অনলাইন ডেস্ক
জন্মের হার বাড়াতে চীনে বাড়ানো হলো মাতৃত্বকালীন ছুটি। দেশটির বিভিন্ন অঞ্চলে এই ছুটি কমপক্ষে এক মাস বাড়ানো হয়েছে। জন্মহার কমার পর দেশটির সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
শিশু জন্মহার বাড়াতে চীনে এরই মধ্যে তিন সন্তান নীতি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করা হয়েছে। এই আইনের কারণে দেশটির দম্পতিরা চাইলে তিনটি সন্তান নিতে পারেন।
আজ শুক্রবার বেইজিং সরকারের পক্ষ থেকে বলা হয়, মায়ের ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবে। যা আগের চেয়ে ৩০ দিন বেশি।
গতকাল সাংহাই কর্তৃপক্ষও এমনটি জানিয়েছে।
চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় ও তৃতীয় সন্তান নেওয়ার সময় মায়েরা ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। সেখানকার বর্তমান নিয়মানুযায়ী, মায়েরা ৯৮ দিন মাতৃত্বকালীন ছুটি পান।
এদিকে মাতৃত্বকালীন ছুটি বাড়ায় শঙ্কা প্রকাশ করেছেন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, এর কারণে চীনের নারীদের বেকারত্ব বাড়বে।
অনেকেই প্রশ্ন তুলেছেন মায়েরা এত দিন ছুটি পেলে বাবা কেন ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পাবেন।
বেইজিংয়ে একজন পুরুষ ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। সাংহাইতে এই ছুটি ১০ দিন দেওয়া হয়ে থাকে।
জন্মের হার বাড়াতে চীনে বাড়ানো হলো মাতৃত্বকালীন ছুটি। দেশটির বিভিন্ন অঞ্চলে এই ছুটি কমপক্ষে এক মাস বাড়ানো হয়েছে। জন্মহার কমার পর দেশটির সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
শিশু জন্মহার বাড়াতে চীনে এরই মধ্যে তিন সন্তান নীতি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত করা হয়েছে। এই আইনের কারণে দেশটির দম্পতিরা চাইলে তিনটি সন্তান নিতে পারেন।
আজ শুক্রবার বেইজিং সরকারের পক্ষ থেকে বলা হয়, মায়ের ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবে। যা আগের চেয়ে ৩০ দিন বেশি।
গতকাল সাংহাই কর্তৃপক্ষও এমনটি জানিয়েছে।
চীনা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় ও তৃতীয় সন্তান নেওয়ার সময় মায়েরা ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন। সেখানকার বর্তমান নিয়মানুযায়ী, মায়েরা ৯৮ দিন মাতৃত্বকালীন ছুটি পান।
এদিকে মাতৃত্বকালীন ছুটি বাড়ায় শঙ্কা প্রকাশ করেছেন চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। একজন ব্যবহারকারী লিখেছেন, এর কারণে চীনের নারীদের বেকারত্ব বাড়বে।
অনেকেই প্রশ্ন তুলেছেন মায়েরা এত দিন ছুটি পেলে বাবা কেন ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পাবেন।
বেইজিংয়ে একজন পুরুষ ১৫ দিন পিতৃত্বকালীন ছুটি পেয়ে থাকেন। সাংহাইতে এই ছুটি ১০ দিন দেওয়া হয়ে থাকে।
ভারতের মহারাষ্ট্রে অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে আটজন শ্রমিক নিহত এবং সাতজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা গেছে। সেই সঙ্গে দূর থেকে করা একটি ভিডিওতে কারখানা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে...
১ ঘণ্টা আগেট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রয়োগ শুরু হয়েছে তাঁর দায়িত্ব নেওয়ার দিন থেকেই। এবার দেশটির প্রশাসন ৫৩৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে। কয়েক শ অভিবাসীকে এরই মধ্যে ফেরত পাঠানো হয়েছে। আজ শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের বরাতে এসব তথ্য জানায় বার্তা সংস্থা এএফপি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকাণ্ডের নথিপত্র প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তাঁর ভাই সাবেক সিনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যার নথিপত্র জনসম্মুখে আনতে চান...
৩ ঘণ্টা আগেচীনের ওপর শুল্ক আরোপে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বহুদিনের। নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে দায়িত্ব নেওয়ার পরও তিনি বলেছেন চীনের ওপর শুল্ক আরোপ করতে যাচ্ছেন তিনি। ১ ফেব্রুয়ারি থেকে চীনের ওপর ১০ শতাংশ বাণিজ্য শুল্ক আরোপের কথা ভাবছে তাঁর প্রশাসন। কিন্তু এবার তিনি বললেন, চীনের ওপর শুল্ক আরোপ না করাই ভ
৪ ঘণ্টা আগে