অমুসলিমদের ওপর কিশোরের জঙ্গি হামলার পরিকল্পনা, ভেস্তে দিল সিঙ্গাপুর পুলিশ 

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ২৩: ০২

সিঙ্গাপুরে অমুসলিমদের ওপর হামলার পরিকল্পনা করা এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি)। আইএসএসের মতাদর্শে বিশ্বাসী ওই কিশোর একটি আবাসিক এলাকায় অমুসলিম পুরুষদের ওপর হামলার পরিকল্পনা করছিল। 

আজ শুক্রবার আইএসডি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) অধীনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামিক স্টেটের (আইএসআইএস) চরমপন্থী মতাদর্শে বিশ্বাসী বলে কিশোর নিজেই স্বীকার করেছে। এক মাসের মধ্যেই সে হামলার পরিকল্পনা করেছিল। 

আইএসডির প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, কিশোরটি রান্নাঘরের ছুরি বা কাঁচির মতো গৃহস্থালির জিনিসকে অস্ত্র হিসাবে ব্যবহারের পরিকল্পনা করেছিল। 

সিঙ্গাপুরের আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী কে শানমুগাম বলেছেন, ‘আমি বলব, এটি অল্পের জন্য বেঁচে যাওয়া। এটি খুব কাছাকাছি ছিল।’

কিশোরটি আক্রমণের জন্য ট্যাম্পাইনস ওয়েস্ট কমিউনিটি সেন্টারের কাছের একটি স্থান বেছে নিয়েছিল। এই ঘনবসতিপূর্ণ এলাকায় শপিংমল এবং বিনোদনের সুবিধা রয়েছে, স্কুল ছুটির সময় এলাকাটি আরও ব্যস্ত হয়ে ওঠে। প্রতিদিন হাজার হাজার শিশু-বৃদ্ধ এই এলাকা আসেন। 

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ওই কিশোরকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। 

আইএসডি জানিয়েছে, কিশোরটি পরিকল্পনা বাস্তবায়নে ‘সত্যিকার পদক্ষেপ’ নেয়। সে প্রতিদিন বাড়ি থেকে চিহ্নিত স্থানে হেঁটে যেত ও কাঁচি দিয়ে ঘাড়ের মতো দুর্বল জায়গায় ছুরিকাঘাতের অনুশীলনও করত। সিঙ্গাপুরে গত কয়েক দশকের মধ্যে সে প্রথম জঙ্গি হামলা করতে যাচ্ছে ভেবে গর্ববোধও করত। 

আইএসডি জানিয়েছে, কিশোরটি অনলাইনে আইএসআইএসের মৌলবাদী প্রচারণা এবং মতাদর্শে প্রভাবিত হয়েছিল। ইন্টারনেটে ধর্মীয় জ্ঞান অনুসন্ধান করতে গিয়ে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে সে চরমপন্থী বিষয়বস্তুর সংস্পর্শে আসে। পরবর্তীতে সে উগ্র প্রচারকদের অনুসরণ করতে থাকে এবং আইএসএসের সঙ্গে যুক্ত অনলাইন ফোরামে যোগদান করে। সেখান থেকে সে জিহাদ এবং শাহাদাত সম্পর্কে হিংসাত্মক মতাদর্শ গ্রহণ করে। 

কিশোরটি আক্রমণের জন্য ট্যাম্পাইনস ওয়েস্ট কমিউনিটি সেন্টারের কাছের একটি স্থান বেছে নেয়। ছবি: সংগৃহীত আইএসডি আরও জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পরে তার উগ্রপন্থা তীব্র হয়। আইএসআইএসের মতো গোষ্ঠীগুলো এই সংঘাতকে পুঁজি করে তাঁদের চরমপন্থী মতাদর্শ প্রচারে ফলপ্রসু হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। কিশোরটি জানুয়ারির মধ্যে ইসলামিক স্টেটের সদস্য হয়ে সিরিয়ায় গিয়ে ‘শহীদ’ হওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। 

আইএসডি বলেছে, কিশোরটি সিঙ্গাপুরের ধর্মনিরপেক্ষ সরকারের ন্যাশনাল সার্ভিসে (এনএস) যোগ দিতে অনিচ্ছুক ছিল। তার দৃষ্টিতে, একটি কাফের সরকারের হয়ে সেবা করা হারাম। তারপরেও সে এনএসে যোগ দেওয়াকে জিহাদের ময়দানে শক্তিশালী হওয়ার মাধ্যম হিসেবে দেখত। কেননা এনএসে যোগ দিলে সে সামরিক দক্ষতা অর্জন করে সিরিয়ায় যুদ্ধে গিয়ে শহীদ হতে পারত। 

আইএসডি বলেছে, কিশোরটি ক্রিয়াকলাপ গোপন রাখতে অনলাইনে মৌলবাদ নিয়ে আলোচনার সময় কোডওয়ার্ড ব্যবহার করত এবং মৌলবাদী ওয়েবসাইটে প্রবেশের সময় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করত। 

এর আগে, মে মাসে সে আইএসআইএসের প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়ে পূর্ণ সদস্য হয় এবং তাঁদের পক্ষে আক্রমণ চালানোর ইচ্ছা প্রকাশ করে। 

এই কিশোরের গ্রেপ্তার ২০২০ সালের পর সিঙ্গাপুরে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে আইএসএর অধীনে হামলার পরিকল্পনার জন্য আটক হওয়ার পঞ্চম ঘটনা।

বিষয়:

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত