Ajker Patrika

তালেবানের পক্ষে বলার অভিযোগে ৪ সাংবাদিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
তালেবানের পক্ষে বলার অভিযোগে ৪ সাংবাদিক গ্রেপ্তার

বিদ্রোহীগোষ্ঠী তালেবানের পক্ষে খবর প্রকাশের অভিযোগে চারজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের গোয়েন্দারা। গতকাল দেশটির কর্মকর্তারা এমনটি জানিয়েছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার কান্দাহার থেকে ওই চারজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তাঁরা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা স্পিন  বলদাক থেকে ফিরেছিল। ওই এলাকাটি এই মাসের শুরুতে দখলে নেয় আফগানিস্তানের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই চার সাংবাদিক ওই শহরে তালেবান গণহত্যা চালিয়েছিল কি-না তা নিয়ে অনুসন্ধান করেছিল। এর আগে আফগান সরকারের অভিযোগ ছিল, পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা দখলে নিতে সেখানে গণহত্যা চালিয়েছে তালেবান সদস্যরা। 

 এ নিয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই একটি বিবৃতিতে বলেন, সন্ত্রাসীদের পক্ষে যে কোনো ধরনের প্রচারণা একটি অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে তদন্ত করছে। 

এ দিকে আফগানিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন দ্য আফগানিস্তান জার্নালিস্টস সেফটি কমিটির পক্ষ থেকে অবিলম্বে ওই সাংবাদিকদেরকে মুক্তি দেওয়ার জন্য আফগান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

একটি বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিচার বহির্ভূত কোনো গ্রেপ্তারই গ্রহণযোগ্য নয়। 

সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে আফগানিস্তান। চলতি বছরের মে মাসে সংবাদমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে আফগানিস্তানের অবস্থান ছিল ১২২। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

কোকাকোলা থেকে কোলগেট, মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে ইউরোপজুড়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত