Ajker Patrika

থাইল্যান্ডে ৯ আরোহীসহ উড়োজাহাজ বিধ্বস্ত

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৯: ৪৫
থাইল্যান্ডে ৯ আরোহীসহ উড়োজাহাজ বিধ্বস্ত

থাইল্যান্ডের ব্যাংককে একটি ছোট আকৃতির যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যাংককের বিমানবন্দর থেকে উড্ডয়নের একটু পরই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৯ আরোহী ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় তাঁরা সবাই নিহত হয়েছেন। 

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

বিমানবন্দর থেকে ৪০ কিলোমিটার দূরের চাচোয়েংসাও প্রদেশের ম্যানগ্রোভ জলাভূমিতে বিমানটি আছড়ে পড়ে। উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে খুঁজে পাননি। থাইল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটিতে সাতজন যাত্রী-ক্রু এবং দুজন পাইলট ছিলেন।

এক ঘণ্টা খোঁজাখুঁজির পর উদ্ধারকারীরা ভঙ্গুর অবস্থায় কঠিন এবং দুর্গম জলাভূমিতে বিমানটি খুঁজে পান বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র।

বিমানটিতে কারা ছিলেন তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি। তবে মুখপাত্র জানিয়েছেন, বিমানে হংকং থেকে আসা পাঁচ চীনা পর্যটক ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন দুজন নারী থাই ক্রু এবং থাই পাইলট ও কো-পাইলট। 

কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো এখনো জানা যায়নি।

থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, টার্বোপ্রোপ সেসনা কারাভান সি২০৮বি মডেলের বিমানটি পরিচালনা করত থাই ফ্লাইং সার্ভিস কোম্পানি। বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৪৬ মিনিটে উড্ডয়ন করে। এর ১১ মিনিট পর এটির সঙ্গে রেডিও ও রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় বিমানটি বিমানবন্দর থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ছিল।

দুর্ঘটনাকবলিত বিমানটি যাচ্ছিল রাজধানী ব্যাংকক থেকে ২৭৫ কিলোমিটার দূরের উপকূলীয় প্রদেশ ট্রাটে।

একটি ভিডিওতে দেখা গেছে, বিমানের বিভিন্ন অংশ পানি ও বনাঞ্চলে পড়ে আছে। একজন উদ্ধারকারীকে কর্দমাক্ত পানিতে হামাগুড়ি দিয়ে যেতে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত