Ajker Patrika

১৫ মাস পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২: ৫৯
১৫ মাস পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন 

ভারতে চীন দূতাবাসে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় রাষ্ট্রদূতের পদ ফাঁকা ছিল। অবশেষে চলতি বছরের শুরুর দিকেই শূন্যস্থান পূরণে রাষ্ট্রদূত পাঠাচ্ছে বেইজিং। এর আগেই দুই দফা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা শু ফেইহং ভারতে পরবর্তী চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দ্য ওয়্যার নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শু ফেইহং চীনের কেন্দ্রীয় সরকারে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শু চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক বিভাগ দেখভাল করেন। তবে বিষয়টি নিয়ে নয়াদিল্লির চীন দূতাবাস বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারাও বিষয়টি সম্পর্কে অবগত। যদিও অনেক আগে থেকেই একটি ধারণা ছিল যে, আগামী বসন্তের আগে বা বসন্তের মধ্যেই চীনের নতুন রাষ্ট্রদূত নয়াদিল্লিতে পৌঁছাবেন। তবে আনুষ্ঠিকভাবে বিষয়টি ঘোষিত না হওয়ায় তিনি কবে আসবেন তা এখনো নিশ্চিত নয়। 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে শু যে পদে আছেন তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পদের সমতুল্য। যেহেতু ভারতে চীনা রাষ্ট্রদূতের পদটি প্রতিমন্ত্রী পদমর্যাদার তাই ভারতে আসার আগে প্রটোকল অনুসারে তাঁকে পদোন্নতি দিতে হবে। এর আগে শু ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আফগানিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

এর আগে, ভারতে চীনের সর্বশেষ দুই রাষ্ট্রদূত ছিলেন সান ওয়েইডং এবং লুই ঝাওহুই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত