অনলাইন ডেস্ক
চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে দুজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। আজ বুধবার এই বিস্ফোরণ ঘটেছে বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
চীনের রাষ্ট্রীয় মিডিয়া এবং কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে ভবনটির সামনের অংশ বিধ্বস্ত হয়ে বাইরে থাকা বেশ কয়েকটি গাড়িকেও ক্ষতিগ্রস্ত করেছে। এলাকাটিতে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ।
বেইজিংয়ের কাছে সানহে কাউন্টিতে সকাল ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে বলে জানায় রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি নিউজ। এক সরকারি বিবৃতিতে বলা হয়, আজ ইয়ানজিয়াও শহরের একটি ফ্রায়েড চিকেন রেস্টুরেন্টে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শহরটির ফায়ার ডিপার্টমেন্টের ৩৬টি ট্রাক এবং ১৫৪ জন কর্মীর প্রচেষ্টায় বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে নিরাপত্তার জন্য আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে জরুরি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী, দমকলকর্মী, স্বাস্থ্য এবং অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
চীনের সামাজিক প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিশাল এক ধোঁয়ার কুণ্ডলীতে রেস্তোরাঁর ভবনটি ঢেকে গেছে। ভবনটির আশপাশে রাখা কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এ বিস্ফোরণে। রাস্তায় ছড়িয়ে পড়েছিল কাচের টুকরা।
বিস্ফোরণস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিলেন ঝাও লি নামের এক নারী। তিনি বলেন, ‘আমি তখন বাড়িতে ছিলাম। হঠাৎ শুনি বিকট বিস্ফোরণের শব্দ। প্রথমে ভেবেছিলাম, এটা বোধ হয় বন্দুকের গুলির আওয়াজ। বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে কাচ ভাঙার শব্দ পেয়েছি। সেখানে ছিল ধোঁয়ার মেঘ।’
চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেবেইয়ের একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে দুজন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে। আজ বুধবার এই বিস্ফোরণ ঘটেছে বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
চীনের রাষ্ট্রীয় মিডিয়া এবং কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে ভবনটির সামনের অংশ বিধ্বস্ত হয়ে বাইরে থাকা বেশ কয়েকটি গাড়িকেও ক্ষতিগ্রস্ত করেছে। এলাকাটিতে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ।
বেইজিংয়ের কাছে সানহে কাউন্টিতে সকাল ৮টার দিকে বিস্ফোরণটি ঘটে বলে জানায় রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি নিউজ। এক সরকারি বিবৃতিতে বলা হয়, আজ ইয়ানজিয়াও শহরের একটি ফ্রায়েড চিকেন রেস্টুরেন্টে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
শহরটির ফায়ার ডিপার্টমেন্টের ৩৬টি ট্রাক এবং ১৫৪ জন কর্মীর প্রচেষ্টায় বিকেল নাগাদ আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে নিরাপত্তার জন্য আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটেছে বলে জরুরি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা এক বিবৃতিতে বলেছেন। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী, দমকলকর্মী, স্বাস্থ্য এবং অন্য কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
চীনের সামাজিক প্ল্যাটফর্ম ওয়েইবোতে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিশাল এক ধোঁয়ার কুণ্ডলীতে রেস্তোরাঁর ভবনটি ঢেকে গেছে। ভবনটির আশপাশে রাখা কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এ বিস্ফোরণে। রাস্তায় ছড়িয়ে পড়েছিল কাচের টুকরা।
বিস্ফোরণস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ছিলেন ঝাও লি নামের এক নারী। তিনি বলেন, ‘আমি তখন বাড়িতে ছিলাম। হঠাৎ শুনি বিকট বিস্ফোরণের শব্দ। প্রথমে ভেবেছিলাম, এটা বোধ হয় বন্দুকের গুলির আওয়াজ। বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে কাচ ভাঙার শব্দ পেয়েছি। সেখানে ছিল ধোঁয়ার মেঘ।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
২ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১১ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১২ ঘণ্টা আগে