Ajker Patrika

করোনার অন্যান্য ধরনের চেয়ে গুরুতর নয় ওমিক্রন: সিঙ্গাপুর 

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১২: ৩৭
করোনার অন্যান্য ধরনের চেয়ে গুরুতর নয় ওমিক্রন: সিঙ্গাপুর 

করোনা ভাইরাসের অন্যান্য ধরনের চেয়ে ওমিক্রনের ধরন গুরুতর; এমন কোনো প্রমাণ পায়নি সিঙ্গাপুর। গতকাল শুক্রবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
 
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার পক্ষ থেকে জানানো হয়, ওমিক্রন ভেরিয়েন্টে সংক্রমিত আরও দুজন সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায় ভ্রমণ করেছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রন সম্পর্কিত আরও তথ্য প্রয়োজন।

গতকাল শুক্রবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টার চেয়ে বেশি সংক্রামক। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিশ্বব্যাপী প্রভাব বিস্তার শুরু করবে। এটি সিঙ্গাপুরে ছড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার। 

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চাঙ্গি বিমানবন্দরের মাধ্যমে ওমিক্রন ছড়িয়েছে। গত ২৭ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজনের মধ্যে ওমিক্রন পায় সিঙ্গাপুর। ওই ব্যক্তি ট্রানজিট ফ্লাইটের জন্য চাঙ্গি বিমানবন্দরে এসেছিলেন। 

ওই যাত্রী পরে সিঙ্গাপুর থেকে গত ২৮ নভেম্বর অস্ট্রেলিয়ার সিডনিতে যায়। ওমিক্রনে আক্রান্ত আরেকজন রোগী সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় যান। 

 অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকেও সিঙ্গাপুর থেকে আসা ওঈ ব্যক্তির দেহে ওমিক্রন পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
 
এদিকে সিঙ্গাপুর ওমিক্রন শনাক্ত হওয়া আরেক ব্যক্তি গত ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে চাঙ্গি বিমানবন্দরে আসে। পরে তিনি মালয়েশিয়া যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত