকর্তারা এই উদযাপনের অংশ হোক।’
ভারত সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চেষ্ঠা করে যাচ্ছে। দেশটির অর্থ মন্ত্রণালয় এই বিশেষ সেমিনার উপলক্ষ্যে ১৫০ টাকার একটি স্মারক মুদ্রা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রজাতন্ত্র দিবসে একটি বিশেষ ট্যাবলোর (পেইন্টিং/ছবি) অনুমোদন দিয়েছে।
১৮৭৫ সালের ১৫ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের আবহাওয়া বিভাগ। এর আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে। এদের অধীনে ১৭৮৫ সালে কলকাতা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র, ১৭৯৬ সালে মাদ্রাজ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এবং ১৮২৬ সালে মুম্বাই আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র তাদের কার্যক্রম শুরু করে। উনিশ শতকের শুরুতে ভারতীয় উপমহাদেশে আরও অনেক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছিল।
১৮৬৪ সালে কলকাতার ঘূর্ণিঝড়, ১৮৬৬ ও ১৮৭১ সালের দুটি বন্যার কারণে বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। এরপরেই ১৮৭৫ সালে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) প্রতিষ্ঠা করা হয়। সে সময় টেলিগ্রামের মাধ্যমে উপমহাদেশের আবহাওয়ার তথ্য ও সতর্কতা পাঠাত আইএমডি।
লিথুনিয়ার ভিলনিয়াস ক্যাথেড্রালের গুপ্ত কক্ষে দশকের পর দশক লুকিয়ে থাকা ঐতিহাসিক সম্পদ আবিষ্কৃত হয়েছে। এই সম্পদের মধ্যে রয়েছে মধ্যযুগীয় ইউরোপের রাজপরিবারগুলোর সঙ্গে সম্পর্কিত মূলবান নানা সম্পদ এবং রাজচিহ্ন।
১০ ঘণ্টা আগেলেবাননের সেনাপ্রধান জোসেফ খলিল আউন দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার লেবাননের পার্লামেন্টের সদস্যরা তাঁকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। তাঁর নির্বাচন দেশটিতে প্রায় দুই বছরের বেশি সময় ধরে চলা ক্ষমতার শূন্যতার অবসান ঘটিয়েছে। তিনি লেবাননের ১৪তম
১১ ঘণ্টা আগেডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির প্রথম অংশ। এই সময়টিতেই উদ্দাম উৎসবের এক নগরীতে পরিণত হয় নাইজেরিয়ার বৃহত্তম শহর লাগোস। এই উৎসবের নাম দেওয়া হয়েছে ‘ডেটি ডিসেম্বর’। শব্দটি মূলত ‘ডার্টি ডিসেম্বর’ থেকেই এসেছে।
১১ ঘণ্টা আগেতালেবান ক্ষমতা নেওয়ার পর ভারতের সঙ্গে আফগানিস্তানের বিচ্ছিন্ন সম্পর্ক জোড়া লাগতে শুরু করেছে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে ভারপ্রাপ্ত বৈঠকের পর তালেবান পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি যে মন্তব্য করেছেন...
১২ ঘণ্টা আগে