Ajker Patrika

মালয়েশিয়ায় বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

দোকান কর্মচারীর ছুরির কোপে নিহত হয়েছেন বাংলাদেশি। ছবি: বারনামার সৌজন্যে
দোকান কর্মচারীর ছুরির কোপে নিহত হয়েছেন বাংলাদেশি। ছবি: বারনামার সৌজন্যে

মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীকে হত্যা মামলায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন।

দেশটির শাহ আলম জেলা পুলিশ প্রধান এসিপি মোহাম্মদ ইকবাল ইব্রাহিম বার্তা সংস্থা বারনামাকে জানান, প্রধান সন্দেহভাজনসহ ৩৩ থেকে ৫৩ বছর বয়সী পাঁচ ব্যক্তিকে গতকাল শনিবার দুপুর ১টা ৪৯ মিনিটে একটি মুদি দোকানের সামনে থেকে আটক করা হয়। একই দিন সকাল ৮টা ২৬ মিনিটে পুলিশের কাছে একটি কল পাওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। ওই ফোন কলে মুদি দোকানটির সামনে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের খবর জানানো হয়েছিল।

পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং শাহ আলম হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। দোকানের সামনে পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ পরীক্ষা করে মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন, ধারালো অস্ত্র দিয়ে মাথা, শরীর এবং হাতে একাধিক আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক, তিনি মুদি দোকানে সুপারভাইজার হিসেবে কাজ করতেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ইকবাল আরও বলেন, ওই সুপারভাইজার এবং তাঁর এক কর্মচারীর মধ্যে বেতন দিতে দেরি হওয়া নিয়ে মুদি দোকানের ভেতরেই বাগ্‌বিতণ্ডা হচ্ছিল। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। সুপারভাইজারকে মাংস কাটার ছুরি দিয়ে আক্রমণ করা হয়। সুপারভাইজার মাটিতে লুটিয়ে পড়ার আগে পর্যন্ত ওই কর্মচারী তাঁকে বারবার ছুরি দিয়ে আঘাত করেন।

গ্রেপ্তার সন্দেহভাজনদের কারোরই আগে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার রেকর্ড নেই। মাদক পরীক্ষায়ও নেগেটিভ ফলাফল এসেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

সন্দেহভাজনদের আজ রোববার থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ধারা ৩০২ (হত্যা) অনুযায়ী তদন্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

তখন অন্য একটা সংগঠন করতাম, এখন বলতে লজ্জা হয়: জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত