অনলাইন ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিস্ফোরণে তালেবানের শরণার্থী মন্ত্রী খলিল রহমান হাক্কানি এবং আরও ছয়জন নিহত হয়েছেন। হাক্কানির মৃত্যুর খবরটি তাঁর ভাতিজা নিশ্চিত করেছেন।
বুধবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবান সরকারের মুখপাত্র এক বিবৃতিতে এই হামলার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছেন। তবে ওই গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।
২০২১ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করলে খলিল হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারে মন্ত্রী হিসেবে যোগ দেন। তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন উচ্চপদস্থ নেতা ছিলেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য মতে, আফগানিস্তানে মার্কিন অবস্থানের ২০ বছরে অনেক বড় বড় হামলার জন্য দায়ী ছিলেন হাক্কানি।
খলিল হাক্কানির ভাতিজা আনাস হাক্কানি রয়টার্সকে বলেছেন, ‘আমরা একজন খুবই সাহসী মুজাহিদকে হারিয়েছি। আমরা তাঁকে এবং তাঁর ত্যাগকে কখনোই ভুলব না।’
আনাস জানান, খলিল হাক্কানি বিকেলের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে এই হামলায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের সব ধরনের রূপ ও প্রকাশে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।’
২০২১ সালে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় এবং নিরাপত্তা পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দেয়। তবে শহুরে এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২২ সালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বিস্ফোরণে চারজন নিহত হন। এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হাক্কানি নেটওয়ার্কের অপর নেতা সিরাজউদ্দিন হাক্কানি।
২০২৩ সালে ইসলামিক স্টেট তালেবান-পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে একটি হামলার দায় স্বীকার করেছি। ওই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছিল।
উল্লেখ্য, ২০১১ সালে খলিল হাক্কানিকে ‘গ্লোবাল টেররিস্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। তাঁকে গ্রেপ্তারে তথ্য সরবরাহের জন্য ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
তালেবান সদস্যদের মতে, খলিল রহমান হাক্কানির বয়স ছিল ৫০-এর কাছাকাছি।
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিস্ফোরণে তালেবানের শরণার্থী মন্ত্রী খলিল রহমান হাক্কানি এবং আরও ছয়জন নিহত হয়েছেন। হাক্কানির মৃত্যুর খবরটি তাঁর ভাতিজা নিশ্চিত করেছেন।
বুধবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, তালেবান সরকারের মুখপাত্র এক বিবৃতিতে এই হামলার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করেছেন। তবে ওই গোষ্ঠী তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি।
২০২১ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ত্যাগ করলে খলিল হাক্কানি তালেবানের অন্তর্বর্তী সরকারে মন্ত্রী হিসেবে যোগ দেন। তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন উচ্চপদস্থ নেতা ছিলেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য মতে, আফগানিস্তানে মার্কিন অবস্থানের ২০ বছরে অনেক বড় বড় হামলার জন্য দায়ী ছিলেন হাক্কানি।
খলিল হাক্কানির ভাতিজা আনাস হাক্কানি রয়টার্সকে বলেছেন, ‘আমরা একজন খুবই সাহসী মুজাহিদকে হারিয়েছি। আমরা তাঁকে এবং তাঁর ত্যাগকে কখনোই ভুলব না।’
আনাস জানান, খলিল হাক্কানি বিকেলের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে এই হামলায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পাকিস্তান সন্ত্রাসবাদের সব ধরনের রূপ ও প্রকাশে দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়।’
২০২১ সালে বিদেশি বাহিনী প্রত্যাহারের পর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় এবং নিরাপত্তা পুনঃস্থাপনের প্রতিশ্রুতি দেয়। তবে শহুরে এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা অব্যাহত রয়েছে।
এর আগে ২০২২ সালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি বিস্ফোরণে চারজন নিহত হন। এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন হাক্কানি নেটওয়ার্কের অপর নেতা সিরাজউদ্দিন হাক্কানি।
২০২৩ সালে ইসলামিক স্টেট তালেবান-পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে একটি হামলার দায় স্বীকার করেছি। ওই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছিল।
উল্লেখ্য, ২০১১ সালে খলিল হাক্কানিকে ‘গ্লোবাল টেররিস্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। তাঁকে গ্রেপ্তারে তথ্য সরবরাহের জন্য ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
তালেবান সদস্যদের মতে, খলিল রহমান হাক্কানির বয়স ছিল ৫০-এর কাছাকাছি।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি আগামীকাল রোববার গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে কাতার। আজ শনিবার সকালে ছয় ঘণ্টা বৈঠকের পর নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তি অনুমোদন করে। এর মধ্য দিয়ে টানা ১৫ মাস চলা এ যুদ্ধে আনুষ্ঠানিক বিরতি আসতে চলেছে। কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা এ
২৪ মিনিট আগেব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়। ইসরায়েল-গাজা যুদ্ধ নিয়ে তাঁর নীতি সমালোচনার মুখে পড়লে দুজন সাংবাদিককে টেনে বের করা হয়।
১ ঘণ্টা আগেআগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। রীতি মেনে মার্কিন প্রেসিডেন্টদের শপথ গ্রহণ অনুষ্ঠান খোলা জায়গায় হয়। কিন্তু এবার তা হচ্ছে না, চার দেয়ালের ভেতর ও ছাদের নিচেই শপথ নিতে হচ্ছে ট্রাম্পকে। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের রোটুন্ডা হলে শপথ অনুষ্ঠান হবে।
৩ ঘণ্টা আগেটানা ১৫ মাস ধরে চলা গাজা যুদ্ধে আগামীকাল রোববার থেকে যুদ্ধবিরতি হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। আজ শনিবার ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তি অনুমোদিত হওয়ার পর ইসরায়েলের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে তাঁরা
৩ ঘণ্টা আগে