অনলাইন ডেস্ক
নির্জন কারাবাসে পাঠানো হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে। তাঁকে গৃহবন্দী অবস্থা থেকে গ্রেপ্তার করে নাইপিদোর একটি কারাগারে পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২০২১ সালে ৭৭ বছর বয়সী এই নেত্রীর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। সেই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তার পর থেকেই তিনি দেশটির রাজধানীর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী ছিলেন।
মিয়ানমারের জান্তা সরকারের তরফ থেকে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সু চিকে দেশটির ফৌজদারি আইনের আওতায় গৃহবন্দী থেকে কারাবাসে নেওয়া হয়েছে।
সু চি কে এরই মধ্যে বিভিন্ন অভিযোগে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, তাঁকে কারাগারের ভেতরেই স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হতে পারে।
মানবাধিকার সংগঠনগুলো সামরিক বাহিনী কর্তৃক স্থাপিত বিশেষ আদালতের বিচারকে ভুয়া বলে উল্লেখ করেছেন। এদিকে, মিয়ানমারে ব্যাপক জনপ্রিয় এই নেত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত হলে তাঁর ১৯০ বছরের মতো কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্জন কারাবাসে পাঠানো হয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে। তাঁকে গৃহবন্দী অবস্থা থেকে গ্রেপ্তার করে নাইপিদোর একটি কারাগারে পাঠানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২০২১ সালে ৭৭ বছর বয়সী এই নেত্রীর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। সেই সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। তার পর থেকেই তিনি দেশটির রাজধানীর একটি অজ্ঞাত স্থানে গৃহবন্দী ছিলেন।
মিয়ানমারের জান্তা সরকারের তরফ থেকে প্রচারিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সু চিকে দেশটির ফৌজদারি আইনের আওতায় গৃহবন্দী থেকে কারাবাসে নেওয়া হয়েছে।
সু চি কে এরই মধ্যে বিভিন্ন অভিযোগে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। ধারণা করা হচ্ছে, তাঁকে কারাগারের ভেতরেই স্থাপিত বিশেষ আদালতে হাজির করা হতে পারে।
মানবাধিকার সংগঠনগুলো সামরিক বাহিনী কর্তৃক স্থাপিত বিশেষ আদালতের বিচারকে ভুয়া বলে উল্লেখ করেছেন। এদিকে, মিয়ানমারে ব্যাপক জনপ্রিয় এই নেত্রীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত হলে তাঁর ১৯০ বছরের মতো কারাদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
২৮ মিনিট আগেভারতের মণিপুর রাজ্যে নতুন করে শুরু হওয়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকার সেখানে আরও ১০ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। মিয়ানমারের সীমান্তবর্তী ওই রাজ্যটিতে এ নিয়ে কেন্দ্রীয় বাহিনীর মোট ২৮৮টি কোম্পানি মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
১ ঘণ্টা আগেমানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ইঙ্গিত দিয়েছে যুক্তরাজ্য। গতকাল নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
১ ঘণ্টা আগেআয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেনিয়ামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি প
৩ ঘণ্টা আগে