আজকের পত্রিকা ডেস্ক
তালেবানের কাবুল দখলের ১১ দিন পূর্ণ হলো আজ। এ ক’দিনে কয়েকটি সংবাদ সম্মেলনে রাষ্ট্রের বিভিন্ন পক্ষের অংশগ্রহণে নতুন সরকার গঠনের কথা জানিয়েছে তালেবান। এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগও দেওয়া হয়েছে, যাঁদের সবাই তালেবান বা নিজেদের আদর্শগত নিকটতম সংগঠনের নেতা।
এ অবস্থায় নতুন সরকার ধর্মীয় নেতাদের নেতৃত্বেই গঠন করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তান ইসলামিক আমিরাতের (এআইই) মুখপাত্র জবিয়ুল্লাহ মুজাহিদ। গত সোমবার কাবুলে এক ছোট্ট সমাবেশে তিনি বলেন, ২০ বছরের সংগ্রাম বৃথা যেতে দেওয়া হবে না। ধর্মীয় নেতাদের নেতৃত্বেই নতুন সরকার গঠন করা হবে।
চলমান রাজনৈতিক শূন্যতা পূরণের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ও শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিয়োগ দিয়েছে এআইই। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে মোল্লা আবদুল কাহার ওরফে হাজি মুহাম্মদ ইদরিসকে। তা ছাড়া স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীর নামও ঘোষণা করা হয়েছে, যাদের নাম জানা যায়নি। আর শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে হেমাত আকুন্দজাদাহকে। ইতিপূর্বে জনকল্যাণ মন্ত্রণালয়, আফগান ক্রিকেট বোর্ড, কাবুলের ভারপ্রাপ্ত মেয়র, পানি ও বিদ্যুৎ বিভাগ এবং কাবুলের নিরাপত্তাপ্রধান নিয়োগ দিয়েছে তালেবান।
তালেবানের সাধারণ ঘোষণা, নারী অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি নিয়ে বারবার আশ্বস্ত করা সত্ত্বেও ভরসা করতে পারছেন না সাধারণ মানুষ। কারণ ইতিমধ্যে কয়েক জায়গায় গুপ্ত হত্যা, সাংবাদিকদের ওপর হামলা এবং ঘরে ঘরে তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।
রয়টার্সের প্রতিবেদন, তালেবান ভয়াবহ ধরনের সহিংসতা ঘটাচ্ছে বলে বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা মিশেল ব্যাচেলে। পাকিস্তান ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অনুরোধে আফগানিস্তান নিয়ে মানবাধিকার কাউন্সিলের এক জরুরি বৈঠক শেষে গতকাল তিনি বলেন, তালেবান সাধারণ মানুষকে হত্যা করছে, নারীদের ওপর কড়াকড়ি আরোপ করছে এবং নির্মমভাবে বিক্ষোভ দমন করছে বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন আফগানিস্তানে কর্মরত সাংবাদিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত সোমবার ৫০টি নাগরিক কমিটির সমন্বয়ে এক যৌথ বিবৃতিতে জরুরি ভিত্তিতে ৪০০ সাংবাদিককে ফিরিয়ে নিতে জি৭-এর নেতাদের আহ্বান জানিয়েছে সিপিজি। এদিকে প্রত্যাহারের সময়সীমাসহ সার্বিক আফগান পরিস্থিতি নিয়ে জি৭-এর নেতাদের গতকাল বৈঠক করার কথা রয়েছে, যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
গত সোমবার আরও ১০ হাজার ৯০০ জনকে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাই থেকে সোমবার পর্যন্ত মোট ৫৩ হাজার মানুষকে সরিয়ে নিল দেশটি।
এদিকে সোমবার এআইই মুখপাত্র নাগরিকদের দেশ না ছাড়তেও আহ্বান জানিয়েছেন। জবিয়ুল্লাহ মুজাহিদ বলেন, আপনাদের বিদেশে আশ্রয় নেওয়ার দরকার নেই। সেখানে বন্দীর মতো থাকতে হবে।
কিন্তু বাস্তবতা হচ্ছে কাফেলায় কাফেলায় মানুষ দেশ ছাড়ছে। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের ভেতরে বা আশপাশে অবস্থান করছে হাজার হাজার মানুষ। তুরস্ক, পাকিস্তান ইরান এবং ইউরোপের বিভিন্ন দেশ আফগান শরণার্থীর সম্ভাব্য ঢল নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।
তালেবানের ক্ষমতা দখলের পর দেশটির অন্য খাতের মতো ব্যাংক খাতও এখনো বন্ধ। কিন্তু তা সত্ত্বেও গত ১০ দিনে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে বাণিজ্য ৫০ শতাংশ বেড়েছে। বিশেষ করে এ সময় আফগানিস্তান থেকে রপ্তানি বেড়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান খান জান আলোকোজাই। তবে কম দামে ধাতু রপ্তানি হওয়ার অভিযোগে সোমবার থেকে পণ্যটির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এআইইর অর্থনীতি-বিষয়ক কমিশন। অন্যদিকে ৬ আগস্ট থেকে বন্ধ থাকার পর আফগানিস্তানে গতকাল মঙ্গলবার থেকে পেট্রল রপ্তানি শুরু করেছে ইরান।
তালেবানের কাবুল দখলের ১১ দিন পূর্ণ হলো আজ। এ ক’দিনে কয়েকটি সংবাদ সম্মেলনে রাষ্ট্রের বিভিন্ন পক্ষের অংশগ্রহণে নতুন সরকার গঠনের কথা জানিয়েছে তালেবান। এরই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগও দেওয়া হয়েছে, যাঁদের সবাই তালেবান বা নিজেদের আদর্শগত নিকটতম সংগঠনের নেতা।
এ অবস্থায় নতুন সরকার ধর্মীয় নেতাদের নেতৃত্বেই গঠন করা হবে বলে জানিয়েছেন আফগানিস্তান ইসলামিক আমিরাতের (এআইই) মুখপাত্র জবিয়ুল্লাহ মুজাহিদ। গত সোমবার কাবুলে এক ছোট্ট সমাবেশে তিনি বলেন, ২০ বছরের সংগ্রাম বৃথা যেতে দেওয়া হবে না। ধর্মীয় নেতাদের নেতৃত্বেই নতুন সরকার গঠন করা হবে।
চলমান রাজনৈতিক শূন্যতা পূরণের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ও শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান নিয়োগ দিয়েছে এআইই। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে মোল্লা আবদুল কাহার ওরফে হাজি মুহাম্মদ ইদরিসকে। তা ছাড়া স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রীর নামও ঘোষণা করা হয়েছে, যাদের নাম জানা যায়নি। আর শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান নিয়োগ দেওয়া হয়েছে হেমাত আকুন্দজাদাহকে। ইতিপূর্বে জনকল্যাণ মন্ত্রণালয়, আফগান ক্রিকেট বোর্ড, কাবুলের ভারপ্রাপ্ত মেয়র, পানি ও বিদ্যুৎ বিভাগ এবং কাবুলের নিরাপত্তাপ্রধান নিয়োগ দিয়েছে তালেবান।
তালেবানের সাধারণ ঘোষণা, নারী অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ইত্যাদি নিয়ে বারবার আশ্বস্ত করা সত্ত্বেও ভরসা করতে পারছেন না সাধারণ মানুষ। কারণ ইতিমধ্যে কয়েক জায়গায় গুপ্ত হত্যা, সাংবাদিকদের ওপর হামলা এবং ঘরে ঘরে তল্লাশি চালানোর খবর পাওয়া গেছে।
রয়টার্সের প্রতিবেদন, তালেবান ভয়াবহ ধরনের সহিংসতা ঘটাচ্ছে বলে বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের শীর্ষ কর্মকর্তা মিশেল ব্যাচেলে। পাকিস্তান ও ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) অনুরোধে আফগানিস্তান নিয়ে মানবাধিকার কাউন্সিলের এক জরুরি বৈঠক শেষে গতকাল তিনি বলেন, তালেবান সাধারণ মানুষকে হত্যা করছে, নারীদের ওপর কড়াকড়ি আরোপ করছে এবং নির্মমভাবে বিক্ষোভ দমন করছে বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে।
কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) নামের যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন আফগানিস্তানে কর্মরত সাংবাদিকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। গত সোমবার ৫০টি নাগরিক কমিটির সমন্বয়ে এক যৌথ বিবৃতিতে জরুরি ভিত্তিতে ৪০০ সাংবাদিককে ফিরিয়ে নিতে জি৭-এর নেতাদের আহ্বান জানিয়েছে সিপিজি। এদিকে প্রত্যাহারের সময়সীমাসহ সার্বিক আফগান পরিস্থিতি নিয়ে জি৭-এর নেতাদের গতকাল বৈঠক করার কথা রয়েছে, যা এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনুষ্ঠিত হয়নি।
গত সোমবার আরও ১০ হাজার ৯০০ জনকে ফিরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। জুলাই থেকে সোমবার পর্যন্ত মোট ৫৩ হাজার মানুষকে সরিয়ে নিল দেশটি।
এদিকে সোমবার এআইই মুখপাত্র নাগরিকদের দেশ না ছাড়তেও আহ্বান জানিয়েছেন। জবিয়ুল্লাহ মুজাহিদ বলেন, আপনাদের বিদেশে আশ্রয় নেওয়ার দরকার নেই। সেখানে বন্দীর মতো থাকতে হবে।
কিন্তু বাস্তবতা হচ্ছে কাফেলায় কাফেলায় মানুষ দেশ ছাড়ছে। কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরের ভেতরে বা আশপাশে অবস্থান করছে হাজার হাজার মানুষ। তুরস্ক, পাকিস্তান ইরান এবং ইউরোপের বিভিন্ন দেশ আফগান শরণার্থীর সম্ভাব্য ঢল নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে।
তালেবানের ক্ষমতা দখলের পর দেশটির অন্য খাতের মতো ব্যাংক খাতও এখনো বন্ধ। কিন্তু তা সত্ত্বেও গত ১০ দিনে আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে বাণিজ্য ৫০ শতাংশ বেড়েছে। বিশেষ করে এ সময় আফগানিস্তান থেকে রপ্তানি বেড়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান খান জান আলোকোজাই। তবে কম দামে ধাতু রপ্তানি হওয়ার অভিযোগে সোমবার থেকে পণ্যটির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এআইইর অর্থনীতি-বিষয়ক কমিশন। অন্যদিকে ৬ আগস্ট থেকে বন্ধ থাকার পর আফগানিস্তানে গতকাল মঙ্গলবার থেকে পেট্রল রপ্তানি শুরু করেছে ইরান।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
১ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১০ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১০ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১১ ঘণ্টা আগে