অনলাইন ডেস্ক
আফগানিস্তানে তালেবান সরকারের হাতে বন্দী দুই নারী অধিকারকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকা এ দুই অধিকার কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। তাঁদের আটকের কোনো কারণ দেখায়নি তালেবান সরকার।
তালেবান সরকার প্রায় সব ক্ষেত্র থেকেই নারীদের নিষিদ্ধ করেছে। ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের পড়াশোনাও নিষিদ্ধ আফগানিস্তানে। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তালেবান সরকার।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে নিযুক্ত বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেটসহ জাতিসংঘ বিশেষজ্ঞরা নেদা পারওয়ান ও ঝোলিয়া পারসি এবং তাঁদের পরিবারের মুক্তিকে জরুরি বলে উল্লেখ করেছেন। তাঁদের আইনি কোনো সহযোগিতা দেওয়া হয়নি, কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি বা আদালতে হাজির করা হয়নি বলে উল্লেখ করেছেন তাঁরা।
বিশেষজ্ঞরা বলেন, ‘আমরা তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বিগ্ন।’ তাঁরা তালেবান সরকারকে অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, অধিকারকর্মীদের আটকের কোনো যৌক্তিকতা নেই।
বিশেষজ্ঞরা বলছেন, ভিন্নমত প্রকাশ করার জন্য স্বাধীনতা জনগণের স্বাধীনতা খর্ব করা যাবে না। বিশেষ করে লিঙ্গবৈষম্যের কারণে নারী অধিকারকর্মীরা ঝুঁকিতে রয়েছেন।
বিশেষজ্ঞরা ফরাসি–আফগান সাংবাদিক মরতাজা বেহবুদি এবং আন্দোলনকর্মী ও বেসরকারি সংস্থা পেন পাথের প্রতিষ্ঠাতা মতিউল্লাহ ওয়েসার মুক্তিকে স্বাগত জানিয়েছেন। পেন পাথ নারী শিক্ষা নিয়ে কাজ করে।
ওয়েসাকে সাত মাস আগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি সব সময় নারী শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তিনি তালেবান সরকারকে নারী শিক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বারবার আহ্বান জানিয়েছিলেন।
বিশ্বে আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
আফগানিস্তানে তালেবান সরকারের হাতে বন্দী দুই নারী অধিকারকর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘ। আজ মঙ্গলবার প্রায় এক মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকা এ দুই অধিকার কর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। তাঁদের আটকের কোনো কারণ দেখায়নি তালেবান সরকার।
তালেবান সরকার প্রায় সব ক্ষেত্র থেকেই নারীদের নিষিদ্ধ করেছে। ষষ্ঠ শ্রেণির পর থেকে মেয়েদের পড়াশোনাও নিষিদ্ধ আফগানিস্তানে। ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তালেবান সরকার।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে নিযুক্ত বিশেষ প্রতিনিধি রিচার্ড বেনেটসহ জাতিসংঘ বিশেষজ্ঞরা নেদা পারওয়ান ও ঝোলিয়া পারসি এবং তাঁদের পরিবারের মুক্তিকে জরুরি বলে উল্লেখ করেছেন। তাঁদের আইনি কোনো সহযোগিতা দেওয়া হয়নি, কোনো অপরাধের অভিযোগ আনা হয়নি বা আদালতে হাজির করা হয়নি বলে উল্লেখ করেছেন তাঁরা।
বিশেষজ্ঞরা বলেন, ‘আমরা তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বিগ্ন।’ তাঁরা তালেবান সরকারকে অধিকার ও স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করতে আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, অধিকারকর্মীদের আটকের কোনো যৌক্তিকতা নেই।
বিশেষজ্ঞরা বলছেন, ভিন্নমত প্রকাশ করার জন্য স্বাধীনতা জনগণের স্বাধীনতা খর্ব করা যাবে না। বিশেষ করে লিঙ্গবৈষম্যের কারণে নারী অধিকারকর্মীরা ঝুঁকিতে রয়েছেন।
বিশেষজ্ঞরা ফরাসি–আফগান সাংবাদিক মরতাজা বেহবুদি এবং আন্দোলনকর্মী ও বেসরকারি সংস্থা পেন পাথের প্রতিষ্ঠাতা মতিউল্লাহ ওয়েসার মুক্তিকে স্বাগত জানিয়েছেন। পেন পাথ নারী শিক্ষা নিয়ে কাজ করে।
ওয়েসাকে সাত মাস আগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি সব সময় নারী শিক্ষার অধিকার নিয়ে সোচ্চার ছিলেন। তিনি তালেবান সরকারকে নারী শিক্ষার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে বারবার আহ্বান জানিয়েছিলেন।
বিশ্বে আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে নারী শিক্ষার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
ট্রাম্প প্রশাসন মার্কিন বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসানের সম্ভাব্য চুক্তি নিয়ে গাজায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে অবগত দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে বোহলার ও হামাস কর্মকর্তাদের মধ্যে কয়েক দফায় এসব বৈঠক অনুষ্
৪১ মিনিট আগেস্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি...
১ ঘণ্টা আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুস্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বা হবেও না। তবে বেশির ভাগ বিশ্লেষক...
২ ঘণ্টা আগে১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
১০ ঘণ্টা আগে