আফগানিস্তানে খরচ কমাতে গণবিবাহ, একসঙ্গে ৫০ জুটির বিয়ে

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ২৩: ০৭

আফগানিস্তানে বিয়ের খরচ কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে একটি দাতব্য সংস্থা। একসঙ্গে ৫০টি জুটির বিয়ের আয়োজন করেছে তারা। গতানুগতিক নিয়মে বিয়ের খরচ এড়ানোর জন্য আফগানিস্তানে নিম্ন আয়ের পরিবারগুলোর মধ্যে গণবিবাহ জনপ্রিয় হয়ে উঠছে। 

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদন জানানো হয়েছে, আফগানিস্তানে হবু কনেকে আসর থেকে আলাদা এক স্থানে রাখা হয়। দুপুরের ভোজের পরই তাঁরা সামনে আসেন। এভাবেই ৫০টি জুটির বিয়ে আয়োজন করা হয়েছে। 

একটি দাতব্য প্রতিষ্ঠান রাজধানী কাবুলে এ অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া তারা নবদম্পতিদের মাদুরসহ নতুন সংসারের জন্য নানা গৃহস্থালির জিনিসপত্র দিয়েছে

ভালো কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্বল্প পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন। 

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তবে বিনোদনের আয়োজন ছিল না। ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে নাচ–গান নিষিদ্ধ। 

আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নবদম্পতিকে সবুজ ফিতা ও লাল প্লাস্টিকের গোলাপ দিয়ে সাজানো গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। 

গণবিবাহে অংশ নেওয়া রুহুল্লাহ রেজায়ী (১৮) নামে এক বর বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁর আলাদা অনুষ্ঠান করার মতো সামর্থ্য নেই। তিনি বলেন, ‘প্রচলিত রীতিতে বিয়ে করলে আমাদের অন্তত দুই থেকে আড়াই লাখ আফগানি (২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৬০০ ডলার) খরচ হতো। তবে এখন ১০ হাজার থেকে ১৫ হাজার আফগানি খরচ হবে।’ 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ঘোর প্রদেশের সংখ্যালঘু হাজারা শিয়া মুসলিম সম্প্রদায়ের এ তরুণ নানা ধরনের কাজ করে দৈনিক ৩৫০ আফগানি পর্যন্ত আয় করতে পারেন। 

রুহুল্লাহ রেজায়ী বলেন, ‘আমরা দুই পরিবারের ৩৫ জনকে নিমন্ত্রণ করেছি, তা না হলে ৩০০ থেকে ৪০০ জনকে দাওয়া দিতে হতো।’ 

অনেক হবু বরই দীর্ঘ দিন ধরে এ দিনের অপেক্ষায় ছিলেন। 

কাবুলের এক কৃষক সামিউল্লাহ জামানি (২৩) এএফপিকে বলেন, ‘আমি তিন বছর ধরে এ দিনের জন্য অপেক্ষা করছি। তাঁকে (নববধূ) দেখার জন্য আমার আর তর সইছে না!’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত