অনলাইন ডেস্ক
গত দুই দশকে বৈশ্বিক সম্পদ বৃদ্ধিতে চীনের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। গত দুই দশকে বৈশ্বিক সম্পদ যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ফলে যুক্তরাষ্ট্রকে টপকে এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে দেশটি। ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট বৈশ্বিক আয়ের ৬০ শতাংশের বেশি যে ১০টি দেশের দখলে রয়েছে, সেসব দেশের জাতীয় আয়-ব্যয়ের হিসাব করে এ গবেষণাটি করা হয়েছে।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে সেটি বেড়ে ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে তিন গুণ। বিশ্বের সম্পদ তিন গুণ বাড়ার পেছনে চীনের ভূমিকা বেশি। কেননা, ২০০০ সালে চীনের নিট সম্পদের মূল্য ছিল ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা ২০২০ সালে বেড়ে ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে চীনের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের গত দুই দশকে নিট সম্পদের মূল্য বেড়েছে দ্বিগুণের বেশি। দেশটির নিট সম্পদের মূল্য বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ ধনকুবেরের হাতে বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে। তাদের সম্পদ দিন দিন বেড়েই চলছে।
গত দুই দশকে বৈশ্বিক সম্পদ বৃদ্ধিতে চীনের আধিপত্য ছিল সবচেয়ে বেশি। গত দুই দশকে বৈশ্বিক সম্পদ যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার প্রায় তিন ভাগের এক ভাগই চীনের। ফলে যুক্তরাষ্ট্রকে টপকে এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে দেশটি। ম্যানেজমেন্ট কানসালটিং ফার্ম ম্যাককিনেসি অ্যান্ড কোম্পানির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মোট বৈশ্বিক আয়ের ৬০ শতাংশের বেশি যে ১০টি দেশের দখলে রয়েছে, সেসব দেশের জাতীয় আয়-ব্যয়ের হিসাব করে এ গবেষণাটি করা হয়েছে।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সালে বিশ্বের নিট সম্পদের মূল্য ছিল ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে সেটি বেড়ে ৫১৪ ট্রিলিয়ন মার্কিন ডলার হয়েছে। অর্থাৎ দুই দশকে বিশ্বের সম্পদ বেড়েছে তিন গুণ। বিশ্বের সম্পদ তিন গুণ বাড়ার পেছনে চীনের ভূমিকা বেশি। কেননা, ২০০০ সালে চীনের নিট সম্পদের মূল্য ছিল ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা ২০২০ সালে বেড়ে ১২০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে বিশ্ব অর্থনীতিতে চীনের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের গত দুই দশকে নিট সম্পদের মূল্য বেড়েছে দ্বিগুণের বেশি। দেশটির নিট সম্পদের মূল্য বেড়ে ৯০ ট্রিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দুই বৃহত্তম অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ ধনকুবেরের হাতে বিশ্বের দুই-তৃতীয়াংশের বেশি সম্পদ রয়েছে। তাদের সম্পদ দিন দিন বেড়েই চলছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দাবি করেছেন, ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল। কারাবন্দী ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন। পাশাপাশি, তিনি ভিডিওতে আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস
৮ ঘণ্টা আগেপোল্যান্ডে থাকা যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি ‘পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ানোর’ কারণ হতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। পাশাপাশি বলেছে, এই ক্ষেপণাস্ত্র ঘাঁটি এখন রাশিয়ার সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ, রাশিয়া প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই ঘাঁটিতে হামলা চা
৮ ঘণ্টা আগেমার্কিন অ্যাটর্নি জেনারেল পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন রিপাবলিকান কংগ্রেসম্যান ম্যাট গেটজ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএসের প্রতিবেদন থেকে
৮ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিশ্চিত করেছেন, আগামী ২৪ নভেম্বর তাঁর দল রাজধানী ইসলামাবাদে যে বিক্ষোভের পরিকল্পনা করেছে তা স্থগিত করলে, তাঁকে মুক্তি দেওয়া হবে বলে ‘প্রস্তাব’ এসেছে। পিটিআইয়ের শীর্ষ নেতাদের কাছে পাকিস্তান সরকার এই প্রস্তাব দিয়েছে
৮ ঘণ্টা আগে