Ajker Patrika

দুই বছরের মধ্যে এই প্রথম সাংহাইয়ে লকডাউন

দুই বছরের মধ্যে এই প্রথম সাংহাইয়ে লকডাউন

দুই বছর আগে বিশ্বজুড়ে করোনা মহামারির প্রাদুর্ভাব দেখা দেওয়ায় বিশ্বের বিভিন্ন শহরে লকডাউন ঘোষিত হলেও চীনের সাংহাই শহর ছিল লকডাউনমুক্ত। এবার সেই শহরে প্রথমবারের মতো লকডাউন ঘোষণা করেছে চীন সরকার। আজ সোমবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাইয়ে দুই দফায় নয় দিনের বেশি লকডাউন জারি থাকবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ। এ সময় শহরের বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে। 

চীনের গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম শহর সাংহাই। এই শহরে গত এক মাস ধরে নতুন করে করোনা সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে। গত শনিবার সাংহাইয়ে এক দিনে রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়। এমন পরিস্থিতিতে শহরজুড়ে লকডাউন দিতে বাধ্য হলো কর্তৃপক্ষ। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ধাপে লকডাউন কার্যকর করা হবে। প্রথম ধাপে আজ থেকে আগামী ১ এপ্রিল পর্যন্ত শহরের পূর্বাঞ্চল লকডাউন জারি থাকবে। আর ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি থাকবে শহরের পশ্চিমাঞ্চলে। এ সময় শহরে গণপরিবহন বন্ধ থাকবে। বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানা বন্ধ রাখতে হবে। অথবা ঘর থেকে কাজ করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত