বিচ্ছিন্নতাবাদীদের ‘কঠোর শাস্তি’ দিতে তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া শুরু

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ মে ২০২৪, ০৯: ৪৩
Thumbnail image

তাইওয়ানের স্বাধীনতাকামীদের বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে তাদের কঠোর শাস্তি দিতে দেশটিকে ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীনের সশস্ত্র বাহিনী। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে এই মহড়া শুরু করে।

প্রতিবেদন অনুসারে, চীন তাইওয়ান প্রণালি, তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে এই মহড়া চালাচ্ছে। এ ছাড়া কিনমেন, মাৎসু, ভুকিউ এবং ডংগিন দ্বীপগুলোকে ঘিরেও মহড়া চালিয়ে যাচ্ছে চীনের গণমুক্তি ফৌজ তথা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ)।

চীনের সামরিক মুখপাত্র কর্নেল লি শি চীনা মেসেজিং প্ল্যাটফরম উইবোতে বলেছেন, চীনা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেটবাহিনীকে নিয়ে শুরু হওয়া দুই দিনের এই যৌথ মহড়া ‘তাইওয়ানের স্বাধীনতাকামী বাহিনী’র বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের কঠোর শাস্তি ও বহিরাগত বাহিনীর হস্তক্ষেপ ও উসকানির বিরুদ্ধে কঠোর সতর্কতা।

এর আগে, তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম লাই দায়িত্ব নেওয়ার পরপরই চীনের প্রতি তাঁর দেশকে ধমকানো বন্ধ করার প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে লাই চিং-তে বলেন, তাইওয়ান একমাত্র শান্তির পথ অনুসরণ করতে চায় এবং বেইজিংয়ের উচিত তাইওয়ানের জনগণের ইচ্ছাকে সম্মান করা। রাজধানী তাইপের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদ থেকে এই ভাষণ দেন উইলিয়াম লাই নামেও পরিচিত এই নেতা।

ভাষণে আলোচনার মাধ্যমে চীনের সঙ্গে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে উইলিয়াম লাই বলেন, ‘আমি চীনের প্রতি আহ্বান জানাই, তাইওয়ানকে রাজনৈতিক ও সামরিকভাবে ভয় দেখানো বন্ধ করা হোক। বিশ্বে যেন ভয় না থাকে এবং যুদ্ধ শুরু না হতে পারে তা নিশ্চিত করতে এবং তাইওয়ান প্রণালি এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করার জন্য তাইওয়ানের সঙ্গে একত্রে কাজ করার জন্য (চীনের প্রতি) আহ্বান জানাই।’

উইলিয়াম লাই আরও বলেন, ‘আমরা বিশ্ববাসীর সামনে এটিও ঘোষণা করতে চাই যে, তাইওয়ান গণতন্ত্র ও স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেবে না। শান্তিই একমাত্র বিকল্প এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতার জন্য সমৃদ্ধিই আমাদের লক্ষ্য।’ অবশ্যই চীন এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। অবশ্য দেশটি বারবার লাইকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে আখ্যা দিয়েছে।

কয়েক মাস ধরেই তাইওয়ান ঘিরে টহল দিচ্ছে চীনা সশস্ত্র বাহিনীর নৌযানগুলো। এমনকি চীনা বিমানবাহিনীর যুদ্ধবিমানও একাধিকবার তাইওয়ানের আকাশসীমায় মহড়া দিয়েছে। গত জানুয়ারি মাসে উইলিয়াম লাই নির্বাচিত হওয়ার পর থেকেই এ ধরনের চীনা মহড়া ব্যাপক আকার ধারণ করেছে।

উল্লেখ্য, উইলিয়াম লাই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে টানা চার বছর সাবেক প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল দায়িত্ব গ্রহণের পর ৬৪ বছর বয়সী এই নেতা বলেছেন, তাইওয়ানিজদের (চীনা) হুমকির বিষয়ে বাস্তববাদী হতে হবে এবং তাইওয়ানকে অবশ্যই আত্মরক্ষার জন্য তার দৃঢ় সংকল্প দেখাতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত