অনলাইন ডেস্ক
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলের ট্যাংকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আজ রোববার এই সড়ক দুর্ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক কর্মকর্তারা।
ভাঙা সড়ক, মহাসড়কে অসচেতনভাবে গাড়ি চালানো ও নিয়ম-শৃঙ্খলার অভাবে দেশটিতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক তথ্য অধিদপ্তর এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে বলে, ‘আজ রোববার সকালে একটি ট্যাংকার, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।’ হেলমান্দ প্রদেশের গ্রিশক জেলায় হেরাত–কান্দাহার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হেলমান্দের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, সংঘর্ষের কারণে গাড়িগুলোতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য অধিদপ্তরের দেওয়া ছবিতে মহাসড়কজুড়ে পোড়া, দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব ও চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া তেলের ট্যাংকারের কেবিন পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থলে পরিচ্ছন্নতাকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আহতদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন এবং ২৭ জন ছোটখাটো আঘাত পেয়েছেন।
হেলমান্দের ট্রাফিক ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি হেরাত শহর থেকে রাজধানী কাবুলে যাওয়ার পথে প্রথমে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। বাসচালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং আগুন ধরে যায়। এ ঘটনায় তেলের ট্যাংকারে থাকা তিনজন এবং ১৬ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তেলের ট্যাংকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আজ রোববার এই সড়ক দুর্ঘটনায় আরও ৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রাদেশিক কর্মকর্তারা।
ভাঙা সড়ক, মহাসড়কে অসচেতনভাবে গাড়ি চালানো ও নিয়ম-শৃঙ্খলার অভাবে দেশটিতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রাদেশিক তথ্য অধিদপ্তর এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে বলে, ‘আজ রোববার সকালে একটি ট্যাংকার, মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ২১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।’ হেলমান্দ প্রদেশের গ্রিশক জেলায় হেরাত–কান্দাহার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হেলমান্দের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ বার্তা সংস্থা এএফপিকে বলেন, সংঘর্ষের কারণে গাড়িগুলোতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য অধিদপ্তরের দেওয়া ছবিতে মহাসড়কজুড়ে পোড়া, দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব ও চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়া তেলের ট্যাংকারের কেবিন পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাস্থলে পরিচ্ছন্নতাকর্মীরা ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
আহতদের মধ্যে ১১ জন গুরুতর আহত হয়েছেন এবং ২৭ জন ছোটখাটো আঘাত পেয়েছেন।
হেলমান্দের ট্রাফিক ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, যাত্রীবাহী বাসটি হেরাত শহর থেকে রাজধানী কাবুলে যাওয়ার পথে প্রথমে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। বাসচালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা তেলের ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ ঘটে এবং আগুন ধরে যায়। এ ঘটনায় তেলের ট্যাংকারে থাকা তিনজন এবং ১৬ জন বাসযাত্রীর মৃত্যু হয়েছে।
অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হয়েছে হামাস ও ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, আজ বুধবার ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। যেখানে টানা ১৫ মাসের সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং যুদ্ধের উত্তাপে মধ্
৮ ঘণ্টা আগেগত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিজ্ঞাপন নিয়ে বিতর্কের জেরে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। অনেকের মতে, বিজ্ঞাপনটি নাইন–ইলেভেন টুইন টাওয়ার হামলার স্মৃতি উসকে দিয়েছে।
৯ ঘণ্টা আগেআমেরিকার ‘পাবলিক বাথরুম’ হতে চায় না স্টারবাকস। এমন মনোভাব দেখিয়ে ‘ওপেন-ডোর’ নীতি বাতিল করেছে বিশ্বখ্যাত ক্যাফে চেইনটি। ওপেন-ডোর নীতির মাধ্যমে কাউকে কোনো কিছু কেনা ছাড়াই নিজেদের ক্যাফেতে বসা কিংবা বাথরুম ব্যবহারের সুযোগ দিত স্টারবাকস।
১০ ঘণ্টা আগেটিউলিপ সিদ্দিককে ব্রিটেনের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিয়োগের সিদ্ধান্তে লেবার পার্টির ভেতরে তীব্র সমালোচনা হচ্ছে। শেখ হাসিনার পরিবারের সদস্য হিসেবে টিউলিপের প্রভাবশালী রাজনৈতিক ও অর্থনৈতিক সংযোগ নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও তদন্তে টিউলিপের আর্থিক লেনদেনে কোনো অনিয়ম মেলেনি, তার ফ্ল্যাটের মালিকানা নিয়ে বিত
১০ ঘণ্টা আগে