অনলাইন ডেস্ক
প্রায় এক মাস সাগরে ভাসার পর রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে। নৌকাটিতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিল। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ। স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’
এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’
প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন।’
একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’
তাদের দীর্ঘ যাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে একজন রোহিঙ্গা তরুণ বলেছেন, তারা বাংলাদেশ থেকে যাত্রা করেছিল। ১৪ বছর বয়সী ওমর ফারুক নামের আরেক কিশোর বলেছে, ‘আমরা বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে এসেছি। ইন্দোনেশিয়া আমাদের শিক্ষার সুযোগ দেবে এমন আশায় যাত্রা করেছিলাম।’
উইনার্ডি জোর দিয়ে বলেছেন, ‘ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ শরণার্থী বিষয়টি সমন্বয় করার চেষ্টা করছে। কারণ আচেহ উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের অবতরণ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।’
মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর গতকাল আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল।
ভারত মহাসাগরে প্রায় এক মাস ধরে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি ভেসে থাকার পর জাতিসংঘ সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো এই অঞ্চলের রাজ্যগুলোকে জরুরি সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিল। ইউএনএইচসিআর বলেছিল, প্রায় ১৮০ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসছিল। আত্মীয়রা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তাদের ধারণা, নৌকায় কেউ বেঁচে নেই।
প্রায় এক মাস সাগরে ভাসার পর রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি অবশেষে ইন্দোনেশিয়ার তীরে ভিড়েছে। নৌকাটিতে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী ছিল। ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, উপকূলে ভেড়ার পর তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত কয়েক মাসের মধ্যে ইন্দোনেশিয়ার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের এটি চতুর্থ অবতরণ। স্থানীয় পুলিশের মুখপাত্র উইনার্ডি বলেছেন, ‘রোহিঙ্গা শরণার্থীবাহী নৌকাটি স্থানীয় সময় সোমবার বিকেল ৫টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আচেহের সমুদ্রসৈকতে ভিড়েছে।’
এক বিবৃতিতে উইনার্ডি বলেছেন, ‘নৌকাটিতে ১৮৫ জন শরণার্থী ছিল। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী ও ৩২ জন শিশু রয়েছে। শরণার্থীদের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা অসুস্থদের জরুরি চিকিৎসা দিচ্ছেন।’
প্রত্যক্ষদর্শী এএফপির সাংবাদিকেরা বলেছেন, ‘কিছু শরণার্থীদের অত্যন্ত দুর্বল দেখাচ্ছিল। স্বাস্থ্যকর্মীরা তাদের চিকিৎসা করছিলেন।’
একজন স্বাস্থ্যকর্মী এএফপিকে বলেছেন, ‘কেউ কেউ প্রচণ্ড পানিশূন্যতায় ভুগছিল। কিছু শিশু বমি করছিল।’
তাদের দীর্ঘ যাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে একজন রোহিঙ্গা তরুণ বলেছেন, তারা বাংলাদেশ থেকে যাত্রা করেছিল। ১৪ বছর বয়সী ওমর ফারুক নামের আরেক কিশোর বলেছে, ‘আমরা বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে এসেছি। ইন্দোনেশিয়া আমাদের শিক্ষার সুযোগ দেবে এমন আশায় যাত্রা করেছিলাম।’
উইনার্ডি জোর দিয়ে বলেছেন, ‘ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ শরণার্থী বিষয়টি সমন্বয় করার চেষ্টা করছে। কারণ আচেহ উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের অবতরণ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।’
মাত্র এক দিন আগেই ৫৭ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে আরেকটি নৌকা আচেহ উপকূলে অবতরণ করেছে। এরপর গতকাল আবার ১৮৫ জন শরণার্থী নিয়ে আরেকটি নৌকা অবতরণ করল। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত মাসে ২২৯ জন রোহিঙ্গা নিয়ে দুটি নৌকা একই প্রদেশে অবতরণ করেছিল।
ভারত মহাসাগরে প্রায় এক মাস ধরে রোহিঙ্গা শরণার্থীদের নৌকাটি ভেসে থাকার পর জাতিসংঘ সংস্থা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো এই অঞ্চলের রাজ্যগুলোকে জরুরি সাহায্যের জন্য আহ্বান জানিয়েছিল। ইউএনএইচসিআর বলেছিল, প্রায় ১৮০ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটি নৌকা কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসছিল। আত্মীয়রা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। তাদের ধারণা, নৌকায় কেউ বেঁচে নেই।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইউক্রেনের রণক্ষেত্রে নতুন হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। অর্থাৎ, রাশিয়া ইউক্রেনে এই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাবে।
২ ঘণ্টা আগেএকজন বাক্প্রতিবন্ধী তরুণকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেছিলেন। কিন্তু সৎকারের জন্য চিতায় ওঠানোর ঠিক আগমুহূর্তে প্রাণ ফিরে পেয়েছেন রোহিতাশ! দুপুর ২টা নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য ফ্রিজিং করে রাখা হয়।
১১ ঘণ্টা আগেউত্তর কোরিয়াকে তেল, ক্ষেপণাস্ত্র ও আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্য সহায়তা নিচ্ছে রাশিয়া। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
১১ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে ইসরায়েলের ‘‘শেষ এবং রাজনৈতিক মৃত্যু’ হিসাবে অভিহিত করেছে ইরান।
১২ ঘণ্টা আগে