Ajker Patrika

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪ 

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪ 

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদির বাড়িতে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে চারজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার কাবুলের সুরক্ষিত গ্রিন জোনে এই হামলা চালানো হয়। তবে হামলার সময় আফগান প্রতিরক্ষামন্ত্রী বাড়িতে ছিলেন না। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর  বিসমিল্লাহ খান মোহাম্মাদির পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। 

জানা গেছে, বন্দুকধারীরা গুলির পাশাপাশি একটি গাড়ি বোমা হামলাও চালান। আফগানিস্তানের বিভিন্ন এলাকা যখন বিদ্রোহীগোষ্ঠী তালেবানদের দখলে যাচ্ছে তখনই এমন হামলা চালানো হলো। 

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলায় চারজন নিহত হয়েছেন। এদিকে ইতালির মেডিকেল দাতব্য সংস্থা ইমার্জেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় ১১ জন আহত হয়েছেন এবং চারজন মারা গেছেন। 
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিহতেরা সবাই হামলাকারী ছিল। 

 হামলার পর একটি টুইট বার্তায় আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদি বলেন, চিন্তা করবেন না। সবকিছু ঠিক আছে। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলাটি তালেবানদের হামলার 'সমস্ত বৈশিষ্ট্য' বহন করে। 

জানা গেছে,  এই হামলার কয়েক ঘণ্টা পর আফগান জনগণ তালেবান প্রতিরোধে কাবুলের রাস্তায় নেমে আসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে কিশোরকে গণপিটুনি, আহত ৭ পুলিশ

ইউএনওর গাড়িচালকদের চাকরি স্থায়ীকরণে বাধা কাটল

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

কুমিল্লায় সহকর্মীকে বেঁধে নারী এনজিও কর্মীকে যৌন নির্যাতন, নগ্ন ভিডিও করে টাকা আদায়

কোকাকোলা থেকে কোলগেট, মার্কিন পণ্য বর্জনের ডাক উঠেছে ইউরোপজুড়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত