অনলাইন ডেস্ক
কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এই জয়ের ফলে তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে গত মাসে নির্বাচনের ডাক দিয়েছিলেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগের মতোই আইন পাসে অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে ট্রুডোকে। কানাডার সিবিসি ও সিটিভি টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নির্বাচনে জয়লাভের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাস্টিন ট্রুডো কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর প্রতিপক্ষ দলের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনে জয়ী লিবারেল পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি নির্বাচনে নিজেদের পরাজয় মেনে নিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। কিছু ভোটারকে ভোট দেওয়ার জন্য দুই ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে। করোনার কারণে কিছু নিয়মকানুন থাকার ফলে এমনটি হয়েছে। তবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সব ভোটারই ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছেন।
কানাডার নির্বাচন কমিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬টিতে এবং এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টি ১২২টি আসনে নেতৃত্ব দিতে যাচ্ছে।
উল্লেখ্য, কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের আসনসংখ্যা ৩৩৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়।
কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি। এই জয়ের ফলে তৃতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে গত মাসে নির্বাচনের ডাক দিয়েছিলেন তিনি। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আগের মতোই আইন পাসে অন্যদের সমর্থনের দিকে তাকিয়ে থাকতে হবে ট্রুডোকে। কানাডার সিবিসি ও সিটিভি টেলিভিশনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নির্বাচনে জয়লাভের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাস্টিন ট্রুডো কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি তাঁর প্রতিপক্ষ দলের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচনে জয়ী লিবারেল পার্টির নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি নির্বাচনে নিজেদের পরাজয় মেনে নিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার নির্বাচনে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। কিছু ভোটারকে ভোট দেওয়ার জন্য দুই ঘণ্টাও অপেক্ষা করতে হয়েছে। করোনার কারণে কিছু নিয়মকানুন থাকার ফলে এমনটি হয়েছে। তবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়া সব ভোটারই ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছেন।
কানাডার নির্বাচন কমিশনের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রুডোর লিবারেল পার্টি ১৫৬টিতে এবং এরিন ও’টুলের কনজারভেটিভ পার্টি ১২২টি আসনে নেতৃত্ব দিতে যাচ্ছে।
উল্লেখ্য, কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের আসনসংখ্যা ৩৩৮। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১৭০টি আসনে জয়লাভ করতে হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করার পরিকল্পনার মোকাবিলায় মিসর একটি বিকল্প প্রস্তাব তৈরি করেছে। এই প্রস্তাব অনুসারে, গাজার শাসনভার আর হামাসের থাকবে না। বরং, আরব, মুসলিম ও পশ্চিমা দেশগুলো নিয়ন্ত্রিত...
২৯ মিনিট আগেবর্তমানে ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। বিশ্বের ৬২ শতাংশ মুসলিম এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসবাস করেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুসলিমের বাস ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান এবং তুরস্কে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে উন্নত প্রযুক্তির চিপ উৎপাদনে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের সর্ববৃহৎ চিপ উৎপাদক কোম্পানি তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। মূলত, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কশাঘাত থেকে বাঁচতেই এই উদ্যোগ নিচ্ছে টিএসএমসি।
২ ঘণ্টা আগেরাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পরপরই ইউরোপের প্রধান শক্তিগুলো তাদের দেশে থাকা রাশিয়ার বিপুল পরিমাণ অর্থ-সম্পদ জব্দ করে। এবার সেই অর্থ-সম্পদের মধ্য থেকে প্রায় ২১০ বিলিয়ন ডলার বাজেয়াপ্ত করার প্রচেষ্টা নিতে যাচ্ছে ইউরোপ। তাদের দাবি, ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তি তৈরির পরিকল্পনার অংশ হিসেবে এই অর্থ...
২ ঘণ্টা আগে