অনলাইন ডেস্ক
চারজন থাই নাগরিক ও ১৯ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের অভিবাসন পুলিশ। দেশটির দক্ষিণাঞ্চলের বাং ক্লাম জেলা ও রাত্তাপুমের এশিয়ান হাইওয়ে থেকে তাঁদের গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তবে বাংলাদেশিদের নাম-পরিচয় জানা যায়নি।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের সামুত প্রাকান থেকে সঙ্খলা হয়ে কয়েকজন অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় যাচ্ছেন—এমন খবরের ভিত্তিতে তারা অভিযান শুরু করে।
ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ পাঁচটি গাড়ির পিছু নেয়। একপর্যায়ে এশিয়ান হাইওয়েতে তাঁদের থামাতে সক্ষম হয়। পরে এক নারীসহ চার থাই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফালাদা সুরিয়াচাত (৪৮), কিত্তিশাক মাংকর্ন (৪৯), রাংসান সুপান (২৭) ও সুনথর্ন কানংনিত (৪৩)। আরেকজন গাড়িচালক এ সময় পালিয়ে যান। এ সময় ওই পাঁচ গাড়ি থেকে ১৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
চার গাড়িচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে থাই পুলিশ জানায়, সমচাই নামে এক ব্যক্তি তাঁদের ভাড়া করেছিলেন। সামুত প্রাকান থেকে অভিবাসীদের সংখলায় পৌঁছে দেওয়ার বিনিময়ে মাথাপিছু আড়াই হাজার বাথ পাবেন বলে চুক্তি হয়।
বাংলাদেশি অভিবাসীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা উড়োজাহাজে করে কম্বোডিয়ায় আসেন। সেখান থেকে গত বুধবার অবৈধ উপায়ে তাঁরা থাইল্যান্ডে প্রবেশ করেন। তাঁরা একেকজন বাংলাদেশি সাড়ে ৩ লাখ টাকা দালালকে দেন। দালাল তাঁদের মালয়েশিয়ায় কাজ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন।
গ্রেপ্তার গাড়িচালকদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশি অভিবাসীদের অবৈধ উপায়ে থাইল্যান্ডে প্রবেশের মামলা প্রক্রিয়াধীন। তাঁদের বাং ক্লাম পুলিশের কাছে হস্তান্তর করেছে অভিবাসন পুলিশ।
চারজন থাই নাগরিক ও ১৯ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডের অভিবাসন পুলিশ। দেশটির দক্ষিণাঞ্চলের বাং ক্লাম জেলা ও রাত্তাপুমের এশিয়ান হাইওয়ে থেকে তাঁদের গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তবে বাংলাদেশিদের নাম-পরিচয় জানা যায়নি।
ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, থাইল্যান্ডের সামুত প্রাকান থেকে সঙ্খলা হয়ে কয়েকজন অবৈধ অভিবাসী মালয়েশিয়ায় যাচ্ছেন—এমন খবরের ভিত্তিতে তারা অভিযান শুরু করে।
ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ পাঁচটি গাড়ির পিছু নেয়। একপর্যায়ে এশিয়ান হাইওয়েতে তাঁদের থামাতে সক্ষম হয়। পরে এক নারীসহ চার থাই গাড়িচালককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফালাদা সুরিয়াচাত (৪৮), কিত্তিশাক মাংকর্ন (৪৯), রাংসান সুপান (২৭) ও সুনথর্ন কানংনিত (৪৩)। আরেকজন গাড়িচালক এ সময় পালিয়ে যান। এ সময় ওই পাঁচ গাড়ি থেকে ১৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।
চার গাড়িচালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে থাই পুলিশ জানায়, সমচাই নামে এক ব্যক্তি তাঁদের ভাড়া করেছিলেন। সামুত প্রাকান থেকে অভিবাসীদের সংখলায় পৌঁছে দেওয়ার বিনিময়ে মাথাপিছু আড়াই হাজার বাথ পাবেন বলে চুক্তি হয়।
বাংলাদেশি অভিবাসীরা পুলিশকে জানিয়েছেন, তাঁরা উড়োজাহাজে করে কম্বোডিয়ায় আসেন। সেখান থেকে গত বুধবার অবৈধ উপায়ে তাঁরা থাইল্যান্ডে প্রবেশ করেন। তাঁরা একেকজন বাংলাদেশি সাড়ে ৩ লাখ টাকা দালালকে দেন। দালাল তাঁদের মালয়েশিয়ায় কাজ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন।
গ্রেপ্তার গাড়িচালকদের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশি অভিবাসীদের অবৈধ উপায়ে থাইল্যান্ডে প্রবেশের মামলা প্রক্রিয়াধীন। তাঁদের বাং ক্লাম পুলিশের কাছে হস্তান্তর করেছে অভিবাসন পুলিশ।
জিতেন্দ্র রাওয়াত। তিনি বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। তিনি তাঁর মায়ের সঙ্গে ভবনের প্রথম তলায় থাকতেন। তাঁর স্ত্রী দুই সন্তানসহ দেরাদুনে থাকেন। তাঁর জিতেন্দ্র রাওয়াতের বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। তিনি মারা যাওয়ার সময় তাঁর মা বাড়িতে ছিলেন। পুলিশ এ ঘটনার তদন্ত করছে...
২২ মিনিট আগেইউরোপজুড়ে বেশ কয়েকটি দেশে কনস্যুলেট বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক মাসের মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
৩৯ মিনিট আগেপ্রিন্সটন বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা কেন্দ্র ডিজিটাল উইটনেস ল্যাবের গবেষণায় ভারতে অবৈধ অস্ত্র ব্যবসার এই চিত্র উঠে এসেছে। গবেষকেরা বলছেন, গবেষণার জন্য তাঁরা ভারত ভিত্তিক ২৩৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য-উপাত্ত ঘেঁটেছেন। এসব গ্রুপে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ৮ হাজারটির বেশি বিজ্ঞাপন দেখেছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেপরেশ বড়ুয়া দীর্ঘদিন ধরে রুইলিতে অবস্থান করছেন। এর আগে তিনি বাংলাদেশে বেশ কিছু দিন ছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনের আগে তিনি বাংলাদেশ ছাড়েন। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ভারতে প্রত্যর্পণ করতে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান।
৩ ঘণ্টা আগে