অনলাইন ডেস্ক
ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি বেড়ে সাড়ে তিন শ ছুঁই ছুঁই। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, উপত্যকাটিতে নিহত হয়েছে ৩৪২ ফিলিস্তিনি, যাদের বেশির ভাগই নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার তথ্যমতে, সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বেছে বেছে আবাসিক ভবন আর শরণার্থীশিবিরগুলোকে টার্গেট করে বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। শুধু তাই নয়, অসুস্থদের চিকিৎসার জন্য যুদ্ধবিরতির সময় খুলে দেওয়া রাফাহ ক্রসিংও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এর দুই দিন আগেই উপত্যকায় ঢোকার সব পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। ফলে উপত্যকায় ঢুকতে পারছে না কোনো ত্রাণসহায়তা।
নতুন করে গাজায় হামলা শুরুর পক্ষে ইসরায়েলি কর্তৃপক্ষের সাফাই—হামাস শান্তি চায় না। যুদ্ধবিরতি চালিয়ে যেতে মার্কিন প্রতিনিধি ও মধ্যস্থতাকারীরা যেসব প্রস্তাব দিয়েছে, তার সবই প্রত্যাখ্যান করেছে হামাস। আলোচনা ব্যর্থ হওয়ার পরই হামলার পথ বেছে নিয়েছে ইসরায়েল।
এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় হামলা শুরুর অর্থ হলো জিম্মিদের মৃত্যু। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশেক সিএনএনকে বলেন, ‘হামাসের কাছে এখনো যাঁরা জিম্মি আছেন তাঁদের জীবন বিপন্ন করছে ইসরায়েল নিজেই। নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মূলত জিম্মিদের জন্য মৃত্যুদণ্ড।’
তিনি আরও বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে যা অর্জন করা সম্ভব হতো, তা যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে কখনোই পাবে না ইসরায়েল। আলোচনাকে তারাই ব্যর্থ করেছে, হামাস নয়।’
গাজায় নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) হামলায় ক্ষুব্ধ ইসরায়েলের সাধারণ নাগরিকেরাও। এই হামলার মধ্য দিয়ে বাকি জিম্মিদের জীবন অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন তাঁরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা দিয়ে তাঁর পদত্যাগ চাইছেন তাঁরা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে আসছেন সাধারণ ইসরায়েলিরা। প্রায় দেড় বছর সময় পেরিয়ে গেলেও সব জিম্মিকে মুক্ত করতে না পারায় ক্ষোভ আরও বাড়ছে।
এদিকে বিশ্লেষকেরা বলছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কখনোই আন্তরিক ছিলেন না। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিসের অধ্যাপক মোহাম্মাদ ইলমাসরি বলেন, ‘শুরু থেকেই ইসরায়েল চায়নি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হোক। আত্মরক্ষার বুলি আউড়িয়ে কেবল যুদ্ধের মাঠে ফেরার যুক্তি দিয়ে গেছে। ৪২ দিন করে তিন ধাপের যে যুদ্ধবিরতির কথা প্রথমে হয়েছিল তা বাস্তবায়ন সম্ভব হলে একপর্যায়ে যুদ্ধ শেষ হয়ে যেত, যা ইসরায়েল চায় না। প্রথম ধাপের ১৬তম দিন থেকে বিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা নিয়ে টালবাহানা করতে করতে একেবারে শেষ পর্যায়ে আলোচনায় বসতে রাজি হলো ইসরায়েল। তবে, আলোচনার শুরু থেকেই তারা কেবল প্রথম ধাপ বর্ধিত করার প্রস্তাব দিয়ে আসছিল।’
নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ জিইয়ে রাখতে চান—এমন কথা অনেক বিশ্লেষকই বহুবার বলেছেন। এবার যেন তারই কিছুটা প্রমাণ মিলল। গাজায় হামলা শুরুর পর স্থগিত হয়েছে নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি।
ইসরায়েলি বর্বরতায় গাজায় প্রাণহানি বেড়ে সাড়ে তিন শ ছুঁই ছুঁই। সবশেষ পাওয়া খবর অনুযায়ী, উপত্যকাটিতে নিহত হয়েছে ৩৪২ ফিলিস্তিনি, যাদের বেশির ভাগই নারী ও শিশু। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার তথ্যমতে, সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বেছে বেছে আবাসিক ভবন আর শরণার্থীশিবিরগুলোকে টার্গেট করে বিমান থেকে বোমা ফেলা হচ্ছে। শুধু তাই নয়, অসুস্থদের চিকিৎসার জন্য যুদ্ধবিরতির সময় খুলে দেওয়া রাফাহ ক্রসিংও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এর দুই দিন আগেই উপত্যকায় ঢোকার সব পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। ফলে উপত্যকায় ঢুকতে পারছে না কোনো ত্রাণসহায়তা।
নতুন করে গাজায় হামলা শুরুর পক্ষে ইসরায়েলি কর্তৃপক্ষের সাফাই—হামাস শান্তি চায় না। যুদ্ধবিরতি চালিয়ে যেতে মার্কিন প্রতিনিধি ও মধ্যস্থতাকারীরা যেসব প্রস্তাব দিয়েছে, তার সবই প্রত্যাখ্যান করেছে হামাস। আলোচনা ব্যর্থ হওয়ার পরই হামলার পথ বেছে নিয়েছে ইসরায়েল।
এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, গাজায় হামলা শুরুর অর্থ হলো জিম্মিদের মৃত্যু। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশেক সিএনএনকে বলেন, ‘হামাসের কাছে এখনো যাঁরা জিম্মি আছেন তাঁদের জীবন বিপন্ন করছে ইসরায়েল নিজেই। নেতানিয়াহুর যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মূলত জিম্মিদের জন্য মৃত্যুদণ্ড।’
তিনি আরও বলেন, ‘আলোচনার মধ্য দিয়ে যা অর্জন করা সম্ভব হতো, তা যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে কখনোই পাবে না ইসরায়েল। আলোচনাকে তারাই ব্যর্থ করেছে, হামাস নয়।’
গাজায় নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) হামলায় ক্ষুব্ধ ইসরায়েলের সাধারণ নাগরিকেরাও। এই হামলার মধ্য দিয়ে বাকি জিম্মিদের জীবন অনিশ্চয়তায় ফেলে দেওয়া হয়েছে বলে মনে করছেন তাঁরা। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা দিয়ে তাঁর পদত্যাগ চাইছেন তাঁরা। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস–ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকেই নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করে আসছেন সাধারণ ইসরায়েলিরা। প্রায় দেড় বছর সময় পেরিয়ে গেলেও সব জিম্মিকে মুক্ত করতে না পারায় ক্ষোভ আরও বাড়ছে।
এদিকে বিশ্লেষকেরা বলছেন, বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে কখনোই আন্তরিক ছিলেন না। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিসের অধ্যাপক মোহাম্মাদ ইলমাসরি বলেন, ‘শুরু থেকেই ইসরায়েল চায়নি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হোক। আত্মরক্ষার বুলি আউড়িয়ে কেবল যুদ্ধের মাঠে ফেরার যুক্তি দিয়ে গেছে। ৪২ দিন করে তিন ধাপের যে যুদ্ধবিরতির কথা প্রথমে হয়েছিল তা বাস্তবায়ন সম্ভব হলে একপর্যায়ে যুদ্ধ শেষ হয়ে যেত, যা ইসরায়েল চায় না। প্রথম ধাপের ১৬তম দিন থেকে বিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তা নিয়ে টালবাহানা করতে করতে একেবারে শেষ পর্যায়ে আলোচনায় বসতে রাজি হলো ইসরায়েল। তবে, আলোচনার শুরু থেকেই তারা কেবল প্রথম ধাপ বর্ধিত করার প্রস্তাব দিয়ে আসছিল।’
নেতানিয়াহু নিজের রাজনৈতিক স্বার্থে যুদ্ধ জিইয়ে রাখতে চান—এমন কথা অনেক বিশ্লেষকই বহুবার বলেছেন। এবার যেন তারই কিছুটা প্রমাণ মিলল। গাজায় হামলা শুরুর পর স্থগিত হয়েছে নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানি।
রাশিয়ার তারুসা শহরের স্থানীয় পরিষদের সদস্য ইয়েভজেনি রুদেঙ্কো সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তারুসার নারীদের অনুরোধ করা হচ্ছে, যেন তারা রৌদ্রোজ্জ্বল দিনে বেশি করে মিনি স্কার্ট পরেন, যেন রাশিয়ার জন্মহার বাড়ে।’
২৫ মিনিট আগেহোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এনবিসি নিউজ জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোন আলাপ শেষ হয়েছে।
১ ঘণ্টা আগেতিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ৮০০ বিলিয়ন ইউরো ব্যয়ে একটি সামরিক শক্তি বৃদ্ধির কর্মসূচি পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন। ডেনমার্কে সামরিক ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের ২০৩০ সালের মধ্যে এমন একটি কার্যকর ইউরোপীয় যোগাযোগ নেটওয়ার্ক প্রয়োজন, যা সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত পরিবহনে সহায়ক হবে।
২ ঘণ্টা আগেরাফায়েল গ্লুক্সমান ইউরোপীয় সংসদের সদস্য এবং ফ্রান্সের ছোট বামপন্থী দল ‘প্লেস পাবলিক’-এর প্রতিনিধি। গত রোববার এক সমাবেশে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফেরত দিন। এটি আমাদের উপহার ছিল আপনাদের জন্য।
২ ঘণ্টা আগে