Ajker Patrika

মহুয়া মৈত্রের বিরুদ্ধে পৌনে ৩ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ২২: ১৯
মহুয়া মৈত্রের বিরুদ্ধে পৌনে ৩ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ

ভারতীয় লোকসভায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এমপি ও প্রভাবশালী রাজনীতিবিদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে পৌনে ৩ কোটি রুপি ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন বিজেপির এমপি নিশিকান্ত দুবে। এই অভিযোগে মহুয়াকে সংসদ থেকে দ্রুত বরখাস্ত করারও দাবি জানান নিশিকান্ত।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নিশিকান্তের দাবি অনুযায়ী—মহুয়া ওই ঘুষ নিয়েছিলেন ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে। ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপ ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে সংসদে কতগুলো প্রশ্ন উত্থাপনের শর্তে ওই ঘুষ গ্রহণ করেন মহুয়া। 

লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে লিখিত আকারে পাঠানো ওই অভিযোগে মহুয়ার বিরুদ্ধে সংসদীয় বিশেষ অধিকার লঙ্ঘন, সংসদ অবমাননা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ তোলেন নিশিকান্ত দুবে। 

অভিযোগের বিষয়ে মহুয়া মৈত্র বলেছেন, এ বিষয়ে যেকোনো তদন্তকে তিনি স্বাগত জানাবেন। 

এদিকে অভিযোগটির বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে ঘুষ প্রদান করা হিরানন্দানি গ্রুপও। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই দাবি করে হিরানন্দানি গ্রুপের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা সব সময় ব্যবসা-বাণিজ্যের মধ্যেই থাকি এবং রাজনীতি নিয়ে কোনো ব্যবসা করি না।’ 

লিখিত অভিযোগে নিশিকান্ত উল্লেখ করেছেন, হিরানন্দানি গ্রুপ আদানি গ্রুপের কাছে এনার্জি ও অবকাঠামো চুক্তি হারিয়েছিল। আর এ বিষয়ে সংসদে মহুয়ার প্রশ্নগুলো মূলত পূর্বের ব্যবসায়িক স্বার্থকে (হিরানন্দানি গ্রুপের) স্থায়ী করার জন্য ইন্ধন দিয়েছিল। এর বিনিময়ে ব্যবসায়ী হিরানন্দানি মহুয়াকে দুই কোটি রুপি নগদ এবং আইফোনের মতো উপহারসামগ্রীও দেন। এ ছাড়া নির্বাচনী প্রচারণায় খরচ করার জন্য আরও ৭৫ লাখ রুপি দেওয়া হয় মহুয়াকে। 

 ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে সংসদে উত্থাপন করা মহুয়ার ৬১টি প্রশ্নের মধ্যে ৫০টিই হিরানন্দানি গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট বলে অভিযোগে উল্লেখ করেছেন নিশিকান্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত