Ajker Patrika

সু চির বিরুদ্ধে এবার নির্বাচনে জালিয়াতির অভিযোগ

অনলাইন ডেস্ক
সু চির বিরুদ্ধে এবার নির্বাচনে জালিয়াতির অভিযোগ

মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে এবার নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছে জান্তা সরকার। তিনি ছাড়া আরও ১৫ জনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট’ এ খবর জানিয়েছে।

এএফপি জানায়, সু চিসহ ১৬ জনকে নির্বাচনে জালিয়াতি এবং বেআইনি কাজে জড়িত থাকায় অভিযুক্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নিউ লাইটের খবরে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক রাষ্ট্রপতি উইন মিন্ট এবং নির্বাচন কমিশনের সাবেক চেয়ারম্যান।

গত বছরের নভেম্বরে মিয়ানমারে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুলভাবে জয়ী হয় সু চির দল ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’। নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ আনলেও দাবির পক্ষে শক্তিশালী প্রমাণ দিতে পারেনি জান্তা সরকার। অন্যদিকে নির্বাচন যথেষ্ট সুষ্ঠু হয়েছে বলে মত দিয়েছেন দেশটির তখনকার প্রধান নির্বাচন কমিশনার এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকগুলো।

নির্বাচনে জালিয়াতির অভিযোগে চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান করে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সু চি ও রাষ্ট্রপতি উইন মিন্টসহ শীর্ষ অনেক রাজনীতিবিদকে। অভ্যুত্থানের পরপরই দেশটির প্রধান শহরগুলোয় জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হয়। ক্রমশ বিক্ষোভ তীব্র হতে থাকে এবং গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে। শিক্ষক, ডাক্তার ও পেশাজীবীদের একটা অংশ ‘অসহযোগ আন্দোলন’ শুরু করে, কাজে যাওয়া বন্ধ করে দেয়। 

বিক্ষোভে শুরু থেকে চড়াও হয় নিরাপত্তা বাহিনী। তাদের হাতে এ পর্যন্ত অন্তত ১ হাজার ২৬০ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে এবং ১০ হাজারের বেশি গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ‘অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স’। 

রয়টার্স জানায়, সু চির বিরুদ্ধে ইতিপূর্বে ১১টি অভিযোগ এনেছে জান্তা সরকার, যার কয়েকটির বিচার চলছে। গোপন আদালতে চলা এসব মামলার সম্পর্কে বেশি কিছু জানা যায় না। এ পর্যন্ত যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো প্রমাণিত হলে সব মিলিয়ে তাঁর ১০০ বছরের বেশি কারাদণ্ড হতে পারে।

ড্যানি ফেনস্টার নামের এক মার্কিন সাংবাদিককে সম্প্রতি ১১ বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের একটি আদালত, যা আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ সমালোচিত হয়। ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’ নামের অনলাইন ম্যাগাজিনের এ সাংবাদিকে গত সোমবার মুক্তি দেওয়া হয়েছে। ওই দিনেই তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। আটক থাকাবস্থায় তাঁকে নির্যাতন করা হয়নি বলে জানিয়েছেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত