Ajker Patrika

আফগানিস্তানের আরও ২ প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে 

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের আরও ২ প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে 

আফগানিস্তানের আরও দুটি প্রদেশের রাজধানী দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী তালেবান। আজ শনিবার তারা পাকতিকা ও কুনার প্রদেশের রাজধানীর দখল করে। 

দেশটির পাকতিয়া প্রদেশের আঞ্চলিক পরিষদের প্রধান ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন, শনিবার সকালে প্রাদেশিক পরিষদের রাজধানী গারদেজ দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। সরকারি সব দপ্তর এখন তালেবানের নিয়ন্ত্রণে।

এদিকে শনিবার একইদিনে দেশটির কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদ নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। স্থানীয় এক আইনপ্রণেতা বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন। আসাদাবাদের অবস্থান রাজধানী কাবুল থেকে ১৪৬ মাইল দূরে। 

টুইটারে পোস্ট হওয়া ভিডিওতে শহরের রাস্তায় মানুষকে তালেবানের পতাকা হাতে ঘুরে বেড়াতে দেখা গেছে। তালেবান যোদ্ধারা এখন পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের অন্তত ১৯ টির রাজধানী নিজেদের দখলে নিয়েছে। 

আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সব বিদেশি সেনাদের প্রত্যাহার করা হবে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন। 

আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের লড়াইয়ের বলি হচ্ছে দেশটির বেসামরিক নাগরিকেরা। জাতিসংঘের তথ্যমতে, গত মাসেই এক হাজারের বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে। যুদ্ধে হাজার হাজার মানুষ বাড়িঘর হারিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত