অনলাইন ডেস্ক
তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই তথ্য জানিয়েছেন। আগামী সপ্তাহে সৌদি যুবরাজ আঙ্কারা যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এরদোয়ানের ঘোষণা অনুযায়ী মোহাম্মদ বিন সালমান ২২ জুন আঙ্কারা যাবেন। ২০১৮ সালে তুরস্কে সৌদি দূতাবাসের ভেতরে সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগী হত্যার পর এটিই মোহাম্মদ বিন সালমানের প্রথম তুরস্ক সফর। জামাল খাসোগীর হত্যা দেশ দুটির মধ্যকার সম্পর্ককে বেশ শীতল করে তুলেছিল।
এরদোয়ান বলেছেন, বিগত কয়েক বছর আমাদের দুই দেশের মধ্যে তিক্ত এবং বৈরী একটি সম্পর্ক ছিল। সেই দিন এখন অতীত। ধারণা করা হচ্ছে, এই সফর দুই দেশের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান জানান, ‘যুবরাজ আগামী বুধবার সফর করবেন। আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। আল্লাহ চাইলে তুরস্ক-সৌদি সম্পর্ককে আমরা কতটা উচ্চপর্যায়ে নিয়ে যেতে পারব তার একটা মূল্যায়নের সুযোগ আমরা পাব।’
এদিকে, সৌদি যুবরাজ কবে তুরস্ক সফরে যাবেন তা জানা গেলেও তাঁর সফরের বিস্তারিত জানা যায়নি। তুরস্ক সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ধারণা করা হচ্ছে, সৌদি যুবরাজের এই তুরস্ক সফরের সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সৌদি আরব সফর করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সফরেও মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এরদোয়ান।
তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই তথ্য জানিয়েছেন। আগামী সপ্তাহে সৌদি যুবরাজ আঙ্কারা যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এরদোয়ানের ঘোষণা অনুযায়ী মোহাম্মদ বিন সালমান ২২ জুন আঙ্কারা যাবেন। ২০১৮ সালে তুরস্কে সৌদি দূতাবাসের ভেতরে সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগী হত্যার পর এটিই মোহাম্মদ বিন সালমানের প্রথম তুরস্ক সফর। জামাল খাসোগীর হত্যা দেশ দুটির মধ্যকার সম্পর্ককে বেশ শীতল করে তুলেছিল।
এরদোয়ান বলেছেন, বিগত কয়েক বছর আমাদের দুই দেশের মধ্যে তিক্ত এবং বৈরী একটি সম্পর্ক ছিল। সেই দিন এখন অতীত। ধারণা করা হচ্ছে, এই সফর দুই দেশের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান জানান, ‘যুবরাজ আগামী বুধবার সফর করবেন। আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। আল্লাহ চাইলে তুরস্ক-সৌদি সম্পর্ককে আমরা কতটা উচ্চপর্যায়ে নিয়ে যেতে পারব তার একটা মূল্যায়নের সুযোগ আমরা পাব।’
এদিকে, সৌদি যুবরাজ কবে তুরস্ক সফরে যাবেন তা জানা গেলেও তাঁর সফরের বিস্তারিত জানা যায়নি। তুরস্ক সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ধারণা করা হচ্ছে, সৌদি যুবরাজের এই তুরস্ক সফরের সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সৌদি আরব সফর করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সফরেও মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এরদোয়ান।
ট্রাম্প প্রশাসন মার্কিন বন্দীদের মুক্তি ও যুদ্ধের অবসানের সম্ভাব্য চুক্তি নিয়ে গাজায় হামাসের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে অবগত দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে এই তথ্য জানিয়েছে। কয়েক সপ্তাহ ধরে বোহলার ও হামাস কর্মকর্তাদের মধ্যে কয়েক দফায় এসব বৈঠক অনুষ্
৪১ মিনিট আগেস্থানীয় সময় গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বেশ খোলামেলাভাবেই এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি লিখেন, ‘শালোম হামাস—শালোমের অর্থ শান্তি অথবা বিদায়—দুটোই হতে পারে। তোমরা (হামাস) কোনটি...
১ ঘণ্টা আগেইউক্রেনে গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা সুস্পষ্ট কারণেই কখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি বা হবেও না। তবে বেশির ভাগ বিশ্লেষক...
২ ঘণ্টা আগে১৯৯৮ সালের ৩ এপ্রিল ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া প্যারিস তাঁর ভাইদের সঙ্গে ছয় বছর বয়স পর্যন্ত হোম স্কুলিং করেছেন। মাইকেল তাঁর সন্তানদের ব্যক্তিগত জীবন রক্ষা করতে খুব সচেতন ছিলেন। তাই তিনি প্রায় সময়ই ক্যামেরার সামনে পড়ে গেলে সন্তানদের লুকিয়ে ফেলতেন কিংবা মুখ ঢেকে দিতেন।
১০ ঘণ্টা আগে