অনলাইন ডেস্ক
প্রবল বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সে সঙ্গে নিখোঁজ রয়েছে সাতজন। ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বৃহস্পতিবার থেকে পশ্চিম সুমাত্রার প্রাদেশিক রাজধানী পাডাং এবং অন্য আটটি এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ৭০০টি বাড়ি, অনেক সেতু ও স্কুল এবং প্রায় ১১৩ হেক্টর (২৮০ একর) কৃষিজমি ক্ষতিগ্রস্ত করেছে।
কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা নিখোঁজদের সন্ধান করছে। এই কাজে এখন পর্যন্ত ১৫০ জন উদ্ধারকারীকে নিয়োগ করা হয়েছে। ভূমিধসের পর অনেক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আবদুল মালিক এক বিবৃতিতে জানান, আজকের উদ্ধারকাজে বিভিন্ন দুর্যোগ সংস্থার ১৫০ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, ‘যাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা নিকটস্থ মসজিদে জড়ো হয়। কারণ, তখনো কোনো অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়নি। তাদের খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়েছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই অবশ্য বাড়ি ফিরে গেছে।’
আবদুল মুহারি আরও বলেন, পাদাং প্যারিয়ামান এলাকায় প্রায় ৫০ মিটার (১৬৪ ফুট) প্রসারিত একটি ভূমিধসের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় পাদাংয়ের অধিকাংশ এলাকা এখনো প্লাবিত।
আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছে বিএনপিবি। সংস্থাটি বন্যা ও ভূমিধসের কারণে আরও ক্ষয়ক্ষতির সতর্ক বার্তাও দিয়েছে।
ইন্দোনেশিয়ায় এ বছর বর্ষা শুরু হয়েছে জানুয়ারিতে। প্রথম ত্রৈমাসিকে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা বিএমকেজি। জাভা ও সুমাত্রা দ্বীপে বৃষ্টিপাত আরও বেশি হতে পারে বলে জানান হয়েছে পূর্বাভাসে।
প্রবল বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সে সঙ্গে নিখোঁজ রয়েছে সাতজন। ৭০ হাজারের বেশি মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আজ রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বৃহস্পতিবার থেকে পশ্চিম সুমাত্রার প্রাদেশিক রাজধানী পাডাং এবং অন্য আটটি এলাকায় এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় ৭০০টি বাড়ি, অনেক সেতু ও স্কুল এবং প্রায় ১১৩ হেক্টর (২৮০ একর) কৃষিজমি ক্ষতিগ্রস্ত করেছে।
কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা নিখোঁজদের সন্ধান করছে। এই কাজে এখন পর্যন্ত ১৫০ জন উদ্ধারকারীকে নিয়োগ করা হয়েছে। ভূমিধসের পর অনেক রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হয়েছে।
প্রাদেশিক উদ্ধারকারী দলের প্রধান আবদুল মালিক এক বিবৃতিতে জানান, আজকের উদ্ধারকাজে বিভিন্ন দুর্যোগ সংস্থার ১৫০ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, ‘যাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা নিকটস্থ মসজিদে জড়ো হয়। কারণ, তখনো কোনো অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়নি। তাদের খাবার, পানি ও ওষুধ দেওয়া হয়েছে। পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই অবশ্য বাড়ি ফিরে গেছে।’
আবদুল মুহারি আরও বলেন, পাদাং প্যারিয়ামান এলাকায় প্রায় ৫০ মিটার (১৬৪ ফুট) প্রসারিত একটি ভূমিধসের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে যাওয়ায় পাদাংয়ের অধিকাংশ এলাকা এখনো প্লাবিত।
আগামী কয়েক দিনের মধ্যে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করছে বিএনপিবি। সংস্থাটি বন্যা ও ভূমিধসের কারণে আরও ক্ষয়ক্ষতির সতর্ক বার্তাও দিয়েছে।
ইন্দোনেশিয়ায় এ বছর বর্ষা শুরু হয়েছে জানুয়ারিতে। প্রথম ত্রৈমাসিকে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থা বিএমকেজি। জাভা ও সুমাত্রা দ্বীপে বৃষ্টিপাত আরও বেশি হতে পারে বলে জানান হয়েছে পূর্বাভাসে।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
৩ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
১ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৩ ঘণ্টা আগে