Ajker Patrika

চীনের নেতৃত্বে ব্রিকসে যোগ দিচ্ছে মালয়েশিয়া

আপডেট : ১৮ জুন ২০২৪, ১৫: ৩৩
চীনের নেতৃত্বে ব্রিকসে যোগ দিচ্ছে মালয়েশিয়া

বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসে যোগ দেওয়ার পরিকল্পনা করছে মালয়েশিয়া। এমনটি বলেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম। চীনা গণমাধ্যম গুয়াঞ্চাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার প্রতিক্রিয়া পাওয়ার পর মালয়েশিয়া সরকার ব্রিকসে যোগদানের প্রক্রিয়া শুরু করবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

আনোয়ার ইবরাহিম বলেন, ‘আমরা আমাদের নীতি পরিষ্কার করেছি এবং এ ব্যাপারে সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আমরা দ্রুত আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব।’

আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্যের সমালোচনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার মন্তব্যকে সমর্থন করেছেন আনোয়ার ইবরাহিম। তিনি বলেন, ‘গত বছর মালয়েশিয়ায় সর্বোচ্চ বিনিয়োগ ছিল। তার পরও আক্রান্ত হয়েছে আমাদের মুদ্রা। এখন ঠিক আছে, গত কয়েক সপ্তাহে পরিস্থিতি শিথিল হয়েছে। কিন্তু এর কোনো মানে হয় না। এটা অর্থনীতির মৌলিক নীতির পরিপন্থী।’

আনোয়ার ইবরাহিম আরও বলেন, ‘একটি অপ্রাসঙ্গিক মুদ্রা দুই দেশের বাণিজ্যব্যবস্থার সম্পূর্ণ বাইরে থাকা সত্ত্বেও সেই দুই দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কেন প্রভাবশালী হয়ে উঠেছে? এর কারণ, আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় এটি (ডলার)।’

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ২০০৬ সালে গঠিত হয় ব্রিকস। এ বছরের জানুয়ারিতে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) অন্তর্ভুক্ত করার জন্য সদস্যপদ প্রসারিত করে ব্রিকস।

আনোয়ার ইবরাহিম তার সাক্ষাৎকারে চীনের উত্থানকে আশার আলো হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে, এশীয় মূল্যবোধকে পুনরুজ্জীবিত করার জন্য চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রশংসা করেন তিনি। বলেন, চীনের উত্থান বিশ্বে ভারসাম্য এনেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যখন প্রথম প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে দেখা করি, তখন আমি তাঁর প্রতি আকৃষ্ট হয়েছিলাম, কারণ তিনি এমন কয়েকজন অসামান্য নেতার একজন, যাঁরা সভ্যতা নিয়ে কথা বলেন। এক অর্থে তিনি অনন্য।’

গাজায় ইসরায়েলের গণহত্যার ব্যাপারে পশ্চিমা একপাক্ষিক বয়ানের সমালোচনা করেছেন আনোয়ার ইবরাহিম। তিনি বলেন, ‘লোকেরা ৭ অক্টোবর নিয়ে কথা বলে, যা আমাকে বিরক্ত করে। আপনি কি একটি ঘটনার দিকে তাকিয়ে ৭০ বছরের ইতিহাস মুছে ফেলতে চান? এটা পশ্চিমা আখ্যান। দেখবেন, এটাই পশ্চিমের সমস্যা। তারা মতবাদ ও বয়ানকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু আমরা এটি আর মেনে নিতে পারি না। তারা আর ঔপনিবেশিক শক্তি নয় এবং স্বাধীন দেশগুলোকে নিজেদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত।’

চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সফরের আগে এসব মন্তব্য করেন আনোয়ার ইবরাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত