অনলাইন ডেস্ক
বিদ্রোহীগোষ্ঠী তালেবানের পক্ষে খবর প্রকাশের অভিযোগে চারজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের গোয়েন্দারা। গতকাল দেশটির কর্মকর্তারা এমনটি জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার কান্দাহার থেকে ওই চারজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তাঁরা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা স্পিন বলদাক থেকে ফিরেছিল। ওই এলাকাটি এই মাসের শুরুতে দখলে নেয় আফগানিস্তানের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই চার সাংবাদিক ওই শহরে তালেবান গণহত্যা চালিয়েছিল কি-না তা নিয়ে অনুসন্ধান করেছিল। এর আগে আফগান সরকারের অভিযোগ ছিল, পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা দখলে নিতে সেখানে গণহত্যা চালিয়েছে তালেবান সদস্যরা।
এ নিয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই একটি বিবৃতিতে বলেন, সন্ত্রাসীদের পক্ষে যে কোনো ধরনের প্রচারণা একটি অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে তদন্ত করছে।
এ দিকে আফগানিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন দ্য আফগানিস্তান জার্নালিস্টস সেফটি কমিটির পক্ষ থেকে অবিলম্বে ওই সাংবাদিকদেরকে মুক্তি দেওয়ার জন্য আফগান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
একটি বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিচার বহির্ভূত কোনো গ্রেপ্তারই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে আফগানিস্তান। চলতি বছরের মে মাসে সংবাদমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে আফগানিস্তানের অবস্থান ছিল ১২২।
বিদ্রোহীগোষ্ঠী তালেবানের পক্ষে খবর প্রকাশের অভিযোগে চারজন সাংবাদিককে গ্রেপ্তার করেছে আফগানিস্তানের গোয়েন্দারা। গতকাল দেশটির কর্মকর্তারা এমনটি জানিয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সোমবার কান্দাহার থেকে ওই চারজন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। তাঁরা পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা স্পিন বলদাক থেকে ফিরেছিল। ওই এলাকাটি এই মাসের শুরুতে দখলে নেয় আফগানিস্তানের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওই চার সাংবাদিক ওই শহরে তালেবান গণহত্যা চালিয়েছিল কি-না তা নিয়ে অনুসন্ধান করেছিল। এর আগে আফগান সরকারের অভিযোগ ছিল, পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা দখলে নিতে সেখানে গণহত্যা চালিয়েছে তালেবান সদস্যরা।
এ নিয়ে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই একটি বিবৃতিতে বলেন, সন্ত্রাসীদের পক্ষে যে কোনো ধরনের প্রচারণা একটি অপরাধ। আইন শৃঙ্খলা বাহিনী এ নিয়ে তদন্ত করছে।
এ দিকে আফগানিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন দ্য আফগানিস্তান জার্নালিস্টস সেফটি কমিটির পক্ষ থেকে অবিলম্বে ওই সাংবাদিকদেরকে মুক্তি দেওয়ার জন্য আফগান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
একটি বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বিচার বহির্ভূত কোনো গ্রেপ্তারই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে আফগানিস্তান। চলতি বছরের মে মাসে সংবাদমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৮০টি দেশের মধ্যে আফগানিস্তানের অবস্থান ছিল ১২২।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ইরানসমর্থিত হিসেবে আখ্যায়িত করে তেহরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হুতি বিদ্রোহীদের চালানো যেকোনো আক্রমণকে ইরানের হামলা হিসেবে গণ্য করা হবে। তাদের প্রতিটি গুলিকে ইরানের অস্ত্রভান্ডার থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে। আর
৭ ঘণ্টা আগেফিলিস্তিনের গাজার আল-আহলি আরব হাসপাতাল। এই হাসপাতাল প্রাঙ্গণে একটি, দুটি, তিনটি নয়; অনেক লাশের সারি। হাসপাতালের বাইরে বিভিন্ন স্থানে কম্বলে মুড়িয়ে রাখা হয়েছে লাশ। গাজার আরেক এলাকা আল নাসের হাসপাতালের মর্গের পাশে দেখা গেল আরেক চিত্র। সেখানে জানাজা পড়ানো হচ্ছে। তবে একজনের নয়। একসঙ্গে পাঁচজনের জানাজা হ
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন। তাঁদের এই ফোনালাপ দেড় ঘণ্টা ধরে চলেছে। এই আলোচনায় ইউক্রেন যুদ্ধের অবসান এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
৯ ঘণ্টা আগেরাশিয়ার তারুসা শহরের স্থানীয় পরিষদের সদস্য ইয়েভজেনি রুদেঙ্কো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তারুসার নারীদের অনুরোধ করা হচ্ছে, যেন তারা রৌদ্রোজ্জ্বল দিনে বেশি করে মিনি স্কার্ট পরেন, যেন রাশিয়ার জন্মহার বাড়ে।’
১০ ঘণ্টা আগে