ব্যভিচারের জন্য নারীদের পাথর মেরে হত্যার বিধান ফিরিয়ে আনল তালেবান

অনলাই ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ১৬: ৫৬
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৭: ৪৪

ব্যভিচারের জন্য নারীদের প্রকাশ্যে পাথর মেরে হত্যা করার বিধান ফের কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত একটি অডিও বার্তায় তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হিবাতুল্লাহ আখুন্দজাদা এ ঘোষণা দিয়েছেন। 

ব্রিটিশ বার্তা সংস্থা টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

টেলিগ্রাফের প্রকাশিত একটি ভিডিওতে আখুন্দজাদা বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় নারীদের অধিকারের পক্ষে যেই ওকালতি করছে, তা তালেবানের ইসলামিক শরিয়া আইনের ব্যাখ্যার বিরুদ্ধে। 

আখুন্দজাদা বলেন, ‘আপনারা (নারী অধিকারের পক্ষে কাজ করা আন্তর্জাতিক সম্প্রদায়) বলেন, আমরা পাথর মেরে নারীদের হত্যা করলে এটা নারীর অধিকারের লঙ্ঘন। কিন্তু আমরা শিগগিরই ব্যভিচারে লিপ্ত নারীদের শাস্তি কার্যকর করব। আমরা নারীদের জনসমক্ষে বেত্রাঘাত করব। আমরা তাঁদের জনসমক্ষে পাথর মেরে হত্যা করব। কাবুলের দখল করেই তালেবানের কাজ শেষ হয়নি, এটি কেবল শুরু হয়েছে।’

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানের নারীরা অনেক প্রতিবন্ধকতার মুখে রয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মেয়েদের শিক্ষা, কর্মসংস্থান এবং পাবলিক স্পেসে কোনো প্রবেশাধিকার নেই। 

ক্ষমতায় ফিরে আসার মাত্র এক মাস পরে তালেবান কর্তৃপক্ষ ২০২২ সালের ডিসেম্বরে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের দরজা বন্ধ করে। তার আগে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করেছিল এবং কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণকে ব্যাপকভাবে সীমাবদ্ধ করে। 

আফগানিস্তানে মেয়েদের অবস্থা ‘বিশ্বব্যাপী সবচেয়ে খারাপ’ বলে জাতিসংঘের একটি প্রতিবেদনে উল্লেখ হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামের গোঁড়া ও কঠোর ব্যাখ্যার ওপর ভিত্তি করে তালেবান সরকারের নীতি ‘লিঙ্গবৈষম্যমূলক’। 

আফগানিস্তানের একজন তরুণ শিক্ষার্থীর বরাত দিয়ে এএফপি বলেছে, অনেক পরিবারের জন্য এখন একমাত্র পথ খোলা। আর সেটি হলো পরিবারের মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, সেখানে মেয়েদের সম্মতি থাকুক বা না থাকুক। 

ওই শিক্ষার্থী এএফপিকে আরও বলেন, ‘আফগানিস্তানজুড়ে ব্যাপক হতাশা বিরাজ করছে। গত দুই বছরে মেয়েদের আত্মহত্যার হার অনেক বেড়েছে। এটা খুবই দুঃখজনক।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত