Ajker Patrika

আফগানিস্তানে তালেবানদের হাতে আটক ৮ বিদেশি

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ১১
আফগানিস্তানে তালেবানদের হাতে আটক ৮ বিদেশি

গত দুই মাসে আফগানিস্তানে বিভিন্ন ঘটনায় অন্তত আটজন পশ্চিমা নাগরিককে তালেবানরা আটক করেছে। তবে তাঁদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিদের মধ্যে সাতজন ব্রিটিশ এবং এজন মার্কিন নাগরিক রয়েছেন। আফগানিস্তানে বসবাসকারী পশ্চিমাদের বিরুদ্ধে তালেবানদের তৎপরতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

এদিকে আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ তালেবানের বিরুদ্ধে নয়জন পশ্চিমা নাগরিককে অপহরণ করার অভিযোগ করেছেন। টুইটারে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন, তালেবানরা অন্তত নয়জন পশ্চিমা নাগরিককে অপহরণ করেছে। এর মধ্যে বিবিসির সাংবাদিক অ্যান্ড্রু নর্থ এবং সিএনএনের সাংবাদিক পিটার জুভেনাল রয়েছেন। এঁরা দুজনই ব্রিটিশ নাগরিক।

তবে কী কারণে এই নাগরিকদের আটক করা হয়েছে তা স্পষ্ট নয়। জুভেনালের আটকের বিষয়টি তাঁর পরিবার এবং বন্ধুরা সিএনএনকে নিশ্চিত করেছে। 

পিটার জুভেনাল ছিলেন ব্রিটিশ-জার্মান দ্বৈত নাগরিক। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, পিটার একজন ফ্রিল্যান্স সাংবাদিক, ব্যবসায়ী ও বিনিয়োগকারী হিসেবে চল্লিশ বছরেরও বেশি সময় আফগানিস্তানে যাওয়া-আসা করছিলেন। তিনি একজন মুসলিম এবং একজন আফগান নারীকে বিয়ে করেছেন। তাঁদের তিনটি মেয়ে আছে। তিনি অন্য যেকোনো বিদেশির চেয়ে আফগানিস্তানকে ভালোভাবে চেনেন। তাঁকে কোনো অভিযোগ ছাড়াই আটক করা হয়েছে। এমনকি তাঁর পরিবার বা আইনজীবীরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। 

পিটারের পরিবার মনে করছে, তাঁকে ভুলক্রমে আটক করা হয়েছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) দায়িত্বে উত্তর আফগানিস্তানে চাকরি করতেন অ্যান্ড্রু নর্থ। গত শুক্রবার ইউএনএইচসিআর তাঁর পরিস্থিতি সম্পর্কে টুইটারে লিখেছে, ‘আমরা অন্যদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করতে রাজি নই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

ভারত ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত