Ajker Patrika

চীনকে মোকাবিলায় অস্ট্রেলিয়া-জাপানের নিরাপত্তা চুক্তি

অনলাইন ডেস্ক
চীনকে মোকাবিলায় অস্ট্রেলিয়া-জাপানের নিরাপত্তা চুক্তি

এশিয়ায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি মোকাবিলার লক্ষ্যে নিরাপত্তা চুক্তির বিষয়ে একমত হয়েছে অস্ট্রেলিয়া ও জাপান। এ চুক্তিতে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় ও সামরিক সহযোগিতাকে আরও গভীর করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শনিবার অস্ট্রেলিয়ার পার্থ শহরে অস্ট্রেলিয়া ও জাপানের নেতাদের মধ্যকার এক বার্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দুই দেশের মধ্যে নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজ জানান, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের পাশাপাশি উত্তর অস্ট্রেলিয়ায় জাপানের সামরিক বাহিনী প্রশিক্ষণ ও অনুশীলন করবে। সেই সঙ্গে উভয় দেশের মধ্যে গোয়েন্দা আদান-প্রদান বাড়ানো হবে। নিরাপত্তা সহযোগিতার বিষয়ে ‘যৌথ ঘোষণাপত্রের’ প্রশংসা করে তিনি বলেন, ‘এই যুগান্তকারী ঘোষণা আমাদের কৌশলগত পুনর্বিন্যাসকরণের বিপরীতে এই অঞ্চলে একটি শক্তিশালী বার্তা পাঠাব।’

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ক্রমবর্ধমান কঠোর ও কৌশলগত পরিবেশেও একটি মুক্ত এলাকা অর্জনের জন্য কাজ করছে জাপান ও অস্ট্রেলিয়া। জাতীয় প্রতিরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় সকল বিকল্প পদ্ধতি পরীক্ষা করা হচ্ছে। এ লক্ষ্যে সামরিক বাজেট বাড়ানোর ইঙ্গিত দেন কিশিদা।

বৈঠকে উভয় নেতা আশা করেন, দুই দেশের মধ্যকার এই চুক্তি পরবর্তী দশকের জন্য নিরাপত্তা সহযোগিতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশক হিসেবে কাজ করবে। আলবানিজ গত মে মাসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ শীর্ষ সম্মেলন এটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত